![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন শাহবাগে একজন আমাকে সমালোচনা করে বলে বসলেন, 'তোমার কবিতা দুর্বোধ্য'। আমি চমকে উঠলাম। কারণ আমার কবিতাগুলো যথেষ্ট সরল বলেই জানি এবং অন্যরাও এটা মনে করে, বিশেষ করে আমার প্রথম কাব্যগ্রন্থের। যদিও এই সময়ের অনেকের চেয়েই খারাপ লিখি এবং আমার সীমাবদ্ধতা আমি জানি। তাই বলে অমন অভিযোগ!
অবশ্য 'দুর্বোধ্যতা' শব্দটাই বোধ হয় আপেক্ষিক এবং দুর্বোধ্যতা কবিতার মাপকাঠি নয়। কবিতার মাপকাঠি হল তার ভেতরে থাকা আর্ট বা শিল্প, নান্দনিকতা, নির্মাণশৈলি বা এ ধরনের কিছু। তবে ইদানিং কবিতা নিয়ে যত মন্তব্য শুনি তার মধ্যে এটা অন্যতম প্রধান এবং এটা সম্ভবত চলমান দশকগুলো সম্পর্কে।
কবিতা তার সমকালে কতটা সর্বজনবোধ্য ছিল? জীবনানন্দ যখন 'মাহিনের ঘোড়াগুলি ঘাস খায় কার্ত্তিকের জ্যোস্নায়' লাইন লিখেছেন তখন তার সমকালের লোকেরা কি ধরতে পেরেছিল পরাবাস্তববাদের এই প্রয়োগটি?
যাহোক এটা বৃহৎ আলোচনা। একটু এদিকটা দেখি- ষোল শতকে স্পেনের কবি লুই ডি গঙ্গোরাই কাব্য জগতে এক ধরনের কৌশল প্রয়োগ করান যেখানে ভারি শব্দ, গম্ভীর শব্দ এবং কিছুটা অদ্ভুত শব্দের সমাবেশ ঘটান। তারপর অনেকেই এই ধারায় লিখেছেন। টমাস ব্রাউনিং কিংবা রিচার্ড ক্রাশো তার উদাহরণ। এটার নাম দেয়া হয়েছিল Gangorism. যদিও বাংলা সাহিত্যে এর তেমন একটা প্রভাব ছিল না। এখনও যে আছে তা বলা যায় না। তাই আপনার কাছে কোনো কবিতা দুর্বোধ্য মনে হল আর সেটাকে গঙ্গোরিজমের তকমা লাগাবেন অথবা খারিজ করে দেবেন, সেটা কতটা যৌক্তিক?
একটা অন্যরকম কথা বলি। গীতা যেমন মহাভারতের অংশ হয়েও আলাদা গ্রন্থের মর্যাদা পেয়েছে, চণ্ডি যেমন মার্কেণ্ডেয় পুরাণের অংশ হয়েও আলাদা মর্যাদা পেয়েছে, তেমনি কবিতাও সাহিত্যের অংশ হয়েও আলাদা 'বিশেষ বিষয়' হিসেবে মর্যাদা পায়। কারণ কবিতা সাহিত্যের উচ্চমার্গীয় শাখা। একটা দার্শনিক বিষয়ও বটে। ফলে সবাই যেমন কবি নয়, তেমনি সবাই কবিতার পাঠকও নয়।
আর কবিতা সস্তা কোনো বিষয়ও নয়। সবাইকে বোঝাতেই হবে এই দায় নিয়ে কবিতা তৈরি হয় না। একবার পড়েই যে কবিতা বোঝা যাবে তা কী করে হয়! তবে অনেক কবিতাই কিন্তু প্রথমবারই আপনাকে ছুঁয়ে যেতে পারে, আর যেগুলোর ভেতরে ঢুকতে আপনি ব্যর্থ সেগুলোকে অকবিতা বলবেন তা কি মানা যায়? জনপ্রিয় কবিতা বাদে আর সব ব্যর্থ কবিতা এই কথা সম্পূর্ণ অযৌক্তিক। কবিতার সাথে ধারাবাহিক যোগাযোগ যে পাঠকের সেইই কবিতার ভেতরে ঢুকতে পারে।
ব্যাপারটা আসলে ছ' মাস পর একদিন শাহবাগের মোড়ে ফুচকা খাওয়ার মত নয়!
©somewhere in net ltd.