![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাগজে কলমে বেশিরভাগ মানুষেরই জন্ম তারিখ সঠিক নেই। এর প্রধান কারণ হল ছাত্র জীবনে স্কুলে রেজিস্ট্রেশন করার সময় স্কুলের শিক্ষকরা বা কেরানি সাহেবরা ইচ্ছামত জন্ম তারিখ বসিয়ে দেন। এছাড়া কোনো উপায়ও থাকে না। কারণ বেশিরভাগ অভিভাবকই তাদের সন্তানদের সঠিক জন্ম সাল ও তারিখ বলতে পারেন না। ফলে বয়স অনুমান করে সাল বসিয়ে দেয়া হয়। আর এক্ষেত্রে তারিখ হিসেবে বেছে নেয়া হয় ১ জানুয়ারি বা ১ ফেব্রুয়ারি। এ ব্যাপারে আরও একটি বিষয় মাথায় রাখা হয়, সেটি হল পড়াশোনা শেষে সরকারি চাকরির বয়স ধরে রাখার জন্য বেশিরভাগ শিক্ষার্থীর বয়স ২/১ বছর কমিয়ে দেখানো হয়। কয়েকবছর ধরে জন্ম নিবন্ধন প্রক্রিয়া চালু হওয়াতে এই বিভ্রান্তি অনেকটাই নিরসন হতে চলেছে। যদিও ইচ্ছেমত জন্ম সনদ সংশোধন করাও হচ্ছে। তবে সকলের উচিত সালটা যাই হোক অন্তত সঠিক জন্মতারিখটা ব্যবহার করা। শুধু কি তাই? বেশিরভাগ মানুষের একাডেমিক সার্টিফিকেটগুলোতে দেখা যাবে নামের বাংলা বানান ও ইঃরেজি বানানগত অমিল। জাতীয় পরিচয় পত্রে তো অনেকের নামের বাংলা বানানেই ভুল কিংবা অসংগতি রয়েছে। যদিও এতে রাগান্বিত হবার সুযোগ কম। কারণ আমরা দেখেছি খুব অল্প সময়ের মধ্যে দ্রুততার সাথে তৎকালীন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার এই কাজটি করেছিল। আর যারা কাজটি করেছিল তারা কেবলমাত্র সার্টিফিকেটধারী শিক্ষিত ছিল। তবে নাম বা জন্ম তারিখ নিয়ে ব্যক্তিকেই ভাবা উচিত এবং তার নিজের ব্যাপারে বিতর্কিত এই ব্যাপারগুলো নিজেরই সমাধান করা উচিত।
©somewhere in net ltd.