নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুদেব চক্র বর্তী

জন্ম ১৯৮৭ সালে সিরাজগঞ্জে। পৈতৃক নিবাস মাগুরাতে। বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। লেখালেখি করি। এছাড়া- যুক্ত ছিলাম সাংবাদিকতা, গান, থিয়েটার, উপস্থাপনার সাথে। ছাত্র ইউনিয়নের কর্মি ছিলাম। প্রকাশিত গ্রন্থ-‘সংশয়ী প্রার্থনা’।

সুদেব চক্র বর্তী › বিস্তারিত পোস্টঃ

সবাই স্বাধীনতা দিবস পালন করছে রে!

২৬ শে মার্চ, ২০১৭ রাত ২:৩৪

সবাই স্বাধীনতা দিবস পালন করছে রে!
যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারাও পালন করছে। আবার যারা মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ফায়দা লোটে তারাও পালন করছে সাড়ম্বরে।
একদল মনে করে মুক্তিযুদ্ধ কেবল তারাই করেছে এবং স্বাধীনতার ক্রেডিট তাদের, আরেক দলও ঠিক তাই মনে করে।
আর আবাল জনগন খালি বক্তৃতা শোনে, নেতার নামে স্লোগান দেয়, বাড়িতে-দোকানে পতাকা ওড়ায়, খিচুরি-বাতসা খায়। অথচ জনগন জানেই না- স্বাধীনতা কী জিনিস, এটা খায় না গায় মাখে!
আজকে তবুও সবাই পালন করছে স্বাধীনতা দিবস। রাজা, মন্ত্রী, খুনি, ধর্ষক, চোর, ডাকাত, দালাল, রাজাকার, দুই টাকার কবি, হলুদ শার্ট পরা সাংবাদিক সবাই পালন করছে রে।
আহা! এদেশে খুনের স্বাধীনতা আছে, ধর্ষনের স্বাধীনতা আছে, চুরির স্বাধীনতা আছে। অথচ মুক্তমনার স্বাধীনতা নেই, আদিবাসীর স্বাধীনতা নেই, লেখক-কবি-শিল্পী কিংবা চলচ্চিত্র নির্মাতার স্বাধীনতা নেই; ধর্মের স্বাধীনতা নেই, অধিকার চাওয়ার স্বাধীনতা নেই।
এমনকি স্বাধীনতারও স্বাধীনতা নেই রে! হা হা হা হা হা হা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.