![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাথরে পাথরে সঙ্গমে আগুনের জন্ম;
আলো জ্বালাতে যে ঢুকেছিল পঞ্চবটির কুটিরে-
সভ্যতার স্যাটায়ারে সে হয়ে গেল তালাবদ্ধ কবিতা।
আকরিক পান করা আবাবিল পাখির উড়োচিঠিতে
মানুষ খুঁজে পেল শানিত বল্লম,
শিশ্নওয়ালারা কেটে নেয় অবরুদ্ধ কবিতার ক্লাইটোরিস।
কবিতা এখন ভেঙে দিচ্ছে সীমানার সীমা,
শক্তিমান শ্মশানচারীর বুকে পা রেখে
পিষে মারতে চায় নোংরা ভগবিধান।
এবার বিদ্রোহ দ্যাখো...
যে আলো জ্বালাতে জানে
সে আগুনের ব্যবহারও জানে।
২| ২০ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৫৬
মো: হাফিজুল ইসলাম হাফি বলেছেন: যে আলো জ্বালাতে জানে
সে আগুনের ব্যবহারও জানে। বাহ. চমৎকার
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৪
বিজন রয় বলেছেন: আপনার এখানে বলা কবিতা শব্দটি দিয়ে কি নারীকে বুঝিয়েছেন?
আমার মনে হয় নর-এর চেয়ে নারীই বেশি অর্থবহ এবং অসীম।
নারী দিবসের কবিতায় অনেক ভাললাগা।