নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইমান ছাড়া এত্তেবা হয়না, এত্তেবা ছাড়া মত্তাবেইন হওয়া যায়না।

যাফর

ইমান ছাড়া ইত্তেবা হয়না, ইত্তেবা ছাড়া মত্তাবেইন হওয়া যায়না।

যাফর › বিস্তারিত পোস্টঃ

প্রেম-ভক্তি

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:১৩



ফেইসবুক থেকে শেয়ার করা।

সুফিবাদটা প্রেম-ভক্তি-ভালোবাসার ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। মহানবির দাঁত মোবারক শহিদ হবার দরুণ করণ প্রদেশের এক মাজ্জুব সমস্ত দাঁত ভেঙ্গে ফেললেন। মহানবির দুটো দাঁত মোবারক ভেঙ্গে গেছে বলে সব মুসলমানদের দুটো করে দাঁত ভেঙ্গে ফেলতে হবে-এ রকম এ জাতীয় সুন্নত পালনের কথাটি আমার জানা নাই। মিস্টি খাওয়া, মধু পান করা, কালিজিরা খাওয়া, লাউয়ের তরকারি খাওয়া ইত্যাদি বিষয়গুলোর কমবেশি জানা থাকার কথা, কারণ এগুলো মহানবির সুন্নত; কিন্তু দুটো দঁত ভেঙ্গে ফেলতে হবে বলে কোন সুন্নতের কথাটি পাই নাই। কারণ দাঁত ভাঙ্গার বিষয়টি প্রেম, যাহা সবার জন্য হতে পারে না। কারণ প্রেম করা যায় না বরং প্রেম হয়ে যায়। বৈষয়িক দৃষ্টিভঙ্গির বিচারে জাগতিক দৃষ্টিকোণ হতে দেখতে পাই যে, ইহার কোন মূল্যায়ন হয় না কিন্তু প্রেমের বাজারে এই দাঁত ভাঙ্গার বিষয়টিতে মহানবি এত বেশি দাম দিয়েছেন যে নিজের জুব্বা মোবারক কোন সাহাবাকে না দিয়ে করণ প্রদেশের মাজ্জুব হযরত ওয়ায়েস করনিকে দেবার নির্দেশ দিয়েছিলেন এবং সেই পবিত্র নির্দেশটি পালন করা হয়েছিল। একজন মাজ্জুব এত বড় পাওয়াটা মহানবি হতে পাবেন কেউ ভাবতেও পারেন নি। সুতরাং প্রেম দিয়ে হিংসাকেও অনেক সময় জয় করা যায়। প্রেম দিয়ে মহানবির সর্বশ্রেষ্ঠ পুরস্কারটি সাহাবারা না পেয়ে তাবেয়িন ওয়ায়েস করনি পেলেন।



ডা. বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেস্বরী



[link|https://www.facebook.com/ajax/sharer/?s=2&appid=2305272732&p[0]=303988166308209&p[1]=1073741968&profile_id=303988166308209&share_source_type=unknown|ক্লিক]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.