নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুদেব চক্র বর্তী

জন্ম ১৯৮৭ সালে সিরাজগঞ্জে। পৈতৃক নিবাস মাগুরাতে। বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। লেখালেখি করি। এছাড়া- যুক্ত ছিলাম সাংবাদিকতা, গান, থিয়েটার, উপস্থাপনার সাথে। ছাত্র ইউনিয়নের কর্মি ছিলাম। প্রকাশিত গ্রন্থ-‘সংশয়ী প্রার্থনা’।

সুদেব চক্র বর্তী › বিস্তারিত পোস্টঃ

“মুচির বাচ্চারা কেন ক্যাপ পড়বে?”

৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

এক ‍ঋষি বাড়িতে একটা পূজা হচ্ছিল। ঐ বাড়ির একটা ছেলের সাথে আমার ভালো সম্পর্ক, কিন্তু ও আমাকে বলেনি।
আমি ওকে বললাম, ' আমাকে তো বললি না তো?'
ও বললো, 'দাদা, আপনি ব্রাহ্মণ পরিবারের সন্তান, আমাদের বাড়িতে প্রসাদ দুরে থাক জল খাওয়াটাও নিষিদ্ধ, আপনি কি করে যাবেন?'
আমি কিছু বললাম না, কিন্তু পূজার সময় ঠিকই ওদের বাড়িতে হাজির হলাম এবং বলা চলে হাতে করে নিয়ে প্রসাদ খেলাম, ওরা তো অবাক!
এদিকে কিছু ব্রাহ্মণ সমালোচনা শুরু করল।
আমি তাদের বললাম, মুচি বাড়িতে যদি দেবতা পূজা নিতে পারে এবং প্রসাদ গ্রহণ পারে তাহলে আমারও প্রসাদ নিতে আপত্তি কোথায়? আর আমি পাপী হলে দেবতাও পাপী, তাই নয় কি?
ঘটনাটা ২০১৪ সালের ‍আগস্ট মাসের। সনাতন ধর্মে বর্ণ ও জাতপ্রথা ‍এভাবে যুগে যুগে কত ক্ষতি করেছে তা হিন্দুরা ‍আজও টের পায়নি। ‍এ তো গেল হিন্দুদের কথা। ‍একটি রাষ্ট্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ‍এমন ঘটনা ঘটলে কী বলবেন ‍এবার?
যশোরের মণিরামপুর ‍উপজেলার ভজগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের প্যারেড-এর জন্য বিদ্যালয়ের বাচ্চাদেরকে পতাকা শোভিত ক্যাপ বা টুপি দেয়ার কথা, ‍এজন্য বাচ্চাদের কাছ থেকে ২০ টাকা করে চাঁদা নেয়া হয়। অনুষ্ঠানের দিন দেখা গেল- সব বাচ্চাকে টুপি দেয়া হয়েছে, কেবল দেয়া হয়নি ‍ঋষি সম্প্রদায়ের (যাদেরকে ‍আমরা সরাসরি ‘মুচি’ বলেই ডাকি) বাচ্চারা। লজ্জায়, দুঃখে বাচ্চাদের সে কী কান্না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে দিলেন-‘ মুচির বাচ্চাদের টুপি পড়ার দরকার নেই, তাছাড়া ‍এ ব্যাপারে মুচিদেরকে ‍আমি ‍উত্তর দিতেও বাধ্য নই।’
ঘটনাটি সমালোচনার জন্ম দিয়েছিল। ‍এতদিনে হয়তো ঐ প্রধান শিক্ষককে বদলি করা হয়েছে। কিন্তু ‍এই ‍আধুনিক যুগে ‍এসেও যখন ‍এরকম অমানবিক ও অযৌক্তিক বৈষম্য দেখি, তখন প্রশ্ন জাগে ‍আমরা বদলাবো কবে? ‍আমরা ‍আজ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, জৈন, শিখ, নাস্তিক, ‍আওয়ামীলীগ, বিএনপি, জামাত, বাম, আরও কত কী! কিন্তু মানুষ হবো কবে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


কোন ক্যাপের কথা বলছেন? ক্যাপ তো সব মাথার জন্য বিক্রয় হয়!

২| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

প্রাইমারি স্কুল বলেছেন: বড় এক ঠেংগানি দিতে পারলে , মানুষ হবে।

৩| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৪

কামালপা বলেছেন: আপনি ইসলাম গ্রহণ করতে পারেন। কারণ ইসলামে কোন জাতপাত নেই।

৪| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৫

প্রণব দেবনাথ বলেছেন: উত্তরাধিকার সূত্রে ব্রাহ্মণ কি করে বুঝবে ব্রাহ্মণ কি জিনিস । এরা দেখতে মানুষের মত কিন্তু মস্তিস্ক এখনো বনমানুষের, তাই মানবিক শিক্ষা পায়নি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.