![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দীর্ঘদিন কনফিউশানে ছিলাম শব্দটা নিয়ে। যেমন- স্কুল জীবনে সাঁতার কেটে নদীর ওপারে যেতাম বন্ধুদের সাথে। সাঁতারের কথা মনে পড়তেই সহযোদ্ধা জিসানের কথা মনে পড়ে গেল।... ...ও যেখানেই খাকুক, ভাল থাকুক।
যাহোক- একদিন নবগঙ্গায় সাঁতরাতে গিয়ে মাঝ নদী থেকে ফেরত এসেছিলাম। কারণ এক বন্ধু বলছিল, ‘ধ্যাত, এপারে একটা্ও ‘মাল’ নেই।’ আমি হাবা গোবার মতন ভাবতাম- এই ‘মা্ল’ আবার কী !
একদিন আমাদের এলাকার জনৈক সালমান খান(!) একটা হোটেল খেকে পুলিশের কাছে ধরা পড়লো। একজনকে এর কারণ জানতেই সে বলল, ‘সে মালসহ ধরা পড়েছিল।’ আমি আবারও হাবা গোবার মতন ভাবলাম- এই ‘মাল’ আবার কী!
অত:পর একদিন স্কুলে যাবার পখে পাশ দিয়ে যাওয়া গার্লস স্কুলের মেয়েদের দিকে তাকিয়ে আমাদেরই কেউ একজন বলেছিল- ‘ দোস্ত, মালগুলো টসটসে রে !’ এবার বুঝে গেলাম এই ‘মাল’ কারা ! রাগ হচ্ছিল না দু:খ হচ্ছিল তা বুঝতে পারছিলাম না।
মেয়েদেরকে মনে করা হয় ‘মাল’। আমার আপনার প্রেমিকা কিংবা বউ কিংবা বোনেরা এভাবেই ‘মাল’ হতে থাকে আমাদেরই দ্বারা। নারী যেখানে ‘মাল’রূপে মর্যাদা পায়, সেখানে তো তনুরা ধর্ষিত হবেই।
কেউ আবার ‘মাল’ বলেন মদকে। কী মিল ! নারীও যেন মদ....বাকীটা বললাম না। গা ঘিন ঘিন করে রে বাপু।
যাহোক- ‘মাল’ শব্দটা দিয়ে আবার ‘ব্যতিক্রমী চিজ’ টাইপের কাউকে বোঝানো হয়। যেমন- কেউ অবাক করা কিছু করলে বলা হয়- ‘ব্যাটা আসলেই একটা মাল!’ তবে এদেশে বলির পাঠা নামক একটা শ্রেনী আছে তাদের ক্ষেত্রে ‘মাল’ শব্দটার সাথে ‘উ-কার’ দিয়ে বলা হয়- ‘মালু।’ এক্ষেত্রে ‘মাল’ শব্দটা যাদের বিশেষণ তারা হলেন উপরতলার মানুষ। যেমন- শামীম ওসমান পাক্কা মাল বটে, আর শ্যামল কান্তিরা হল মালু। অবশ্য উপমহাদেশের অতীত- বর্তমা্ন অবস্থা পর্যালোচনা করে পাই- মালুদের সম্পদ আর নারী চিরকালই গণিমতের মাল।
তবে আদিবাসীরা ‘মালু’ নয়। তবু সংখ্যালঘু হবার কারণে তারাও রাষ্ট্রের কাছে ‘মাল’ ছাড়া কিছুই নয়। বান্দরবানের থানচিতে অসহায় মানুষগুলোর কাছে রাষ্ট্র পৌঁছায় না। কিন্তু পাহাড়ে আদিবাসীদের জমি ও নারীকে ‘মাল’ আখ্যা দিয়ে সমানতালে এগোয় রাষ্ট্রীয় জিপ এবং সেটেলার কুকুর।
এভাবেই মানুষের দ্বারা মানুষ হয়ে ওঠে সস্তা পণ্য কিংবা মাল। তারা তো মাল, কিন্তু আমরা ? আমাদের পরিচয় খুঁজতে বের হয়েছিলাম গতরাতে। মিরপুর-৬ নং এলাকার প্রশিকার মোড় দিয়ে এগোচ্ছিলাম রজনীগন্ধা মার্কেটের দিকে। শিয়ালবাড়ি মোড় পার হতেই দেখি একটা কুকুর আরেকটা কুকুরকে গালি দিচ্ছে-‘ শালা মানুষের বাচ্চা’। কী জানি- আবার কোন্ পশু আমাকে দেখে বলে উঠতে পারে- ‘দ্যাখ, কী জব্বর একখান মাল!’......তাই দেরি না করে ইজ্জত নিয়ে লাফিয়ে উঠে পড়লাম বিহঙ্গ পরিবহনে।
©somewhere in net ltd.