নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিরবতা

ইমন জ্যাস

আমার আমি কে?

ইমন জ্যাস › বিস্তারিত পোস্টঃ

আধুনিক সেক্স ,ধর্ষন ও আমার চিন্‌তা

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২০

একটা বিষয় বুঝতে বড়ই অসুবিধা হয় ।ইদানিং দেখি সর্বর্ত প্রেমিকারা তাদের কোন এক পর্যায়ে এসে তার প্রেমিকের বিরুব্দে ধর্ষন মামলা করে তাতে ঊল্লেখ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারিরিক সম্পর্ক করেছে।আচ্ছা একটা মানুষ বিয়ের কথা বললেই কি তার সাথে সেক্স করতে হবে? আর যখন করছেনই তখন কি আপনার কোন অনুভুতি ছিলনা ।আপনার জীবনে কি সেই প্রথম ছিল? মেডিকেল সাইন্স বলে সেক্সের সময় নাকি মেয়েটি বেশি উপলব্ধি করে তা ছাড়া মেয়েটিকে বেশী আদর করা হয়। আর এই বিষয়টা তখনই হয় যখন দুটি মনের চাওয়া পাওয়া এক হয়।এবং দুজনই একজন অন্যজনকে উজার করে দিতে নিতে চায় ।তাছাড়া প্যাগান ধর্ম মতে একটা নারীকে চরম তিপ্তি দেওয়ার মাঝে নাকি ইশ্বরের সান্নিদ্ব্য পাওয়া যায়। মুসলিম ধর্মেও স্ত্রীকে চরম তিপ্তি দেওয়া ফরজ।বিভিন্ন ধর্মে এটি পুর্নের কাজ সে বিষয় থাক আপনি একটি ছেলের সাথে রিলেশনে করলেন আর এই কাজটি করলেন আপনি কি করে বুঝলেন তার সাথে আপনার বিয়ে হব আপনি ঐ কাজটি করে আপনার স্বামীকে ভবিষাৎ স্বামীকে ঠকিয়েছেন।কার ইচ্ছা না থাকলে এই ধরনের সম্পর্ক হয়না।ঘুরন্ত সুচেঁ সুতা গাথাঁ যায়না।আপনি বা কেন এমন পরিবেশে তা সাথে গিয়েছেন?মেয়েদের সেক্সে আগ্রহ দেখার জন্য ত্বাত্বিক হতে হয়না শুধু প্রবাসী স্বামীদের স্ত্রীদের কর্মকান্ড দেখলেই বুঝা যায় মেয়েদের আগ্রহ আছে কিনা।আপনার স্বামী বেচাঁরা প্রবাসে কত কষ্ট করে আপনার জন্য টাকা পাঠায় আর আপনি কি করেন?সেক্স্ে ছেলেদের কষ্ট বেশি হয় আর আপনার পিছনে সে কত ইনবেস্ট করছে রেস্তরার বিলগুলো কি আপনি দেন?ব্যেচারা বেকার তার সাথে আপনি সেক্স করে মালদার পার্টি পাইয়া তাদেরকে রেখে যখন অন্যজনকে বিয়ে করেন সে কি আপনার নামে ধর্ষণ মামলা দেয় সতিত্বকি শুধু মেয়দের বিষয় পুরুষের নেই।পৃথিবীর ইতিহাসে এমন কোন ধর্ষন মামলা কি পুরুষ করে?আমি এমন পুরষের লাশ দেখেছি যে রিক্সা চালক ছিল ছাত্রী হোস্টেলের মেয়েরা তাকে ধর্ষন করে আদামরা অবস্থায় ফেলে রেখে গিয়েছে।আসলে সেক্সটা হচ্ছে দুটি মানষের চাওয়াপাওয়ার বিষয় তাই মিছেমিছি পুরষ জাতিকে হয়রানি করবেন না বাইক এবং মোটা ম্যানিব্যাগ দেখে রিলেশন করার আগে ভবিষাৎ ভেবে নিবেন আপনারা যা শুরু করছেন তাতে অদূর ভবিষ্যাতে আপনার কামনা মেটাবার জন্য কোন পুরুষ পাবেননা। আর বিশ্বাস ভালবাসার মাধ্যমে একটি সুন্দর পৃথিবী গরুন। একটা নারী একটা পুরুষের শৈশবের আশ্রয় ও মাতা কৈশরের স্নেহময় ভগ্নি যৌবনের সাথী মধ্য বয়সের বন্ধু শেষ বয়সের সেবিকা এটা মাথায় রাখুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.