![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিন্তু একটা কথা, আচ্ছা শ্রীলংকার একটি অঞ্চলে কেন কিডনি রোগের মাত্রা বেশি?
এই প্রশ্নের উত্তর পেতে জানা গেল ঐ এলাকা কৃষি প্রধান, সেখানে ব্যাপক পরিমাণে কীটনাশক ব্যবহার করা হয়।
কথা হচ্ছে- লাভবান হচ্ছে কারা?
এই কীটনাশক সাপ্লাই করছে কারা?
খাদ্য আর কিডনি রোগের ওষুধ পাঠাচ্ছে কারা?
আবার বিনিয়োগের নামে গোটা আফ্রিকাতে যে পরিমাণ জমি অধিগ্রহণ হচ্ছে যার মোট আয়তন ফ্রান্সের আয়তনের সমান, তার ফলে কৃষক হচ্ছে উদ্বাস্তু, কিন্তু লাভবান হচ্ছে কারা?
অনেক ওষুধের চাহিদা আফ্রিকা বা অনুন্নত দেশগুলোতে বেশি। কেন?
এই ওষুধগুলোর প্রস্তুতকারী কারা?
আবার ঐ রোগ বিস্তারের দায়টা কাদের?
এসব আপনার কাছেও স্পষ্ট হবে যখন বুঝতে পারবেন আল- কায়েদা বা আইএস এর উত্থান ঘটলে দুই ধরনের লাভ ঘটে। প্রথমত, অস্ত্র ব্যবসা এবং সম্পদ লুটের ফলে অর্থনৈতিক লাভ; দ্বিতীয়ত, ক্ষমতাকেন্দ্রিক বুর্জোয়া রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক লাভ।
এবার বলুন তো লাভবান হচ্ছে কারা? কী ভাবছেন? সবুজ বাংলাদেশ নির্মাণের তাগিদে মেহগনি আর রেইনট্রি গাছ লাগিয়ে আত্মতৃপ্তির ঢেকুর তুলছেন! হা হা হা হা হা। আপনার আমার কাছ থেকে এভাবেই ফল, ওষধি, পাখি সব কৌশলে নিয়ে যাচ্ছে কারা তা কি জানেন?
তাহলে এবার সমীকরণ মেলান- রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে কারা আর্থিকভাবে লাভবান হবে, কারা রাজনৈতিকভাবে লাভবান হবে, আর জনগন কী পাবে? দক্ষিণবঙ্গে এখন লোডশেডিং কেন বেশি বেশি ঘটছে তা কি বুঝতে পারছেন?
ভাইরে এটা পুঁজিবাদী বিশ্ব! মানুষ ও পরিবেশের চিন্তা না করে মুনাফা হয়ে ওঠে প্রধান। কিন্তু চে গুয়েভারা মরে গেছে বলে কি বিপ্লবও মরে গেছে? মানুষ জাগলেই বিপ্লব হয়।
জানেন তো, শ্রীলংকায় NTPC কোম্পানি তাদের প্রজেক্ট বাতিল করেছে। নেপাল, ভূটান বা শ্রীলংকাতে যা সম্ভব আমাদের দেশে কেন তা নয়?
কারণ এদেশ তো টংক বা তেভাগা আন্দোলনের দেশ, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের দেশ।
©somewhere in net ltd.