নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপেক্ষায় আছি !

ইমাম উশ শহীদ

www.iamimam.com

ইমাম উশ শহীদ › বিস্তারিত পোস্টঃ

আমার ধনী হওয়ার গোপন রহস্য....:))

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১

ফ্রী-ল্যান্সিং করে অনেকেই দেখি ডলার এর পর ডলার ইনকাম করে.

দেখে এবং শুনে আমারও অনেক ইচ্ছা হলো কিছু ডলারের মালিক হওয়ার....

ব্লগ এবং গুগল ঘেটে কাজ শুরু করে দিলাম !!!

ভালোই লাগছিলো,টাকা কামানো এত সহজ !!!

দু-চারটা ক্লিক করেই এত টাকা পাওয়া যায় !!!

কিছু দিন পর খাইলাম ধরা...!!

জানতে পারলাম পিটিসি গুলা নাকি সব ভুয়া এবং সবাই নাকি এখানেই প্রথম ধরাটা খায়....:P:P:P:P:PX((X((:P:P:P

এভাবে ধরা খাইতে খাইতে আমার দিন চলতে লাগলো...



"বছর চলিয়া যাইতে লাগিলো,কিন্তু ডলার আর আমার হাতে ধরা দেয় না !!"



পরে কিছু মাইক্রো জব এর সাইটে টুকটাক কাজ করতে শুরু করি...

সামান্য সামান্য জমতে শুরু করে আমার পেপাল এর একাউন্ট....

আবার কিছু ক্যাপচা ও টাইপ করি...



মোটামুটি ছোট্ট একটা একাউন্টে সামান্য কিছু ডলারের গর্বিত মালিক আমি....;););););)



হোক সামান্য !! আমার প্রথম ইনকাম..সৎ ভাবে কামানো ....X(





এরপর বিপদে পরলাম টাকা উঠানো নিয়ে !!



পেপালে নাকি বাংলাদেশ থেকে টাকা উঠাতে সেইইইইইইইইইইইইইইই ঝামেলা পেতে হয়........(আমি তো শেষ !!!)



খুজতে খজতে টাকা উঠানোর কিছু পদ্ধতি পেলাম...



তাদের অনেককে মেইল করলাম...কারও সাড়া পেলাম না...(একজন অবশ্য আজ সকালে রিপ্লাই দিয়েছেন...)



অবশেষে বাধ্য হয়ে রিস্ক নিতে গিয়ে remit2cell হাতে হাজারো কষ্টে অর্জিত কিছু $$ দিলাম...কিন্তু মোবাইলে টাকা আসে না..



এরপর খুজে খুজে আরও একটা উপায় পেলাম !!

উপহারবিডি !!!!!



আবারো কলিজায় পাথর মেরে ৪.১৭$(৩৩৪টাকা) দিয়ে একটা জিপি ২৫০ টাকার কার্ড কিনলাম...

(অনেক লস..তবুও প্রথম ইনকাম বলে কথা !)

ভাবসিলাম এটাও আসবেনা..



কিন্তু সকালে ভার্সিটি গিয়ে ল্যপটপে জিমেইল খুলে মন ভালো হয়ে গেলো...

উপহারবিডি !!!!! জানালো আমার অর্ডারটা প্রসেসিং হচ্ছে...

৫/১০ মিনিট পরেই আমার জিপি সিমে আমি ২৫০ টাকার লোড পেলাম !!!!!!!!!!!

সত্যি ভাই!!!!

আমি গেরান্টি দিতে পারবো,এমন খুশি আপনি জীবনেও হন নায়..;););)





ভাবলাম এত্ত টাকা(!! :P) কি করা যায় !

শেষে একটা ভালো উপায় পেলাম...



বাবাকে ১০০/= মাকে ১০০/= ট্রান্সফার দিলাম..:)

আর বাকি ৫০/= বড় বোন কে...:)



এই হলো আমার ধনী হওয়ার গোপন রহস্য....





মুরব্বি ব্লগাররা আমার আরও লাখ $$ এর জন্য দোয়া করবেন.আর পেপাল বিষয়ে নিজে কিছু জানলে আমাকে জানাবেন ভাই...

[email protected] এই ঠিকানায়......



সবাইকে ধন্যবাদ..

আল্লাহ হাফেজ..



((((((এই পোস্ট দেয়ার কিছুখন পর মোবাইলে remit2cell এর পেমেন্ট পেলাম ...!!! এটা আমার ২নং পেমেন্ট..; ) ))))

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: এইগুলো আমি কখনো বিশ্বাস করতাম না, আমার এক ছোট ভাই এসব নিয়াই মেতে থাকে । আমি ওকে বললাম যেদিন তুমি আমাকে ডলার ভাঙ্গাইয়া খাওয়াইতে পারবা সেদিন আমি বিশ্বাস করবো । সে ঠিক ঠিকই গত সপ্তায় আট হাজার টাকা উঠাইতে পেরেছে এবং আমি ওর টাকায় চা আর পুরি খেয়ে সত্যিই তৃপ্ত ।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

ইমাম উশ শহীদ বলেছেন: হে হে......
দেখেলেন তো ভাই...
বিশ্বাসে মিলায় ৳৳...:D

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

আমিই সেই বাউন্ডুলে বলেছেন: ভাই অভিন্দন__ কাজ গুলা করার উপায় বলে কি একটু উপকৃত করবেন?

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

ইমাম উশ শহীদ বলেছেন: অবশ্যই......
আমি তো যা পাই তাই করি...:)

তবে আপনাকে আমার বেস্ট সাজেশন হলো আপাতত microworkers.com
এর কাজ গুলা করা শুরু করেন...এগুলাতে বিড করা লাগে না...

এই ব্লগ এবং টেকি ব্লগ গুলাতে ওই কাজের অসংখ্য পোস্ট আছে...
google সার্চ দিলেই পাবেন...
৫-১০ টা পোস্ট পড়লে অনেক কিছু clear হবে ইনশাআল্লাহ...

ধন্যবাদ পড়ার জন্য...ঃ)

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

ক্লান্ত দুচোখ বলেছেন: নেক্সটাইমে ডলার বেচতে চাইলে আমার লগে যোগাযোগ কইরেন। কিচ্ছু করন লাগব না, আপনার পেপাল থেকে আমার পেপাল এ ডলারটা ট্রান্সফার করে দিবেন আর আমার কাছ থেইক্যা ক্যাশ(বর্তমান ডলার রেটে) নিয়ে যাইয়েন। আমার কাছে অনেকেই ডলার খুজে বাইরে(ইন্টেরনেটে) পেমেন্ট করার জন্য, সব সময় থাকে না দিতেও পারি না। আমার কলিগ একটা অগ্রিম বুকিং দিয়া রাকছে ১৫০ ডলারের IELTS এর ফি জমা দিবে।

আপনার জন্য ৩টা অপশান দিয়ে দিলামঃ
১) আমার(লালমাটিয়া) অফিসে আসবেন, আমার সামনে বসে ডলার ট্রান্সাফার করবেন, সাথে সাথে ক্যাশ নিয়ে বিদায় হবেন।
২) আমার পেপাল এ ডলার পাঠায়া দিয়া আমার অফিসে বা কাছাকাছি আসবেন ক্যাশ দিয়ে দিবো।
৩) আমার পেপাল এ ডলার পাডায়া দিবেন, আর আপনার ডাচ বাংলার একাউন্ট ইনফো দিবেন, আমি ঐ সমপরিমান টাকা আপনার একাউন্টে জমা দিয়ে দিবো। আপনারো আসা লাগবে না।

যেইটাতে আপনে সেইফ মনে করেন, আপনার ইচ্ছা. ইমেলঃ titosust[at]gmail.com

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

ইমাম উশ শহীদ বলেছেন: ভাই...
আপনি তো মানুষ ভালো না ...ঃ@ঃ@ঃ@
এতদিন কই ছিলেন??

গতকাল ও কি আপনার সাথে-আমার যোগাযোগ হতে পারলো না...
ভাগ্য ভাই ভাগ্য...

তবে আপনাকে অনেক ধন্যবাদ...
(আপ্নাকেই খুজতেসই আমি...আর কিছু জমা হোক...আসতেসি আপনার অফিসে) :P

৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

maya111 বলেছেন: কবে জিনিয়াস হমু :(

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

ইমাম উশ শহীদ বলেছেন: সেই দিন খুব কাছে জনাব...:)

৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

তাসজিদ বলেছেন: বাবাকে ১০০/= মাকে ১০০/= ট্রান্সফার দিলাম..
আর বাকি ৫০/= বড় বোন কে...

আপনার দায়িত্ববোধ এর প্রশংসা না করে পারছি না।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

ইমাম উশ শহীদ বলেছেন: উনারাই তো আমার সব কিছু ভাইজান.....:)

অনেক ধন্যবাদ আপনাকে..ধৈর্য্য ধরে পড়ার জন্য...

৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

ওমাহীভাই বলেছেন: ভাই আপনি যে ডলার ৪.১৭$ আয় করেছেন সেটা কিসের মাধ্যমে। আমি দুটিতে কাজ করছি। একটু শেয়ার করলে খুশি হব।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

ইমাম উশ শহীদ বলেছেন: ভাই আমি ৪.১৭ পে-আউট করেছি...
আর কিছু জমা আছে...
বেশিরভাগই সাইন-আপ/ভোটের কাজ...
http://www.pointdollars.com
ট্রাই করে দেখতে পারেন...

আর মাইক্রো-ওয়ার্কার নিয়ে তো কিছু বলার দরকার নাই....:)

৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

শাকিল ১৭০৫ বলেছেন: ভাই আমার ও আপনার মত ধনী হইবার মন চায়

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৩

ইমাম উশ শহীদ বলেছেন: বিসমিল্লাহ বলে শুরু করে দেন...(আর যদি আমার আগেই ধনি হওয়া পাবলিক হন তাইলে আমাকে কিছু গিয়ান দেন)..

অনেক ধন্যবাদ আপনাকে..ধৈর্য্য ধরে পড়ার জন্য...

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

মোস্তাফিজ রানা বলেছেন: শুভকামনা ভাই। যখন প্রথম শুরু করি তখন তো মানুষরে বললে হা করে তাকিয়ে থাকতো। আর যখন পরিচিতদের কে বললাম চাকরি ছেড়ে এই কাজে নামতিছি সবাই তো ভয় দেখানো শুরু করে দিছিল। এখনত খুব ভালই ইনকাম করতেছি (ভাইবেন না আবার পিটিসি সাইটে কাম কাজ করি)।

ক্লান্ত দুচোখ ভাই, আপনি কত ডলার পর্যন্ত মাসে নিতে পারবেন। যদি বাল্ক এমাউন্ট কিনতে পারেন তাহলে কন্টাক করার একটা কিছু দেন। প্রতিমাসে আমার প্রায় ২০০০ ডলার বিক্রি করা লাগে।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

ইমাম উশ শহীদ বলেছেন: হা হা হা...
পিটিসি তে কাজ শুরু করলে আমার নাতি-পুতি ধনি হতো,আমি না!!

মাশাআল্লাহ..
আল্লাহ আপনাকে আরো সফলতা দান করুন..

অনেক ধন্যবাদ আপনাকে..ধৈর্য্য ধরে পড়ার জন্য...

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪

বিল্লা বাবা বলেছেন: বাজার থেইকা "ধনি হবার মজার খেলা" খরিদ কইরা আনেন। দেখি আপনেরে ধনী হওয়া থিকা কে আটকায়।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৯

ইমাম উশ শহীদ বলেছেন: জ্বি বাবা...
আপনার আশির্বাদে এবং উপদেশ আমি অক্ষরে অক্ষরে মানিয়া চলিবো..:ডি

অনেক ধন্যবাদ আপনাকে..ধৈর্য্য ধরে পড়ার জন্য...

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৮

সাবেত বিন মুক্তার বলেছেন: অনেক শুভকামনা রইলো মামা :) :) :) :)

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০

ইমাম উশ শহীদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মামা..ধৈর্য্য ধরে পড়ার জন্য ....

ভালো থাকেন সুস্থ থাকেন..
মোস্ট ইমপর্টেন্টলি ফুর্ততে থাকেন..

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

ওমাহীভাই বলেছেন: http://www.pointdollars.com
এখানে মিনিমাম কত ডলার উঠানো যায়?
মেথড গুলো কি কি? (পেওনিয়ার চলে কি?)
উপহার বিডি? সম্পকে জানাবেন।
আমি মাইক্রোওয়ারকারস / ফ্রিল্যান্সার/ওডেক্স এ কাজ করছি।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

ইমাম উশ শহীদ বলেছেন: ১ $
পেপাল চলে....

ভাই আপনি তো অনেক উচু যায়গায় কাজ করছেন !!
ফ্রিল্যান্সার/ওডেক্স এ আমি ভীত..

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

ক্লান্ত দুচোখ বলেছেন: @েমাস্তািফজ রানা: নারেহ ভাই আমি ঐরাম প্রফেশনাল ডলার বিক্রেতা না। বেচারা হাজার খানে ক্যাপচা, ভোট পুরুন কইরা ৩৩৪টাকা ইনকাম কইরা ক্যাশ করতে গিয়া ৮৪টাকা গচ্চা দিসে, ঝামেলা পোহাইছে তাই একটা অফার দিলাম। তাই বলে হজার ডলারের জন্য নয়! তবে অনেকে আমার কাছে ডলার চায় তখন আপনার কাছে পাডায়া দিমুনে, মোবাইল নম্বারটা আমার মেইলে দিয়েন। আগের কমেন্টে পাবেন আমার ইমেইল।

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

ইমাম উশ শহীদ বলেছেন: সঠিক !! :)

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪০

ওমাহীভাই বলেছেন: ভাই ওডেক্সে সফলতা এখনও পাইনি। তবে ফ্রিল্যান্সারে+মাইক্রোওয়ারকারে কিছুটা সফল হতে পেরেছি। আপনার পেপাল একাউন্ট কিভাবে করেলন? জানালে কৃতজ্ঞ থাকব। আমাদের দেশেতো সাপোর্ট করে না।
http://www.pointdollars.com/
ঐ সাইট থেকে পেপালে নিলেন কিভাবে?

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০

ইমাম উশ শহীদ বলেছেন: সাপোর্ট করে না কিন্তু যে-দেশে সাপোর্ট করে তা সিলেক্ট করে খোলা যায়...(এখন যায় কিনা জানিনা )
http://www.pointdollars.com/ থেকে পেপাল ইমেইল লিখে প্রথমবার ২৪ ঘন্টা এবং পরবর্তি বারে ইন্স্টেন্টলি পাওয়া যায়.....

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬

ওমাহীভাই বলেছেন: সামান্য সামান্য জমতে শুরু করে আমার পেপাল এর একাউন্ট...

প্লিজ পেপাল একাউন্ট খুললেন কিভাবে? (যদি বিদেশের কারও দ্বারা করেন?)

ভেরিফাই করলেন কিভাবে?

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২

ইমাম উশ শহীদ বলেছেন: পেপাল verifed না আমারটা...
সাইপ্রাস দিয়ে খোলা হইসে(দেশের নাম সাইপ্রাস দিয়ে সাইনাপ করসি) ভেরিফাই করার চেষ্টা করছি..

ভেরিফাইড না হলে রিস্ক...
যেকোনো সময় লিমিট করে দিলে কিসসু করার নায়...:(

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

ওমাহীভাই বলেছেন: ভাই আমি কি খুলতে পারি? ভেরিফাই না হলে যে লিমিট দেয় দেক, কিন্তু সেটা উইথড্র করতে করতে কি সমস্যা হতে পারে?

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

ইমাম উশ শহীদ বলেছেন: ট্রাই করে দেখেন...
আমি বর্তমান অবস্থা জানি না..
আমারটা অনেক আগে খোলা..আর লিমিট করলে যতদুর জানি কোনো ট্রানসেকশান করা যায় না...
সো ভালো হয় যদি আপনার উ.এস.এ তে কেউ থাকলে তার ঠিকানা দিয়ে এবং তার সাহায্য নিয়ে ভেরিফাই করেন..

একটা ভেরিফাইড পেপাল অনেক কামের ভাই..

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪০

ওমাহীভাই বলেছেন: ভাই, ভেরিফাইড পেপাল করতে চাইলে পেওনিয়ার মাষ্টার ডেবিট কার্ড দিয়ে হয় কি?
আমার একটি কার্ড আছে। পেপাল একাউন্ট আজ ওপেন করলাম এই মাত্র নকল ঠিকানা দিয়ে কিন্তু ভেরিফাই করি নাই।
ভেরিফাই ছাড়া আপাতত ট্রানসেকশান করা যায় কি?

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

ইমাম উশ শহীদ বলেছেন: নকল ঠিকানা দিয়ে খোলা যায় কিন্তু যেকোনো সময় ব্লক করে দেয়া হতে পারে...
পেওনিয়ার দিয়ে তো হবার কথা..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.