![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেম শিখলাম পথ শিশুর কাছে।
প্রতিদিনের মত ব্যাচঁ পড়িয়ে ফিরছিলাম ।যখন কালিবাড়ি রোডের মুখে দাড়িয়েছি একটি ছোট পথ শিশুকে কাদঁতে দেখে দাড়ালাম।তাকে কাদাঁর কারন জানতে চাইলাম ও বলল মনে হয় বাংলাদেশ হেরে যাবে।ওর কান্না দেখে বুকের ভিতরটা কেন যেন মোচঁর দিয়ে উঠল।যাইহোক আমিও রাস্তার পাশে দারিয়ে গেলাম দেখি খেলায় টান টান উত্তেজনা।কখনও মনে হয় ইংল্যান্ড জিতবে কখনও বাংলাদেশ।টানটান উত্তেজনা অনুভব করছি এরই মধ্যে দেখি রুবেল হোসেন বিজয়টাকে ছিনিয়ে আনল।সত্যিই খুব অসাধারণ করেছে এই সোনার দেশপ্রেমিক ছেলেটি।হ্যাপির দেওয়া মামলায় কি মানুষিক চাপেঁর মধ্য থেকেও কত সুন্দর ইতিহাস রচনা করল।জিতার পর ঐ পথ শিশুটির মুখে যে হাসি দেখলাম তা বুঝাতে পারবনা ভাষায়।
*******************যাইহোক ইদানিং সময়ে নিজেকে বাঙ্গালী কিংবা বাংলাদেশি ভাবতে ঘৃণা করছিল।এক প্রকার বিরক্তিকর সময় অতিবাহীত করছি।আওয়ামীলীগ-বিএনপি র নোংড়া জগন্য রাজনীতিতে অতিষ্ট ছিলাম।কেমন যেন একটা বাঝেঁ অনুভূতি হয়েছিল দেশপ্রেম এর পরিবর্তে ।যে দেশে মানুষ একটা ইতর প্রাণীর চাইতেও মুল্যহীন।যে দেশের রাজনৈতিক নেতাদের ক্ষমতার লোভ ও রোষানলে মানুষের জীবন তুচ্ছ।যেখানে মানুষ পুড়িয়ে কাবাব বানাচ্ছে যেখানকার মুর্খ নেত্রীরা পোড়া মানুষের গন্ধে লালায়িত।সেই দেশে জন্মেছি ভেবে নিজের প্রতি লজ্জা হচ্ছিল।কিন্তুু যখন বাংলাদেশের ক্রিকেটাররা আজকে বিজয় তিলক পরল।তখন আমার দু-চোখ বেয়েঁ আনন্দ অশ্রু ঝড়ে পরল।এবং তীব্র কান্না পেল। বিজয়ের এই অনুভুতিটুকু হবার পর মনে হল ঐ পথ শিশুটির ন্যায় আমিও এই দেশকে বড় ভালবাসি।অভিনন্দন বাংলাদেশ ।নিশ্চই আজ বাংলাদেশের জয়ে খুশির জোয়ারে মেতেছে দেশ।আর খুশি না হবার কোন কারন নেই।অ্যডিলেড ওভালে ২৭৫ রানের জবাব দিতে নেমে ইংলিশরা ৪৮.৩ ওভারে ২৬০ রানে থেমে যায়।ধন্যবাদ রুবেল,মাহমুদুল্লাহ রিয়াদ,সাকিব,মাশরাফি,সৌম্য,মুশফিককে সকল খেলয়ারদের জন্য শুভকামনা।বিশেষ ভালখেলেছে রুবেল আর এই জয়ের কৃতিত্বতার।বেশ কিছুদিন আগে রুবেল ও হ্যাপিকে নিয়ে FBতে কিছু লিখছিলাম এখন মনে হয় লেখাটা সার্থক ছিল।বড়ই অবাক হয়েছিলাম যখন জানচ্ছি হ্যাপি বিশ্বকাপ যাত্রায় রুবেলকে আটকাতে চাচ্ছে বড়ই অবাক লাগছে।এই তার ভালবাসা যুগে যুগে নারী স্বর্থপর ছিল।হ্যাপিতার স্বার্থক প্রতিনীতি।হ্যাপি এখন সর্বস্তরের মানুষের নিন্দার অংশ হইল।ধন্যবাদ ক্রিকেট আমার দেশেরপ্রতি ভালবাসাটুকু উপলব্ধি করানোর জন্য।
২| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১:১৭
মোহামমদ অাবুল বাশার বলেছেন: কেউ আর তাদের মেয়ের নাম হেপী রাখবে না
৩| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৩
ইমন জ্যাস বলেছেন: ভাইজান ইংলিশ।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৪
চাঁদগাজী বলেছেন:
"বড়ই অভাক হয়েছিলাম যখন জানচ্ছি হ্যাপি বিশ্বকাপ যাত্রায় রুবেলকে আটকাতে চাচ্ছে বড়ই অভাগ লাগছে।"
-প্রথমে "অভাক" হলেন; তারপর আপনার কাছে 'অভাগ" লাগলো; ভালো।
-ব্যাচে কি পড়াচ্ছেন? আপনার পড়ানোতে আমি অবাক হচ্ছি।