নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুদেব চক্র বর্তী

জন্ম ১৯৮৭ সালে সিরাজগঞ্জে। পৈতৃক নিবাস মাগুরাতে। বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। লেখালেখি করি। এছাড়া- যুক্ত ছিলাম সাংবাদিকতা, গান, থিয়েটার, উপস্থাপনার সাথে। ছাত্র ইউনিয়নের কর্মি ছিলাম। প্রকাশিত গ্রন্থ-‘সংশয়ী প্রার্থনা’।

সুদেব চক্র বর্তী › বিস্তারিত পোস্টঃ

নজরুলের “চল চল চল” কবিতাটির ইতিহাস

২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:৪৩

বিদ্রোহী কবি নজরুলকে নিয়ে ‍আমার ‍একটি গর্বের জায়গা ‍আছে। সেটি হল নজরুলের “চল চল চল” যেটি ‍আমাদের রণসংগীত, সেটি প্রখম যে ‍পত্রিকাতে প্রকাশিত হয় সেই পত্রিকাতে কাজ করার সুযোগ।
শুধু তাই নয় নজরুল ‍এই পত্রিকার জন্যই কবিতাটি লিখেছিলেন পত্রিকার নামে কবিতার শিরোনাম রেখে। তার মানে- “চল চল চল” কবিতাটির শিরোনাম ছিল- ‘মোয়াজ্জিন’যা অনেকেই হয়তো জানেন না। ‍এর প্রমাণও ‍আছে পত্রিকাটির সংরক্ষিত কপিতে। ত্রৈমাসিক ‘মোয়াজ্জিন’ বের হত কোলকাতা থেকে। ত্রৈমাসিক ‘মোয়াজ্জিন’-এ “চল চল চল” কবিতাটি ‘মোয়াজ্জিন’ শিরোনামে গান হিসেবে প্রকাশিত হয় ১ম বর্ষ ১ম সংখ্যায়, ১৯২৮ সালের এপ্রিল-মে মাসে।
১৯৪৬ ‍এর দাঙ্গা চলাকালীন সময়ে পত্রিকা্ অফিসটি পুড়িয়ে দেয়া হয়। সম্পাদক ‍সৈয়দ ‍আব্দুর রব চলে ‍আসেন ফরিদপুরে। পরবর্তীতে নজরুলসহ বিভিন্ন কবি-লেখকরা ফরিদপুরে ‘মোয়াজ্জিন’ অফিসে ‍আসা-যাওয়া করতেন।

পত্রিকাটি পরবর্তীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ‍আবার প্রকাশিত হতে খাকে। ‍এরকম ‍একটি সময়েই ‍আমি সেখানে প্রথমে সাংবাদিক, পরে সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করি প্রায় চার বছর। এছাড়া পত্রিকাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, জলধর সেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রোকেয়া সাখাওয়াৎ হোসেন, ড.মুহম্মদ শহীদুল্লাহ, এয়াকুব আলী চৌধুরী, ডা. লুৎফর রহমান, এস ওয়াজেদ আলী, ইব্রাহীম খাঁ, কাজী মোতাহার হোসেন, গোলাম মোস্তফা, আবুল মনসুর আহমদ, সজনীকান্ত দাস, খান মুহম্মদ মঈনুদ্দীন, জসীমউদ্দীন, আবুল ফজল, মাহমুদা খাতুন সিদ্দিকা, বন্দে আলী মিয়া, আবদুল কাদির, ড. মুহম্মদ এনামুল হক, হুমায়ুন কবির, সুফিয়া কামাল প্রমুখের সঙ্গে কাজী নজরুল ইসলামের রচনা প্রকাশিত হয়। যেসব লেখার দুর্লভ কপিগুলো ‍যথন স্পর্শ করতাম তখন পুলকিত হতাম।

‘মোয়াজ্জিন’ পত্রিকায় নজরুলের যে সকল রচনা প্রকাশিত হয়, তার মধ্যে ‘ঊর্ধ্বে গগনে মাজে মাদল’ ছাড়াও ‘বাজল কীরে ভোরের সানাই, ‘তোমরা আমায় দেখতে কি পাও ’, ‘এস এস রসলোক বিহারী’, ‘কলকল্লোলে ত্রিংশ কোটি কণ্ঠে’, ‘ভয় নাই শঙ্কা শূন্য’, ‘দূর প্রবাসে প্রাণ কাঁদে’, ‘চল রে চপল তরুণ দল’, ‘এই ভারতে নাই যাহা, তা ভূভারতে নাই’, ‘শোন শোন ইয়া ইলাহী’, ‘আমি শুধু তোমারে চাহি’, ‘মোহাম্মদ মোর নয়নমণি’, ‘জপে তোমারি নাম’, ‘নামাজ পড় রোজা রাখ’ প্রভৃতি গান রয়েছে। ‘তরুণের গান’, ‘উমর ফারুক’, ‘নবার নামতা পাঠ’ প্রভৃতি কবিতার প্রথম প্রকাশস্থানও এই মোয়াজ্জিন পত্রিকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.