নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

:((:((:((জ্বালানি তেলের দাম বাড়ানো ও হরতাল দুটোই সাধারন মানুষের উপড় জুলুম/:)/:)/:)

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

আপনারা নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, বর্তমানে যেসকল রাজনৈতিক নেতৃবৃন্দ নীতিনির্ধারক পর্যায়ে আছেন তাদের মোটামুটি সবাই কিন্তু আমাদের সমাজের অভিজাত শ্রেনীর প্রতিনিধি,এদের মধ্যে কোটিপতি নন এমন একজনকে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। হয়তো তাই সাধারন মানুষের জীবনের প্রকৃত সমস্যা বা তাদের জীবন লড়াইটা আসলে কত কঠিন তা বাস্তব অর্থে বুঝে উঠতে পারেন না। যদিও সভা,সেমিনার বা গোল টেবিল বৈঠকগুলোতে ওনারা ওয়ান্থন বা বার্গার এ কামড় দিতে দিতে এমন ভাব নিয়ে কথা বলেন, যেন ওনাদের জীবন শুধু আমাদের জন্য উৎসর্গকৃত এবং আমাদের কল্যানে কাজ করতে করতে কাহিল,আমাদের চিন্তায় ঘুম হারাম। সেই দুঃখে ওনাদের সব ছেলেমেয়েরাও দেশের বাইরে চলে গিয়েছে,ওইখানেই বসতি ও পড়ালেখা করেন,কারন দেশের মানুষের এত কষ্ট সামনে থেকে দেখে তারা সইতে পারেন না। ও...আবার চিকিৎসাও নিয়ে থাকেন সিংগাপুর এর মাঊন্ট এলিজাবেথ হসপিটাল বা এই মানের কোন হসপিটাল থেকে।

সরকারের নীতিনির্ধারকদের মধ্যে যদি একজনও সত্যিকার অর্থেই সাধারন মানুষের প্রতিনিধি হত তাহলে, জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে সরকার কমপক্ষে দশটি পরিকল্পনা হাতে নেয়া উচিৎ ছিলো শুধুমাত্র মানুষ এই দুর্মূল্যের বাজারে এই বাড়তি খরচের চাপ কিভাবে সামাল দিবে তার একটি কর্মপরিকল্পনা তৈরি করতে। কিন্তু ওনারা তা করেন না কারন লিটার প্রতি এই ৫/৬ টাকার বাড়তি খরচ ওনাদের জন্য কিছুই না, যদি ৫০০০ টাকাও বাড়তি মুল্য গুনতে হয় ওনারা তাও পারবেন ওনাদের গাড়ী থেমে থাকবে না, সাধারন মানুষের মধ্যে যারা পারবে না সেই সমস্যা তাদের। আবার এমনও হতে পারে, আসলে সমস্যা কি জিনিস তা উনারা উপলব্ধিই করতে পারেন না উনাদের বাড়তি বিত্ত বৈভবের কারসাজিতে।

আবার অন্যদিকে বিরোধীদলের কর্মসূচী দেখেন, তেলের দাম বাড়ানোতে এমনিতেই এক ধাক্কা তার উপর আরেক ধাক্কা হরতাল। হরতাল কি সমাধান এনে দিবে ? নাকি এটা উনাদের রাজনৈতিক ফায়দা হাসিলের একটা হাতিয়ার মাত্র ? হরতাল হলে মানুষের আয় আরো কমে যাবে,সার্বিক অর্থনীতিতে আরো বিরুপ প্রভাব রাখবে, যা কিনা শেষ পর্যন্ত সাধারন মানুষকেই বইতে হবে নানাভাবে। উদাহরনস্বরুপ ধরুন, একজন সিএনজি ড্রাইভার জানুয়ারী ০৫ তারিখ হতে বাড়তি টাকায় জ্বালানি কিনবে কিন্তু ০৬ তারিখে সে গাড়ি চালাতে পারবে না বা গাড়ি বের করলে সেটা সারাজীবনের জন্য হারাতে হতে পারে আগুনে বা ভাংচুরে। একদিকে সে বাড়তি দামে জ্বালানি কিনলো সরকারে চেপে দেয়া দামে, অন্যদিকে সে গাড়ী চালাতে পারলো না এবং কোন আয়ও করতে পারলো না বিরোধীদলের হরতালের কারনে। ঠিক এইভাবে একজন দিনমজুর বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত করবে কিন্তু ওইদিন কোন আয় রোজগার না থাকার কারনে হয়তো না খেয়ে থাকতে হবে। সুতরাং হরতাল কি তার মনের চাওয়া কি হতে পারে ?



এখন আমার প্রশ্ন হচ্ছে, সাধারন মানুষকে দারিদ্র্য ও ক্ষুধা উপহার দিচ্ছে কে বা কারা ??



এতে কি সেই খেটে খাওয়া মানুষের আদৌ কোন গলদ আছে?



বিবেচনা ছেড়ে দিলাম আপনাদের হাতে।



যে দলই ডাকুক আওয়ামীলীগ,বিএনপি বা অন্য কোন দল,কিন্তু হরতাল এভাবে আমাদের তিলে তিলে শেষ করে দিতে পারে না,এর একটি ভালো বিকল্প অবশ্যই আমাদের খুঁজে পেতে হবে।



প্রয়োজনে নির্ভরযোগ্য আন্তর্জাতিক কোন জরিপ সংস্থার মাধ্যমে জরিপ করিয়ে দেখা যেতে পারে বাংলাদেশের কত শতাংশ মানুষ হরতাল সমর্থন করে,তাহলেই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে।



************************************************************

# পোস্ট রিভিশন চলছে ,বানান বা বাক্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি#

**মন্তব্য বা উপদেশ কাম্য - পত্রদূত





মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

মাস্টার৭১ বলেছেন: ১০০% স হমত।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

টুটুল২০০৮ বলেছেন: সহমত

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

শরতের আকাশ বলেছেন: হরতাল কোন সমস্যারই সমাধন হতে পারে না সরকারে থাকলে সব দলই স্বিকার করে , কিন্তু বিরোধী দলে গেলে সবাই ভুলে যায় । আজব এই রাজনিতীবিধরা ।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তেলের দাম কি কারণে বাড়াইছে? ব্যাখ্যা কই? মগের মুল্লুক নাকি ইচ্ছা হইলো আর একটা কাজ করলো?

বাইরের দেশে তেলের দাম পয়সাতে বারলে মন্ত্রী পদত্যাগ করে!! আসন নিয়া টানাটানি শুরু হয়!! আমরা নাকি ভারত ফলো করি? কিসের কি!? বিদ্যুতের দাম এমন পর্যায়ে নিয়ে যাওয়ার পলিসি নিছে যাতে মানুষ কানেকশন নিতে সাতবার ভাবে!!! তেল এর ক্ষেত্রেও এই পলিসি নাকি? তেলের দাম এক পয়সা বাড়লে কত কিছুতে উথাল পাঠাল শুরু হয় কোনো ধারণা আছে সরকারের? অর্থিনীতি কি মোট মাথাদের জন্যেই বরাদ্দ হইলো? সত্যি আমি ফেডআপ! আওয়ামী সরকারের পরেরবার কিয়া সার খায়েশ নাই নাকি? তেলে ভর্তুকি দিক, বিকল্প উত্স খোজা হোক! তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে না পরলে দেশের অর্থনীতির পাগলা ঘোড়ারও লাগাম যাবে ছুটে!! তার উপরে তো জামায়াত-বিএনপি আছেই হরতাল দিয়ে আরো সারে বারোটা বাজানোর জন্যে!!!! ধুর শালা মেজাজটাই খারাপ হয়ে গেল!!!! এগুলারে ভোট দিয়া নিজেদের *** মেরে শেষ করতেছি আমরা!! ধুর ধুর ধুর!
X( X( X( X(

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দুখিত মাথা গরম করে লিখসি, ভাষায় কিছু মনে করবেন না প্লিজ !!!

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২

দেশটা অস্থির বলেছেন: ঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.