![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুবতীরা কলসী ডোবালো জলে-ঢেউয়ে ঢেউয়ে
ভেসে যাচ্ছে পূর্বজন্ম, ফুল আর কলাপাতা।
মাটির প্রদীপ নিয়ে ধীর লয়ে হেঁটে যাচ্ছে ব্রজবালা,
লজ্জায় মাথা নোয়ায় শত্রু বাতাস।
পাহাড়ের ঘ্রাণমাখা শায়লী বলেছিল, 'ঐ প্রদীপ দুটি-তুমি আর আমি',
কল্পনায় সেদিন মাথায় বেঁধেছি গেরুয়া আঁচল, হাতে বাশের বাঁশী- যেন
চম্পকনগরের গানওয়ালা প্রজাপতি।
মাদলের ত্রিতালে সন্ধ্যা নামে শঙ্খ নদের পাড়ে,
জ্বল জ্বল করা প্রদীপের দুই পাশে দুটি কদলী গাছ।
এসো সাতনালী সূতা ছিড়ে, আমাকে সাঁজাও গেঙ্গুলি,
জুম-গরিয়ার বেলা বয়ে যায়...
©somewhere in net ltd.