নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুদেব চক্র বর্তী

জন্ম ১৯৮৭ সালে সিরাজগঞ্জে। পৈতৃক নিবাস মাগুরাতে। বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। লেখালেখি করি। এছাড়া- যুক্ত ছিলাম সাংবাদিকতা, গান, থিয়েটার, উপস্থাপনার সাথে। ছাত্র ইউনিয়নের কর্মি ছিলাম। প্রকাশিত গ্রন্থ-‘সংশয়ী প্রার্থনা’।

সুদেব চক্র বর্তী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি হতাশাজনক

২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৪

গ্রামে একটি প্রবাদ চালু আছে - "ইতর প্রাণী বিয়ায় বেশী" মানে মশা, মাছির মত নীচ প্রজাতির প্রাণীর প্রজনন হার বেশী। দেখা যায় এসব প্রাণীর জন্ম একসাথে হাজার হাজারে কিংবা লক্ষ লক্ষ। আবার সেই হারে মারাও যায়। পাশাপাশি দেখুন সিংহ বা হাতির মত প্রাণীরা অনেক বছর পর পর জন্মায় অল্প হারে। আসল ব্যাপারটা হল বাংলাদেশে জনসংখ্যা যেভাবে বাড়ছে তা রীতিমত ভাবনার বিষয়। ১৯৭৫ সালের ২৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বঙ্গবন্ধু কী বলেছিলেন তা নিশ্চয়ই মনে আছে ? বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে তিনি আশংকা প্রকাশ করে ভবিষ্যদ্বানী করেছিলেন। ১৯৭১ সাল থেকে এ পর্যন্ত এই ৪৪ বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে ১৪০ শতাংশ। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দিকটি হল বয়স কাঠামো। কারণ ৪৭ শতাংশের বয়স পনের বছরের নীচে এবং এরা সবাই প্রজননক্ষম। প্রতিবছর প্রায় ১৮ লক্ষ বিবাহ রেজিস্ট্রেশন হচ্ছে। এর অর্ধেকও যদি পুরাতনদের সাথে সন্তান উৎপাদনে যোগ দেয় তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার হবে ২.৪০। তাই বর্তমান বাংলাদেশের জনসংখ্যা ১৬,৬২,৮০,৭১২ যা বিশ্বের মধ্যে অষ্টম- এই চিত্রটা একটা অশনি সংকেত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.