![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির গোপন এক আগ্রহ নিয়ে ঘুরে বেড়াচ্ছি দীর্ঘকাল। স্বল্পোদ্যোগী হওয়ায় সে আগ্রহ আর আলোর মুখ দেখেনি। একদিন হঠাতই মনে হলো বুড়ো হয়ে যাচ্ছি.. এ জন্মে হয়তো আর লেখাই হয়ে উঠবেনা, এরচেয়ে ঝুঁকি নেয়া যাক। দেখা যাক একটু স্বপ্ন! ফেইসবুক: http://www.facebook.com/morshedkhan65
নেপালে আজ দুপুর ১২:১০ মিনিটে (বাংলাদেশ স্থানীয় সময়) রিক্টার স্কেলে ৭.৯ মাত্রার ভূমিকম্প হলো।
নেপালে আজ দুপুর ১২:১০ মিনিটে (বাংলাদেশ স্থানীয় সময়) রিক্টার স্কেলে ৭.৯ মাত্রার ভূমিকম্প হলো।
আমাদের দেশে এর মাত্রা তুলনামূলক কম থাকলেও বিভিন্ন জায়গা থেকে ২-৩ জনের মৃত্যুসহ শতাধিক মানুষের আহত হওয়ার খবর আসছে। ঘর/কাজের জায়গা থেকে সবাই একসাথে বের হতে চাওয়ার কারণেই আহত হওয়ার ঘটনা অনেক বেশি ঘটেছে ।
ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী হয়, এ অল্পসময়ের মধ্যে বিল্ডিং থেকে বের হওয়ার চেষ্টা না করে বরং বিল্ডিং এর কোন একটি ঘরের একটি কোনায় গিয়ে আশ্রয় নেয়া শ্রেয়, চেষ্টা করতে হবে মজবুৎ কোন আসবাবের নিচে গিয়ে আশ্রয় নিতে যাতে বিল্ডিং এ ফাটল ধরলেও গায়ে ভারি কিছু পড়ে ক্ষতি না হয়।
ভূমিকম্পে নেপাল ও ভারতের উত্তরাঞ্চলে ব্যপক ক্ষতির আশংকা রয়েছে। সকল ক্ষতিগ্রস্তের জন্য মানবতা জেগে উঠুক। আর চলুন আমরা সবাই ভূমিকম্পের ক্ষতি কমাতে প্রস্তুতি নিয়ে রাখি। কারণ আমাদের দেশের একটা অংশ কিন্তু ভূমিকম্প জোনের আওতাভূক্ত।
২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০৬
একটু স্বপ্ন বলেছেন: অবশ্যই লাভ আছে, ক্ষতি কমানো যায় আপু
সেফটি সিকিউরিটির উপর সাম্প্রতিক একটা ট্রেনিং এ আরও ভাল করে জানলাম এসব।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৪
শায়মা বলেছেন: ভাইয়া তুমি না আগে কত গল্প লিখতে? এখন কি অনেক বিজি হয়ে গেছো?
০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯
একটু স্বপ্ন বলেছেন: গল্প লেখার ইচ্ছে আমার পুরোনো যদিও ব্লগে লিখিনি কখনও। আর এখনতো খুবই কম আসা হয় এদিকটাতে..
বিজি হয়েছি বলা যায়না... তবে ফেসবুকে সময় বেশি দেই একটু
০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২০
একটু স্বপ্ন বলেছেন: ভাল কথা, আমার ফেসবুকে স্বাগত..
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৩
বাঘ মামা বলেছেন: ঈদ মোবারক স্বপ্ন ভাই। ছেলে মেয়েরা কেমন আছে? সবাইকে ঈদের শুভেচ্ছা ।
শুভ কামনা সব সময়
০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২২
একটু স্বপ্ন বলেছেন: ভাল আছি ভাই, সবাই মিলেই ভাল আছি। আগে আপনার মন্তব্য দেখা হয়নি, দুখ্যিত ভাই
আপনিও ভাল তো, চারপাশ নিয়ে?
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
শায়মা বলেছেন: প্রস্তুতি নিয়ে কি তেমন লাভ আছে ভাইয়া। আমার তো মনে হয় কিছুই করার নেই আসলে।