![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েটি আমাকে প্রশ্ন করেছিল আমি তাকে ভালবাসি কিনা। আমি তাকে বললাম, 'যদি আমার মনে হয় আমি তোমাকে অনুভব করছি তাহলে বলব আমি তোমাকে ভালবাসি, কিন্তু আমার সেরকম মনে হয় না। তবে ভালবাসি না-এমনও মনে হয় না।'
মেয়েটি কিন্তু রাগ করেনি এমন উত্তরে। কারণ ও জানতো এভাবে এড়িয়ে যাওয়া বা দু'রকম উত্তর দেয়ার ব্যাপারটা সিদ্ধার্থ গৌতমের ছিল যেটাকে বিক্ষেপবাদ বলে প্রচার করা হয়েছে। যদিও এরিস্টটল এই ব্যাপারটাকে পাত্তা দেননি।
কিন্তু কিছু ব্যাপার থাকে যেখানে একটি মাত্র সত্য থাকে না, সত্য মিথ্যা মিলিয়ে অন্তত সাতটি সম্ভাবনা থাকে। অর্থাৎ, কিছু বিষয় একদিক দিয়ে দেখলে মনে হয় ঠিক, অন্যদিক দিয়ে দেখলে মনে হবে ঠিক নেই- ব্যাপারটা এরকম।
এটার চমৎকার ব্যাখ্যা পাই বীজগণিতের মধ্যে। যেটা দেখিয়েছেন জে.বি.এস হলডেন। যদি x+2=3 হয় তাহলে x=1, কিন্তু x2-3x+3=0 হলে, তবে x=2 অথবা x=1. আমরা বলতে পারি না x=1 এর সম্ভাব্যতা x=2 এর চেয়ে বেশি, তার চেয়ে কম অথবা তার সমান।
দর্শন এটার নাম দিয়েছে অনেকান্তবাদ।
এবার আসল কথা বলি। আমাদের চারপাশের মানুষগুলো এত রং বদলায় যে তাদের ব্যাপারে একটি মাত্র সত্যে পৌঁছানো যায় না। কিন্তু একটি নির্দিষ্ট সত্যে স্থির না হতে পারলে যে সুখ মেলে না তা কয়জন বোঝে!
©somewhere in net ltd.