নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুদেব চক্র বর্তী

জন্ম ১৯৮৭ সালে সিরাজগঞ্জে। পৈতৃক নিবাস মাগুরাতে। বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। লেখালেখি করি। এছাড়া- যুক্ত ছিলাম সাংবাদিকতা, গান, থিয়েটার, উপস্থাপনার সাথে। ছাত্র ইউনিয়নের কর্মি ছিলাম। প্রকাশিত গ্রন্থ-‘সংশয়ী প্রার্থনা’।

সুদেব চক্র বর্তী › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নতত্ত্ব

২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:৫১

আমরা প্রায় রাতেই ঘুমের ঘোরে স্বপ্ন দেখি। বিভিন্ন ধরনের স্বপ্ন দর্শনে আমরা নানারকম চিন্তাও করি। আসলে কি স্বপ্ন সত্য হতে পারে ? জ্যোতিষ বিজ্ঞান মতে, সব স্বপ্ন মিথ্যা নয়। পক্ষ, সময় ও প্রহর বিবেচনায় স্বপ্ন সফল হতে পারে। মূলত জ্যোতিষ শাস্ত্রও যেহেতু এক ধরনের বিজ্ঞান সেহেতু স্বপ্ন বিষয়ে দীর্ঘকালের গবেষণার ফলে তারা কতকগুলো সিদ্ধান্ত দিয়েছেন। যেমন- শুক্লপক্ষের প্রতিপদে স্বপ্ন দেখলে বিলম্বে সত্য হয়। চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর স্বপ্ন মিথ্যা হয়। পূর্ণিমার স্বপ্ন সম্পূর্ণই সফল হয়। আবার কৃষ্ণপক্ষের প্রতিপদে স্বপ্ন সত্য হয়। দ্বিতীয়ার স্বপ্ন দেরীতে ফললাভ হয়। তৃতীয়া,চতুর্থী, দ্বাদশী ও নবমীর স্বপ্ন বিপরীত ফল প্রদান করে। অমাবস্যার স্বপ্ন দুঃখের কারণ হয়। এবার আসুন জেনে নেয়া যাক কোন সময়ের স্বপ্নের কী ফল। প্রথম প্রহরের স্বপ্ন এক বছরের মধ্যে ফললাভ, দ্বিতীয় প্রহরের স্বপ্ন সাত মাসের মধ্যে, তৃতীয় প্রহরের স্বপ্ন তিন মাসের মধ্যে ও চতুর্থ প্রহরের স্বপ্ন দশ দিনের মধ্যে সফল হয়। তবে পুনরায় ঘুমিয়ে পড়লে স্বপ্ন নিষ্ফল হয়। এই স্বপ্নতত্ত্বে এটাও বলা হয়েছে কোন গাছ বা কোন পশুপাখি স্বপ্নে দর্শনের ফলে কী হয়। এটা অনেকটা রাশিফল নিরূপনের মতই মনে হলেও রাশিফল হল আগাম ভবিষ্যৎবানী, আর স্বপ্নতত্ত্ব হল ঘটনা ঘটার পর ফলাফল নিরূপন। তাই রাশিফলকে তুড়ি মেরে উড়িয়ে দিলেও এ বিষয়টি প্রত্যাখান করার আগে ভাবতে হচ্ছে যে স্বপ্নতত্ত্বের এই বিষয়গুলো জ্যোতিষিদের দীর্ঘযুগের পর্যবেক্ষন ও অভিজ্ঞতালব্ধ জ্ঞান। তবে ব্যাপারটা শতভাগ নিশ্চয়তার দাবীদার নয়। আধুনিক যুগে এগুলো কুসংস্কারও বটে। যদিও এই উপমহাদেশে দীর্ঘকাল ধরে এমনকি এখনো গ্রাম বাংলার অনেক বাড়িতেই এগুলো মানা হয়। নাটক, সিনেমা, উপন্যাসেও এসব চোখে পড়ে। এটা এ অঞ্চলের মানুষের বিশ্বাস হিসেবে জায়গা করে আছে অনেক আগে থেকেই। সম্ভবত স্বপ্নতত্ত্বের এই ধারণা আরো কিছুকাল টিকে থাকবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.