![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকারে ভেসে আসে কার কথা ,
বিষন্ন মন ভারী হয়ে ওঠে পৌষের রাতে।
নির্জন রাত ক্রমশই বেড়ে উঠছে পাহাড়ের ঢালে ,
একরাশ ব্যাথার বাণী হৃদয় ফুঁড়ে
পৃথিবীকে জানান দিতে চাইছে ,
আমি ভালো নেই ,আমি ভালো নেই !
রচনাকাল ; ১৫ই নভেম্বর ,২০১৮
ছবি সোর্স ; ইন্টারনেট
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪
শাহারিয়ার ইমন বলেছেন: আপন শক্তিতে জ্বলে ওঠার চেস্টায় আছি
২| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪
ফোয়ারা বলেছেন:
পৃথিবী শব্দটা এমন হবে হয়ত।
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫
শাহারিয়ার ইমন বলেছেন: খেয়াল করিনি ,ঠিক করে দিয়েছি ।
৩| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪
মাহমুদুর রহমান বলেছেন: সময়ের কাছে মানুষ বড় অসহায়।
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫
শাহারিয়ার ইমন বলেছেন: দুঃসময় খুব আস্তে আস্তে যায় ।
৪| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১০
শিখা রহমান বলেছেন: বিষন্নতা আছে বলেই হয়তো কবিতা আছে। ভালো লেগেছে কবিতাটা।
মন ভালো হোক কবির, তবে মাঝে মাঝে একটু খারাপ থাকুক। কবির মন ভালো নেই বলেই কবিতা ধরা দিলো।
শুভকামনা কবি।
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
শাহারিয়ার ইমন বলেছেন: আমি আসলে এখনও কবি হতে পারিনি । কয়েক লাইন লিখলেই কি আর কবি হওয়া যায় ? কবি হওয়ার জন্য চাই গভীরতা ,ভাবের নিগুঢ়তা , কষ্ট-বেদনা-সুখের মেলবন্ধন । আমি কেবল কবিতা ভালবাসি ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন ।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
নজসু বলেছেন:
আপনি অল্প কথায় লেখায় অত্যধিক ভাব ফুটিয়ে তোলেন।
এটা খুব ভালো লাগে।
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪
শাহারিয়ার ইমন বলেছেন: আমি একটু অলস কিনা বেশি লিখতে পারিনা
৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫
বিজন রয় বলেছেন: হৃদয় বানানটিও ঠিক করে দিন।
হুট করে শেষ হয়ে গেল, আর একটু বড় করা যেত না!!
যাক, কবিতা পোস্ট করলেন এটাই বড় কথা।
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৮
শাহারিয়ার ইমন বলেছেন: ঠিক করে দিয়েছি । বড় করার চেষ্টা করছিলাম ,কিন্তু এর সাথে আর মিলাতে পারিনি(ভাবে মিলেনি) ।তাই শেষ করতে বাধ্য হয়েছি)
৭| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭
কাওসার চৌধুরী বলেছেন:
লাইনগুলো মনে দাগ কেটে গেল। +++
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১
শাহারিয়ার ইমন বলেছেন: শুনে অনেক ভাল লাগল । ভাল থাকবেন ।
৮| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর আবেগ।
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬
শাহারিয়ার ইমন বলেছেন: আজকে আপনার দিন কেমন কাটছে ?
৯| ১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১
করুণাধারা বলেছেন: বিষণ্ণ কবিতা। পড়তে ভালো লাগলো খুব।
১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ
১০| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
সুমন কর বলেছেন: ছোট এবং সুন্দর।
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৪
শাহারিয়ার ইমন বলেছেন: ধন্যবাদ অনেক ।
১১| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬
খায়রুল আহসান বলেছেন: কবিদের কবিতার ময়ুর কষ্টের সুরে পেখম মেলে। তাই মাঝে মাঝে মন ভাল না থাকাটা কবিদের জন্য তেমন মন্দ নয়।
অল্প কথায় খুব সুন্দর হয়েছে আপনার এ কবিতাটি।
কবিতায় ভাল লাগা + + রেখে গেলাম!
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
শাহারিয়ার ইমন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০১
শাহরিয়ার কবীর বলেছেন: বিষন্নতা নিপাত যাক
মন ভালো হওয়া মুক্তি পাক।
এবার জ্বলে উঠুন আপন শক্তিতে।