![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবছিলাম একটা গল্প লিখব , কিন্তু মেজাজ খুব চড়ে আছে । গত দুইদিন ধরে এই সমস্যাটা হচ্ছে । মেজাজ হঠাৎ হঠাৎ খুব চড়ে যায় , আস্তে আস্তে বাড়তে থাকে । ঘুমালে কমে ,কিন্তু আবার হঠাৎ করে বেড়ে যায় ।এসময় মনে হয় মাথাও ব্যাথা করে । আমার মেজাজ এরকম খুব কমই গরম হত যা দুই তিন ধরে হচ্ছে ।
আজকে ঈদ ,অথচ আমি কি ম্যাওপাও নিজের কথা লিখছি । ব্লগে দেখছি সেই আড্ডা জমেছিল ।
ব্লগে চাঁদগাজীর নরবলি পোষ্ট নিয়ে রীতিমত ঝড় উঠেছিল । আজকের দিনে এইরকম পোষ্ট অবশ্যই প্রশ্নবিদ্ধ (?) । এরকম পোষ্ট আপনি আজকে কেন দিলেন ? এর পিছনে গোপন কোন উদ্দেশ্য আছে কি ?
চাঁদ্গাজীর মতিগতি কখনই সুপষ্ট নয় ,তিনি ভাল রাজনীতিক বিশ্ল্বেষক এই ব্লগে সেটা মানতে হবে ।ধর্মের দিকে কেন হাত বাড়ালেন ? এটা ঠিক হয়নি আমার মতে !
যাইহোক ,সবার ঈদ মনে হয় ভালই কেটেছে আমার মত নিরামিষ কাটেনি । ভাল কাটারই কথা । আমার কেন ভাল কাটেনি এ গল্প বলতে চাচ্ছিনা । সবাইকে ঈদ মোবারক ।
ভাল থাকবেন সবাই ।
২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০১
শাহারিয়ার ইমন বলেছেন: ঈদ মোবারক ।
২| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৫
রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।
ভালো থাকুন।
আজকাল আমার মেজাজও প্রচন্ড গরম হয়ে যায় অল্পতেই !!
২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১০
শাহারিয়ার ইমন বলেছেন: এর প্রতিকার কি ?
৩| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৫
বর্ণা বলেছেন: ঈদ মোবারক।
২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৯
শাহারিয়ার ইমন বলেছেন: আপনাকেও ঈদ মোবারক । ভাল থাকবেন
৪| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:৫৩
বাকপ্রবাস বলেছেন: হা হা হা চাঁদগাজী তাহলে ব্লগটা ভালই তোলপাড় করে ছেড়েছেন, এমনিতে ঝিমিয়ে ছিল
২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪১
শাহারিয়ার ইমন বলেছেন: সেটা বলতে পারেন
৫| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ২:৩৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: বেশিবেশি ঘুমান। বিরক্তি, বিতৃষ্ণা, হতাশার কারণ বের করে সমাধানের চেষ্টা করুন।
চাঁদগাজীর লিখাটা পড়েছি। তিনি হালকা একটা গুঁতো দেওয়ার চেষ্টা করেছেন। সেটা স্পষ্ট। তবে উনার কথাগুলো লজিক ছিলো।
২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪০
শাহারিয়ার ইমন বলেছেন: ঘুমানোর পরেও তো কমছেনা ,আবার ফিরে আসছে
৬| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ২:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা মাঝেমধ্যে এমন বিষন্নতা হয়, যখন কিছুই ভালো লাগেনা, মিষ্টি কথাও মনে হয় তিতা বিষ।
ঘুমও হতে চায়না, তবে ঘুমুতে পারলে অনেকটা ফ্রেশ মনে হয়।
ঈদ মোবারক
২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪১
শাহারিয়ার ইমন বলেছেন: ঘুমালে কিছুটা ফ্রেশ থাকে ,আবার মেজাজ গরম হয়
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।