নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

:D:)B-)“পাকিস্তান ক্রিকেট বোর্ড” অবশেষে মাথা নিচু করলো ;););)

০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

বিপিএল নিয়ে অনেক হম্ভিতম্ভি...............ফোঁস-ফাঁস করেছে পিসিবি।

বেহুদা বড় বড় কথা বলতে ও ধান্দাবাজিতে পাকিস্তানীরা যে সিদ্ধহস্ত তা তাবৎ দুনিয়ার মানুষ যারা এই জাতি সম্পর্কে অবগত আছে সবাই জানে।



পিসিবির কান্ডকীর্তি কখনো শেষ হবার নয়,মনে আছে ? জাকা আশরাফের পুর্বসূরি ইজাজ বাট "বাজে মন্তব্য" করে শেষ পর্যন্ত ইসিবি ও ইংলিশ ক্রিকেটারদের কাছে মাফ চাইতে হয়েছিল,কিন্তু ইসিবি এরপর থেকে পাকিস্তানকে আর তাদের মাঠ হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে দিচ্ছে না,এখন শ্রীলংকাও তাদের প্রস্তাব প্রত্যাখান করেছে ..............



বিসিবির সাথে পিসিবির সম্পর্ক বরাবরই ভালো ছিলো এবং তা ছিলো সব সরকারের আমলেই,কুখ্যাত ইজাজ বাটই সুসম্পর্ক নষ্ট করেছিলো তার উদ্ধত্বপূর্ন ব্যবহারের মাধ্যমে, সে কিনা দুবাইতে আইসিসির এক সভা শেষে বের হয়ে আসার সময় আমাদের একজন অত্যন্ত বিচক্ষন সংগঠক ও আপাদমস্তক ভদ্রলোক হিসেবে পরিচিত মাহবুব আনাম'কে বাক্যবানে জর্জরিত করে অপদস্থ করার চেষ্টা করেছিলো ও তখন পাকিস্তান টিমের বাংলাদশ সফর প্রতিহিংসামূলকভাবে বাতিল করেছিলো।কিন্তু শেষ পর্যন্ত ইজাজ বাট তার মাশুল দিয়েছে পদ হারিয়ে। পাকিস্তান দলকেও বাংলাদেশ সফরে আসতে হয়েছিলো মাথা নুঁইয়ে।



আমার আগের পোস্টগুলোতেও অনেক জোর দিয়ে বলেছিলাম,

বিপিএল না খেললে বিসিবির চাইতে অনেক বড় ক্ষতি অপেক্ষা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও তাদের খেলোয়ারদের জন্য। অবশেষে সেই বিপদ আঁচ করতে পেরে জাকা আশরাফের হুশ ফিরেছে। প্রতিজ্ঞা করেছে বিসিবির সাথে সম্পর্ক ভাল রাখতে ও আরো ভালো করার জন্য সব রকম চেষ্টা তারা করে যাবে,ভোল পাল্টে এখন বলছে বিপিএল এ পাকিদের না খেলার ব্যাপারে তারা অফিসিয়াল কোন কথা বলেনি, যা কিনা একটা ডাহা মিথ্যা কথা,জাকা আশরাফ তাদের নিজ দেশের পত্রিকায় গত দশ দিনে তাকে বরাত দিয়ে প্রকাশিত সব খবর আবার একবার চোখ বুলিয়ে দেখতে পারেন তিনি কি বলেছিলেন। দিল্লীতে বিসিবি প্রধানকে আমন্ত্রন জানিয়ে বৈঠকে বসার সাথে সাথে নাজমুল হাসানের হাত জোরে চেঁপে ধরে একথাও বলেছেন “ আমরা বাংলাদেশ দলের পাকিস্তান ট্যুর এর ব্যাপারে একসাথে গভীরভাবে কাজ করব,আমাদের আপনি সাহায্য করুন”,বাংলাদেশ বর্তমানে একটা শক্তিশালী দল,পাকিস্তানের মানুষ আপানার দলের খেলা দেখতে উম্মুখ।



ইতিহাস আমাদের পক্ষে আর ভবিষ্যত উজ্বল, তাই বার বার আমরাই জয়ী হই। কারন দাম্ভিকতা দিয়ে মন জয় করা যায়না, করতে হয় সৎ কর্ম দিয়ে।যেহেতু, মাফ চেয়েছে আসুন আমরা পিসিবি’কে আপাতত আবারও মাফ করে দেই,পাকি খেলোয়াড়দের বিপিএল এ গ্রহন করে নেই, যাতে দু চার টাকা ওরাও কামিয়ে নিতে পারে। কারন খেলোয়ারদের দোষ তেমন নেই,সমস্যা তাদের গোঁড়াতে,যেকারনে সারা জীবন পিসিবির সাথে তাদের খেলোয়াড়দের দ্বন্দ লেগে থাকে যা হয়তো চলতেই থাকবে যতোদিন না তারা নিজেদের সংশোধন করে।



আসুন সবাই মিলে আমদের নিজেদের সম্পদ বিপিএল’কে সফল করি





# পোস্ট রিভিশন চলছে ,বানান বা বাক্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি#

**মন্তব্য বা উপদেশ কাম্য - পত্রদূত

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

হেডস্যার বলেছেন:
ফকিরনীর পুতেরা আইসা দুই চার পয়সা কামাইবো এতে আমাদের আপত্তি থাকবে কেন?
আস, খেল, টাকা নিয়া বাড়িত গিয়া মর..... ;)

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

হারানো ওয়াছিম বলেছেন: তার মানে পাকিরা আসতেছে?.... অবশ্য না আইসা কিই বা করবে, মাছি মারা ছারা তো তাগো কোন কাজ নাই, কোন দেশ ই তো ডাকে না।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

পত্রদূত বলেছেন: রাজনৈতিক বক্তব্যের কারনে কিছু মন্তব্য বাদ দিতে হলো বলে দুখিত। আসুন ক্রীড়াজগতকে রাজনীতি থেকে দূরে রাখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.