![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে খুব মনে পড়ে মা। মনে আছে ছোটবেলায় যখনই আমি দুষ্টমি করতাম তখনই তুমি আমাকে ভয় দেখাতে হারিয়ে যাবে বলে। মা বিশ্বাস কর আমি এখন আর দুষ্টমি করিনা। তা হলে কেন ফিরে আসোনা? ছোটবেলায় একবার স্কুল পালিয়েছিলাম বলে তুমি বলেছিলে আর যদি কখনও এমন করি তাহলে তুমি চলে যাবে। বিশ্বাস কর মা আমি এখন আর স্কুল পালাই না।একবার যখন আমার টাইফায়েড হয়েছিল সারারাত ঘুমাতে পারতাম না। তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিতে। মাঝরাতে যদি ঘুম ভেঙ্গে যেত চোখ মেলেই তোমার মুখটা দেখতে পেতাম, উদ্বিগ্ন চোখে তাকিয়ে থাকতে। এখনো মাঝে মাঝে ঘুম ভেঙ্গে যায় মাঝরাতে। অন্ধকারে তোমার মুখটা খুজে বেড়াই। জানো মা পুকুরঘাটে যখনই গোসল করতে যাই পানির মধ্যে যেন তোমার প্রতিবিম্ব দেখতে পাই। কিন্তু বাস্তবের তুমি কোথাও নেই মা। তোমার হাতে লাগানো শিউলি গাছটা এখন আরো বড় হয়েছে। ছোটবেলায় তুমি যেমন আমার জন্য শিউলি ফুল কুড়িয়ে মালা গাঁথতে আমিও তেমনি প্রতিদিন তোমার জন্য শিউলি ফুলের মালা নিয়ে অপেক্ষায় থাকি। বিকাল গড়িয়ে সন্ধ্যা আসে। ফুলগুলো একসময় কুঁকড়ে যায় কিন্তু তুমি আসো না। কেন মা? আজ যখন পুকুরঘাটে বসে ছিলাম দূরে কুয়াশার মধ্যে যেন তোমাকে দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ তুমিই তো! কিন্তু তুমি চলে যাচ্ছো কেন মা? একবার শুধু আমাকে বুকে জড়িয়ে নাও মা, শুধু একবার। মা যেও না প্লিজ। বাইরে ফজরের আযানের শব্দে ঘুমটা ভেঙ্গে গেল। উঠতে হবে তারাতারি। শিউলি ফুলগুলো যে আমার জন্য অপেক্ষা করছে।
বিঃ দ্রঃ ব্লগে এটাই আমার প্রথম লেখা। ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন।
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪০
কিউপিড ইমতিয়াজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই
২| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
তানজিয়া মোবারক মণীষা বলেছেন: ব্লগে স্বাগতম ভাইয়া, মা নিয়ে লেখাটি সুন্দর হয়েছে।
০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
কিউপিড ইমতিয়াজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৭
নিরুদ্দেশ বলেছেন: আপনার মায়ের প্রতি শ্রদ্ধা জানাই। শুভ ব্লগিং।