নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুদেব চক্র বর্তী

জন্ম ১৯৮৭ সালে সিরাজগঞ্জে। পৈতৃক নিবাস মাগুরাতে। বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। লেখালেখি করি। এছাড়া- যুক্ত ছিলাম সাংবাদিকতা, গান, থিয়েটার, উপস্থাপনার সাথে। ছাত্র ইউনিয়নের কর্মি ছিলাম। প্রকাশিত গ্রন্থ-‘সংশয়ী প্রার্থনা’।

সুদেব চক্র বর্তী › বিস্তারিত পোস্টঃ

পোস্টমর্ডানিজমের সঠিক সঙ্গা মিলেছে কি ?

২১ শে জুন, ২০১৬ সকাল ১০:৪০

পোস্টমর্ডানিজমের সঠিক সঙ্গা মিলেছে কি ? আমি অন্তত জানি না। তবু এ নিয়ে নানা বিতর্ক দেখি। তবে একটা কথা নেয়া যেতে পারে- পোস্টমর্ডান কনসেপ্ট হল আধুনিকতা গৃহিত ও আধুনিকতা বিবর্জিত উপকরণসমূহের সংমিশ্রণ। তার মানে উত্তর আধুনিকতা আধুনিকতার ব্রাত্য বিষয়গুলো যেমন ধারণ করে তেমনি আধুনিকতার চিন্তা ও যুক্তিকেও অনুমোদন করে। তবে পঞ্চাশের দশক থেকে যে শিকড়হীন ব্যক্তিগতর চর্চা বাংলা কবিতাকে বিপথগামী করেছে তার প্রতিবাদেই কি উত্তর আধুনিকতার তোড় জোর? যদিও কবিতায় আধুনিকতাবাদের উদ্ভব এবং পরিণতির সময়টা হল ১৯২০ থেকে ১৯৮৬ এর মধ্যে। তার মানে এদেশে উত্তর আধুনিকতা এর পরে আলোচনাতে আসে। তবে পোস্টমর্ডানিজমের কথা বলে যারা দাবী করছেন যে 'কবিতা হবে শক্ত কঠিন শব্দাবলী অধিক রহস্যময়', তারা মনে হয় ভূল করছেন। কারণ কবিতা নিজেই যেখানে expanded matter সেখানে তত্ত্ব দিয়ে বাঁধ দেবার চেষ্টা করা অনুচিত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.