নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

:D:D গাড়িতে আগুন দিয়ে তেলের দাম বাড়ানোর প্রতিবাদ কতটা যুক্তিযুক্ত ?:((:((

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

এটা মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা নয় কি ?



সরকার ছয় টাকা তেলের দাম বাড়িয়েছে সেইজন্য আমার পক্ষে প্রতিবাদ জানাতে গিয়ে আমারি ষাট লাখ দামের গাড়ি পুড়িয়ে তার প্রতিবাদ জানাবেন,ব্যবসা/অফিস/বিদ্যাপীঠ প্রভৃতি সব আগুনে জ্বালিয়ে দিবেন।



থাক মা----ভিক্ষা লাগবো না তোর কুত্তা সামলা /:)X((/:)



বর্তমান ও ভবিষ্যৎ বিরোধীদল, সরকারীদল সবাইকে উদ্দেশ্য করে বলছি এসব বন্ধ করুন।



সাথে সাথে আকস্মিক জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির জোর প্রতিবাদ জানাই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

শিক কাবাব বলেছেন: Click This Link

মুসলিমদের দুটি বৃহৎ ঈদ উৎসব। ঈদের দিন কি আপনারা আসলেই তেমন মজা পান? নতুম জামা, সেমাই, সেলামী, সিনেমা দেখা, পার্কে ঘুরা। এর আর তেমন কি আনন্দ। বিভিন্ন পূজা উৎসবে, ঈদের মত একই আনন্দ। এভাবে সকল ধর্মীয় উৎসব একত্র করলে আমরা বছরে বেশ কয়েকটা দিন আনন্দ পাই। এ ছাড়া স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা দিবস ... এ সব দিনও আনন্দের।

কিন্তু, ঈদ বলেন আর পূজা বলেন, সকল আনন্দের উর্ধ্বে, এক মহানন্দ আছে, যার নাম হরতাল। হরতাল আমাদের জাতীয় মহানন্দ দিবস। এদিন স্কুলের পোলাপান ব্যাপক খুশি হয়। স্কুলে যেতে হবে না। প্রাইভেট টিউটর খুশি। পড়াতে যেতে হবে না। স্ত্রী খুশি। স্বামীকে আজকে সারাদিন কাছে পাবে।

উহ ! আর বললাম না। কি যে আনন্দ আকাশে বাতাসে। ভাঙ্গ গাড়ি। জ্বালাও গাড়ি। পুলিশকে ধাওয়া, পুলিশের পাল্টা ধাওয়া। এ যেন বলিউডের ফিল্মের শুটিং। অ্যাডভেঞ্চারাস লাগে! মহা আনন্দ লাগে। এই দৃশ্য হচ্ছে হরতালের কেন্দ্রবিন্দু। আনন্দের কেন্দ্রবিন্দু। সাংবাদিকরা কয়েক ডিব্বা এনার্জি ড্রিংক ঢুকায় পেটে। ক্যামেরা বহন করা চাট্টিখানি কথা নয়। এদেরও আনন্দের সীমা থাকে না। বিশ্বজিতকে মারার দৃশ্য এইচডি ভিডিও করে বিভিন্ন এঙ্গেলে।

হরতাল ছিল এক সময় গনতান্ত্রিক অধিকার আদায়ের অস্ত্র। আর আজ হরতাল ডারউইনের বিবর্তন সূত্রানুসারে জাতীয় মহোৎসবে রূপান্তরিত হয়।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

নেংটি ইদুর বলেছেন: :D :D :D :D

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

লিঙ্কনহুসাইন বলেছেন: :) :) :) :D :D :D গাড়িতে আগুন দিলে তেল খরচ কম হবে এবং তেলের দাম বাড়ার সম্ভাবনা কম থাকবে , তাই আমাদের দেশের নেতারা গাড়িতে আগুন দেয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.