নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুদেব চক্র বর্তী

জন্ম ১৯৮৭ সালে সিরাজগঞ্জে। পৈতৃক নিবাস মাগুরাতে। বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। লেখালেখি করি। এছাড়া- যুক্ত ছিলাম সাংবাদিকতা, গান, থিয়েটার, উপস্থাপনার সাথে। ছাত্র ইউনিয়নের কর্মি ছিলাম। প্রকাশিত গ্রন্থ-‘সংশয়ী প্রার্থনা’।

সুদেব চক্র বর্তী › বিস্তারিত পোস্টঃ

একটি প্রেমপত্র

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৯

প্রিয়সখী,
প্রতিটি ক্রিয়ার সমান বিপরীত ক্রিয়া থাকে। শুধু কি ক্রিয়া? সাংখ্য দর্শনে আছে- পৃথিবীতে সবকিছুরই বিপরীত সত্ত্বা রয়েছে। যেমন- রাতের বিপরীতে দিন, সুখের বিপরীতে দুঃখ, এমনকি এই পৃথিবী নামক গ্রহের বিপরীতেও হয়তো আরেকটি গ্রহ বা এন্টিগ্রহ রয়েছে।
এখন কথা হচ্ছে, যদি এই বিপরীত বিষয়গুলো এক করে ফেলা হয় তাহলে কী হবে? যেমন, +1 এর বিপরীতে আছে -1. এই +1 ও -1 কে যদি যোগ করা হয় বা একত্রিকরণ করা হয় তাহলে 0 হবে। অর্থাৎ লীন হয়ে যাবে।
এবার বলি শোনো, বস্তু জগতের এই নিয়ম যদি সত্য হয় তাহলে প্রতিটি আত্মার বিপরীতেও একটি আত্মা আছে। অর্থাৎ, আমার বিপরীতে কেউ একজন আছে। যেহেতু শুন্য চূড়ান্ত সত্য, সেহেতু আমাকেও একসময় ঐ শুন্যে পৌঁছাতে হবে। অর্থাৎ লীন হতে হবে।
তাহলে আমার বিপরীত সত্ত্বা কে? অবশ্যই তুমি। নইলে আমার আত্মা তোমার জন্য কাঁদে কেন? একই সত্য তোমার ক্ষেত্রেও। কারণ তুমিও উতলা হও আমার জন্য। যতবার আমি জন্ম নেব, ততবার তুমিও জন্ম নেবে। দুটি আত্মার মিলনেই যে লীন হবে দুটি জীবন। এমনকি আত্মা যদি অতৃপ্ত থাকে তাহলে পরিপূর্ণতার জন্য আবার জন্ম নেবে। প্রিয়তমা, প্রেমের দেবী ভেনাস তার পুত্র কিউপিডকে এই তত্ত্বই জানিয়েছিল।
একবার জাতিস্মর হও, মনে পড়বে- আমিই ছিলাম কিউপিড, আর তুমি ছিলে সাইকি। আবার তুমিই ছিলে সোনালী, আরক পান করে এই আমি ত্রিস্তান থেকে পরিণত হয়েছিলাম দুঃখে। বহুজন্মের অতৃপ্ততা বুকে করে এতদিন খুঁজেছি আমার বিপরীত সত্তাকে, তুমিও খুঁজে খুঁজে ক্লান্ত।
কোন অভিশাপে এই দীর্ঘ বিচ্ছিন্নতা? তবে কি তুমি আমি ইন্দ্রসভায় নৃত্যের তাল ভঙ্গ করেছিলাম? তোমার চোখের প্রেমজ দৃষ্টি আমার অন্তরের পাসওয়ার্ড ভেঙ্গে খুঁজে পেল আদিপাপের চিহ্ন, আর আমিও তোমায় চিনে নিলাম। ঐ তো তোমার কপালে স্পষ্ট দেখতে পাচ্ছি বহু জন্ম আগে রেখে আসা আমার চুম্বনের রেখা।
আজ তবে শাপমোচন ঘটুক। এসো লীন হয়ে যাই দুজনাতে মিশে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.