| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয়াতুল কুরসী ( আরবি ভাষায়: آية الكرسي ) হচ্ছে পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় সুরা আল বাকারার ২৫৫তম আয়াত।
اللّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيم
অর্থঃ আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। [২:২৫৫]
এই আয়াতুল কুরসির আমলের উপরে রয়েছে এক অসাধারন প্রতিদান-
আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল বলেছেন: “যে ব্যক্তি প্রতি ফরয নামায শেষে আয়াতুল কুরসী পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোন কিছু বাধা হবে না। (সহীহ আল্ জামে :৬৪৬৪) হজরত আলী (রা.) বলেন, আমি রাসূলুল্লাহকে (সা.) বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পড়ে, তার জান্নাত প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় হয়ে আছে। যে ব্যক্তি এ আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে আল্লাহ তার ঘরে, প্রতিবেশীর ঘরে এবং আশপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন। (সুনানে বাইহাকী )
আলহামদুলিল্লাহ, এটা এ কারনেই যে এই আয়াত টি পবিত্র আল কোরআনের সর্বাধিক মর্যাদাসম্পন্ন আয়াত। তাহলে আমরা সকলেই প্রত্যেক ফরজ নামাজান্তে আয়াতুল কুরসির পাঠ শুরু করে দেই। আল্লাহ আমাদের তাওফিক দিন।
** এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জান্নাত লাভের জন্য আপনাকে প্রথমত নামাজী হতে হবে।
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪১
ইমরুল আকতার চৌধুরী বলেছেন:
জাযাকাল্লাহ খাইরান
২|
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮
রিনকু১৯৭৭ বলেছেন: আমল করা উচিত আমাদের সবার। ধন্যবাদ এমন পোস্ট দেবার জন্য
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪২
ইমরুল আকতার চৌধুরী বলেছেন: জি ধন্যবাদ, আল্লাহ আমাদের সবাইকে এই ছোট কিন্তু অসাধারন আমল করার তাওফিক দেন।
৩|
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪২
আহলান বলেছেন: সুবহানাল্লাহ!
১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
ইমরুল আকতার চৌধুরী বলেছেন: আলহামদুলিল্লাহ
৪|
১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১২
বাংলাদেশী দালাল বলেছেন: জি ধন্যবাদ, আল্লাহ আমাদের সবাইকে এই ছোট কিন্তু অসাধারন আমল করার তাওফিক দেন।
১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
ইমরুল আকতার চৌধুরী বলেছেন: আমিন
৫|
১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:০১
ডাসট ইন দা উইনড বলেছেন: +
৬|
১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৩
ডাসট ইন দা উইনড বলেছেন: +
৭|
১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৩
ডাসট ইন দা উইনড বলেছেন: +
৮|
১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৩
ডাসট ইন দা উইনড বলেছেন: +
১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৩
ইমরুল আকতার চৌধুরী বলেছেন: জাযাকাল্লাহ খাইরান
৯|
১৯ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৭
সেলিম আনোয়ার বলেছেন: আয়তুল কুরসি ,মুখস্ত করে ফেলা যায়। কঠিন কিছু নয়। ভয় পেলেআয়তুল কুরসি পড়ে ফু দিলে ভয় দূরীভূত হয়।
১৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৩
ইমরুল আকতার চৌধুরী বলেছেন: ঠিক, এটা সেই বস্তু শয়তান যাকে যমের মত ভয় পায়!
১০|
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:০১
অজানিতা বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: +