| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমন জামান
আমি পেশায় জল যন্ত্রমানব। লেখালেখি আর পাহাড়-সমুদ্র ঘুরে বেড়ানো শখ আর ছবি তোলা আমার নেশা।আমি একজন ছবিওয়ালা।

পায়ের নীচে দূর্বাঘাস। আমার মনের ভেতরে মেঘ। বুকের ভেতরে হু হু বাতাস। একা একা হেটে অনেক দূর চলে যাই, সংগী আমার দীর্ঘশ্বাস !
কখনো বা দাঁড়িয়ে থাকি বিবর্ণা দেবদারুর নীচে কিছুক্ষণ..! কখনো বা পিছন ফিরে তাকাই, অতীত দেখি। প্রচন্ড রকম হোচট খাই। খালি পায়ে শিশির জড়ানো ঘাসের ওপর হাটতে শুরু করি আবার..!
ধীরে ধীরে চলে যেতে থাকি দূরে.. অনেক দূরে। আমার বুক পকেটে তখন আরেক বন্ধু.. শূণ্যতা !
লেখা ও ছবি © Emon Jaman
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০২০ রাত ১১:৩৭
রাজীব নুর বলেছেন: ভালো।