![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শচীন টেন্ডুলকার আর লিওনেল মেসি’র ভাগ্য বোধ হয় একইরকম হবে- শেষ পর্যন্ত এরকম আশা নিয়েই বসে ছিলাম। ক্রিকেটের যাবতীয় অর্জন ও ব্যাপক জনপ্রিয়তা সত্ত্বেও শচীনের হাতে বিশ্বকাপ ওঠেনি এটা মানতেই পারতাম না। ২০১১ এর ক্রিকেট বিশ্বকাপ যেটা শচীনের শেষ বিশ্বকাপ ছিল, সেদিন শ্রীলংকার সাথে ফাইনালে খুব করে চেয়েছিলাম শচীনের হাতে কাপটা উঠুক। হয়েছিলও তাই। শচীন যেন অবশেষে পূর্ণতা পেলো।
লিওনেল মেসি’র ক্ষেত্রেও কি এরকম ঘটতে যাচ্ছে? হয়তো সমস্ত রেকর্ড পকেটে ভরে অবশেষে বিশ্বকাপ হাতে করে বিদায় নেবে সে --- এরকম সান্তনামূলক কথা বুকে জমা রেখেছি। কিন্তু মেসি তার কষ্ট আর অভিমানপ্রসূত বিদায় নেবার সিদ্ধান্ত থেকে যদি সরে না আসে তাহলে শচীনের মত সম্ভাবনাটুকুও যে আর থাকবে না।
এসপি বাবুল আক্তার বাহিনী থেকে বিদায় নিচ্ছেন। কেন? তার মানে গুজব সত্যি প্রমাণ হতে চলেছে! কোনটা বিশ্বাস করবো আমরা? এটা আবার নতুন কোনো ‘জজ মিয়া’ নাটক নয়তো? কাকে বিশ্বাস করবো- প্রশাসন নাকি উদ্ভট খবর ছড়ানো মিডিয়া? নাকি হতচ্ছাড়া রাষ্ট্রকে? নাকি স্বয়ং বাবুল আক্তারকে?
খবর পেলাম নানা রকম বৈষম্য আর নির্যাতনের শিকার হয়ে দেশকে বিদায় জানিয়ে ভারতে পাড়ি জমাচ্ছে আদিবাসী জনগোষ্ঠি। কেন? কারণটা স্পষ্ট। রাষ্ট্র মনে করে- এরা হল ক্ষুদ্র উপজাতি, সংখ্যালঘু। এদের আবার ভূমির অধিকার কিসের? আর ভাষা- সংস্কৃতি? রাষ্ট্র তো এদের আদিবাসী বলে স্বীকারই করে না।
এদিকে তনুকে দুনিয়া থেকে বিদায় করেও সাধ মেটেনি, তার বাবাকেও টার্গেট করা হচ্ছে এখন। সেনাবাহিনীর নষ্ট ভাবমূর্তি যাতে বিদায় না হয় সেজন্য আরও কাউকে কাউকে বুঝি বিদায় করতে হবে!
ওসব বাদ দিন। বিচ্ছিন্ন ঘটনার আলোচনা বিদায় করুন। তার চেয়ে বরং আলোচনার বিষয়বস্তু হোক- শেষ পর্যন্ত ইইউকে ব্রিটেনের বিদায় জানানো। এতে অন্তত মেসি কিংবা নেইমারের কোনো সমর্থক ট্রল করে আপনাকে আঘাত করবে না, এতে অন্তত রাষ্ট্রও নাখোশ হবে না।
২| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ২:২২
Sohel ahammed বলেছেন: মেসির ভাগ্যটাই খারাফ
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৬ দুপুর ১:৫২
বিজন রয় বলেছেন: আমার মনে হয় মেসি যদি ধৈর্য্য ধরে ২০১৮ বিশ্বকাপ খেলে তো চ্যাম্পিয়ান হবে।