![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৯) কোন মানুষের এত ভাল মেধাশক্তি নেই একজন সফল মিথ্যাবাদী হবার । - আব্রাহাম লিংকন ।
১০) সবকিছু হাসির মনে হবে যতক্ষন তা অন্যের সাথে ঘটছে । - উইল রজার্স ।
১১) যদি নারীরা বিশ্ব চালাত হয়ত কোন যুদ্ধই ঘটত না , আটাশ দিন পর পর তীব্র আলোচনা হত । - রবিন উইলিয়ামস ।
১২)জীবনে এত গুরুত্ব দিওনা , মৃত্যু ছাড়া জীবন থেকে বের হতে পারবেনা । - আলবার্ট হবার্ড ।
১৩) নারীদের জীবনে তিনটি বিষয়ের খুব দরকার খাদ্য ,পানীয় এবং প্রশংসা ।- ক্রিস রক ।
১৪) অলসতা ,কাজ করে পরিশ্রান্ত হবার আগে একটু জিরিয়ে নেওয়া ছাড়া বেশি কিছু নয় । -জুলস রেনার্ড ।
১৫) হতাশাবাদীদের কাছ থেকে টাকা ধার করো। কারণ তারা ফেরত পাওয়ার আশা করবে না।- সংগৃহীত ।
১৬) মানুষ ভুল থেকে শিক্ষা নেয় না, এর প্রমাণ হল, অনেকেই দ্বিতীয়বার বিয়ে করে।-সংগৃহীত ।
১৭) বিখ্যাতরা ভুল বললেও সেটাই সঠিক হয়ে দাঁঁড়ায় । - বানীতে আমি ।
১৮)কলগার্ল, গার্লফ্রেন্ড আর স্ত্রী এই তিনের মাঝে পার্থক্য কি?
উত্তরঃ প্রিপেইড, পোস্টপেইড আর আনলিমিটেড ইউসেজ । -সংগৃহীত ।
১৯) আমার জীবনে কখনই ব্যথিত হইনি যা বলিনি তার জন্য । - ক্যালভিন কুলাইজ ।
২০ ) যদি দুইবার ভুল করেও শোধরাতে না পার ,আবার ভুল কর । - লওয়ারেন্স জে পিটার ।
১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
শাহারিয়ার ইমন বলেছেন: এগুলো সিরিয়াসলি নেয়ার কিছু নেই কবি সাহেব
২| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
চাঁদগাজী বলেছেন:
কোটেশন আমার ভালো লাগেনি কোন সময়ে; পরীক্ষার খাতায় কোটেশন মোটেশন দিতাম না বলে ২/১ নম্বর কমও পেয়েছি
১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৭
শাহারিয়ার ইমন বলেছেন: এগুলো তো মজার ।এগুলো আমি নেট থেকে কালেক্ট করেছি ,মুখস্ত নয়
৩| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
রাজীব নুর বলেছেন: কিছু কিছু মানুষের লজ্জাহীনতায় আমিই লজ্জা পাই। আমি লজ্জা পাই এই জন্য নয় যে আমার লজ্জা মাত্রাতিরিক্ত। বরং তাদের বেসম্ভব লজ্জাহীনতাই আমার লজ্জার কারন।
বলেন ও এটা কার কথা?
১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২১
শাহারিয়ার ইমন বলেছেন: জাফর ইকবালের মনে হচ্ছে ,সিউর নয় । এই কাপশনে তো আপনার একটা ব্লগ আছে দেখলাম
৪| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০২
আখেনাটেন বলেছেন: ১) পুরুষের বুদ্ধি খড়গের মতো; শান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম-কাটা ছুরির মতো; যতই ধার দাওনা কেনো, তাতে বৃহৎ কাজ চলে না। ➫ রবীন্দ্রনাথ ঠাকুর ==এই বাণী রবি বাবুর হলে তো প্রতিটা মহিলা রবিবাবুর ঘোর শত্রু হওয়ার কথা। ক্যামনে কী? নারীবাদীরা কই গেল?
১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৬
শাহারিয়ার ইমন বলেছেন: বৈজ্ঞানিকভাবেও কিন্তু কথাটি সত্য ,পুরুষের মস্তিষ্কের পরিমান মহিলাদের চেয়ে একটু বেশি
৫| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগলো ।
১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৬
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ ব্রাদার
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৩
শাহারিয়ার ইমন বলেছেন: ভাল থাকবেন ব্রাদার
৬| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৪
প্রামানিক বলেছেন: চমৎকার বাক্য
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫২
শাহারিয়ার ইমন বলেছেন: দাদা ভাল আছেন?
৭| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১১
রাকু হাসান বলেছেন:
১৩,১৬,১৭, হহাহাহাহা হাসলাম । দারুণ সংগ্রহ দেখছি ।
১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫২
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ ব্রাদার <
৮| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০
আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: বৈজ্ঞানিকভাবেও কিন্তু কথাটি সত্য ,পুরুষের মস্তিষ্কের পরিমান মহিলাদের চেয়ে একটু বেশি --মস্তিষ্কের পরিমাণ ছোট হলেই বিদ্যা-বুদ্ধিতেও ছোট হয় এই জিনিস তো জানতুম না।
আচ্ছা, হাতির তো বিরাট মস্তিষ্ক কিন্তু শুনেছি বুদ্ধি নাকি ছাগলের থেকেও কম। ক্যামনে কী? যদি একটু ব্যাখ্যা করতেন হুজুরে আলা...।
১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৬
শাহারিয়ার ইমন বলেছেন: হাতি বুদ্ধিমান প্রাণী
পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জীবজন্তুর মধ্যে হাতি একটি। স্থলজ জীবজন্তুর মধ্যে হাতির মস্তিষ্ক সবচেয়ে বড়। হাতির মস্তিষ্কের ওজন ৫ কিলোগ্রাম। হাতির বিষাদ, হাস্যরস, সহানুভূতি, সহযোগিতা, আত্মসচেতনতা, সরঞ্জাম ব্যবহার এবং চমৎকার শেখার ক্ষমতা আছে।
হাতির ব্রেনের হিপ্পোকেম্পাস অঞ্চল অনেক উন্নত থাকে যা আবেগ ও স্থান সংক্রান্ত সচেতনতার জন্য দায়ী। হাতি তাদের মৃতদের সম্মান দেয় এবং মৃতদের জন্য আচার-অনুষ্ঠান করে। -যুগান্তর পত্রিকা ।
লিংক ; Click This Link
৯| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫২
আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: হাতি বুদ্ধিমান প্রাণী -- তা আমি জানি। কিন্তু ছাগলের থেকে কম বুদ্ধিমান কেন?
১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৩
শাহারিয়ার ইমন বলেছেন: ছাগল হাতির চেয়ে বুদ্ধিমান কই পেলেন এই খবর ?
১০| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৩
আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: ছাগল হাতির চেয়ে বুদ্ধিমান কই পেলেন এই খবর ? -- ভাই ইমন মনে হয় লিংকটা খেয়াল করেন নি। আবার দিলুম। এখানে গুতা দিন।
এইটা সায়েন্টিফিক জার্নালের লিংক।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
সনেট কবি বলেছেন: অনেকের অনেক কথা জানা হলো।