![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির গোপন এক আগ্রহ নিয়ে ঘুরে বেড়াচ্ছি দীর্ঘকাল। স্বল্পোদ্যোগী হওয়ায় সে আগ্রহ আর আলোর মুখ দেখেনি। একদিন হঠাতই মনে হলো বুড়ো হয়ে যাচ্ছি.. এ জন্মে হয়তো আর লেখাই হয়ে উঠবেনা, এরচেয়ে ঝুঁকি নেয়া যাক। দেখা যাক একটু স্বপ্ন! ফেইসবুক: http://www.facebook.com/morshedkhan65
আজকের শিশুরা বড় হয়ে আগামীতে দেশ চালাবে!
অথচ, কেমন হচ্ছে তাদের বিকাশ?
বাড়িতে তাদের কেমন ‘ওরিয়েন্টেশন’ হচ্ছে? স্কুলেই বা পাচ্ছে তারা কেমন পরিবেশ? শিশুদেরকে আদর্শ শিক্ষাদানে কতটা প্রস্তুত আমাদের শিক্ষকেরা?
ভবিষ্যতে যদি আমরা দুর্নীতিগ্রস্ত ও নৈতিকতা বিবর্জিত কর্মকর্তা-কর্মচারি, ব্যবসায়ী, রাজনীতিবিদ না চাই, তবে অনেক বেশি সতর্ক হতে হবে শিক্ষক নিয়োগে। আর শিশুর সাথে পাল্টাতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি ও আচরণ!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৪
একটু স্বপ্ন বলেছেন: অত্যন্ত লজ্জাবোধ করছি ভাইয়া উত্তর যথাসময়ে না দেয়ার জন্য। বিশ্বাস করবেন কিনা জানিনা, পোস্টটি দেয়ার পর ব্লগটি ওপেন করিনি। ভাবছি, মাঝেমাঝে খুলবো। ভালো হোক আপনার।
২| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৫
খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।
পোস্টে ভাল লাগা + +
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৬
খায়রুল আহসান বলেছেন: আবার ব্লগে ফিরে আসুন!
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৮
কামাল৮০ বলেছেন: শিশুর বিকাশে পশ্চিম আমাদের থেকে অনেক এগিয়ে।আমরা শিশুকে শিখাই আ তে আল্লাহ।এখান থেকে শিশু কি শিখবে।যাকে দেখাও যায় না ছোয়াও যায়।এটা সে কিভাবে উপলব্ধিতে আনবে।বড়হয়ে সে একটা অন্ধ বিশ্বাসী হবে।শিশুকে বস্তুগত কিছু দিয়ে শিক্ষা দিতে হবে।আল্লাহ,বেহেস্ত,দোজখ এসব দিয়ে না।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
বিজন রয় বলেছেন: অনেক দিন পর লিখলেন!
এত দিন কেমন ছিলেন?