নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুদেব চক্র বর্তী

জন্ম ১৯৮৭ সালে সিরাজগঞ্জে। পৈতৃক নিবাস মাগুরাতে। বর্তমানে ঢাকাতে অবস্থান করছি। লেখালেখি করি। এছাড়া- যুক্ত ছিলাম সাংবাদিকতা, গান, থিয়েটার, উপস্থাপনার সাথে। ছাত্র ইউনিয়নের কর্মি ছিলাম। প্রকাশিত গ্রন্থ-‘সংশয়ী প্রার্থনা’।

সুদেব চক্র বর্তী › বিস্তারিত পোস্টঃ

কবিতা: স্পর্শ

২৫ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০২

অভিশাপের রাতে সাপে কামড়ালো- তুমি বললে, শাপে বর;
স্পর্শকাতর রাত্রিতে স্পর্শের নাম মৃত্যু,
এপিটাফের বুকে ‍আক্ষরিত হয়
কোনো কোনো মৃত্যুর নাম বেঁচে ওঠা।
সান্ধ্য ভাষায় অভিশাপ লেখা হুতোম জানে না-
চুমুর তেহাই বিসমমাত্রার বেদমদার,
অ-নামী রাগে ‍উন্মত্ত হয়ে ওঠে পুষে রাখা বুনো হরিণ;
তক্ষকের লেজে পা দিয়েও নিরুত্তাপ ভাসিয়ে দেয় নূহের নৌকা,
স্তনের মতন ফুলে ওঠে সাহস- পাড়ি দেবে পুলসিরাত...


(Note: দীর্ঘদিন কবিতা লেখা হয় না। বইমেলার পর ‍একটি মাত্র গান ও কয়েকটি রিভিউ কিংবা গদ্য ছাড়া লেখা হয়নি কিছুই। তবে ছটফট করছিলাম কবিতা লেখার জন্য। তবে কি কাব্যলক্ষ্মী ‍আমাকে পর করে দিচ্ছে? ‍এরকম হতাশা নিয়েই সেদিন গেছিলাম বরিশাল। ফেরার পথে লঞ্চের কেবিনে শুয়ে শুয়ে ভাবছিলাম কয়েক মাস ‍আগের ‍একটি অনুভূতির কথা। ‍আর সেটা থেকেই লিখে ফেললাম ‍এই কবিতাটি। কীর্ত্তণখোলার বুকে ৩১ মার্চ’ ২০১৭ তারিখ রাতে লেখা ‍এই কবিতাটি ‍আজ পোস্ট করে দিলাম। )

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৬

রায়হানুল এফ রাজ বলেছেন: কোনো কোনো মৃত্যুর নাম বেঁচে ওঠা।
এই লাইনটা ভালো লেগেছে।

২| ০৮ ই মে, ২০১৭ দুপুর ২:৩৪

সুদেব চক্র বর্তী বলেছেন: শান্তি পেলাম..।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.