![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবিতে অবস্থিত দ্বীপ জাহাজমারা। এটি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ- পশ্চিমে অবস্থিত। প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে জেগে আছে নয়নাভিরাম এই দ্বীপ। এ দ্বীপের চারিদিকে সমুদ্রের জলরাশি। সৈকতের তটরেখায় লাল কাঁকড়ার ছুটাছুটি। শেষ বিকেলে দিগন্ত রেখায় সূর্যাস্ত আর ভোঁরে কুয়াশার আভা ভেদ করে পুব আকাশের বুক চিরে লাল সূর্য ওঠার দৃশ্য। এরই মাঝে সকাল- দুপুর- বিকেল পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে গোটা দ্বীপ।
তবে যারা আরাম আয়েশে থেকে সমুদ্রের উন্মুক্ত মাতালতা দেখতে ইচ্ছুক তাদের জন্য আদর্শ নয় জাহাজমারা দ্বীপ। কারন অনেক বড় চর হওয়ার জন্য সাগরের ঢেউ তীরে খুব অল্পই দেখা যায়। তবে প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে নানা প্রতিকূলতা ডিঙিয়ে পর্যটকেরা এসব স্থানে আসেন কিছুটা প্রশান্তির খোঁজে।
যেভাবে যাবেনঃ
ঢাকা থেকে সরাসরি রাঙ্গাবালি পর্যন্ত লঞ্চ আছে। ঢাকার সদরঘাট থেকে ছেড়ে যায় এই লঞ্চ। রাঙ্গাবালি থেকে মটর সাইকেলে করে মৌডুবি এবং সেখান থেকে ট্রলারে করে জাহাজমারা যাওয়া যায়। আর সড়ক পথে যেতে হলে ঢাকার গাবতলি থেকে পটুয়াখালী সদর অথবা গলাচিপার পানপট্টি পর্যন্ত যাওয়া যাবে। ওখান থেকে ট্রলার অথবা লঞ্চে করে রাঙ্গাবালি যাওয়া যাবে।
সতর্কতাঃ
যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারনে এখানে কোন ধরনের হোটেল কিংবা থাকার কোন জায়গা নেই। সুতারং থাকার জন্য অবশ্যই তাবু ও প্রয়োজনীয় সরঞ্জাম সাথে নিতে হবে।
তথ্যসুত্রঃ কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪
সুমন কর বলেছেন: থাকার জায়গা নেই ...
তবে তো কষ্টকর !