নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুদেব চক্র বর্তী

জন্ম ১৯৮৭ সালে সিরাজগঞ্জে। পৈতৃক নিবাস মাগুরাতে। বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। লেখালেখি করি। এছাড়া- যুক্ত ছিলাম সাংবাদিকতা, গান, থিয়েটার, উপস্থাপনার সাথে। ছাত্র ইউনিয়নের কর্মি ছিলাম। প্রকাশিত গ্রন্থ-‘সংশয়ী প্রার্থনা’।

সুদেব চক্র বর্তী › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র ???

১৯ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৮

জনৈক খদ্দের এক হোটেলে গিয়ে খরগোশের মাংস খেতে চাইলে হোটেল বয় বলল, এখানে আলাদাভাবে খরগোশের মাংস পাওয়া যায় না। তবে ইচ্ছা করলে একটি মিশ্র ডিশ দেওয়া যেতে পারে যেখানে ঘোড়া ও খরগোশের মাংস মিশ্রিত অবস্থায় পরিবেশন করা হয়। খদ্দেরটি তখন জিজ্ঞেস করলেন, মিশ্র ডিশে ঘোড়ার মাংস থাকবে কতটুকু? আর খরগোশের মাংস থাকবে কতটুকু? হোটেল বয় তখন উত্তর দিল, এক অনুপাত এক অর্থাৎ অর্ধেক-অর্ধেক। খদ্দের তখন খুশি হয়ে ভাবলেন, অর্ধেক মাংস তো খরগোশের মাংস হবে, অতএব মন্দ কী? কিন্তু মিশ্র ডিশ আসার পর খেতে বসে খদ্দের দেখেন সবই ঘোড়ার মাংস। খরগোশের মাংস খুঁজেই পাচ্ছেন না। তখন বিরক্ত হয়ে বয়কে ডেকে বললেন, এর মধ্যে খরগোশের মাংস কোথায়? বয় উত্তর দিল, আপনাকে তো আগেই বলেছি এই মিশ্র ডিশে এক অনুপাত এক অর্থাৎ একটি ঘোড়ার সঙ্গে একটি খরগোশ মেশানো আছে। এবার আসল কথায় আসি। আমাদের দেশে 'বুর্জোয়া গণতন্ত্র' হচ্ছে একটি মিশ্র ব্যবস্থা। এখানে 'বুর্জোয়া' বিষয়গুলো হচ্ছে ঘোড়ার মাংসের মত বিশাল এবং 'গণতন্ত্র' হচ্ছে খরগোশের মাংসের মতই ক্ষুদ্র।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.