| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রদূত
শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো
"আসুন “আজ থেকে এক মাসের জন্য সবার ফেসবুক বা টুইটার প্রোফাইল পিকচার এ ব্যবহার করি বিপিএল লোগো। বারবার ইউটিউব ও গুগল এ সার্চ দিয়ে বিপিএল'কে এক নম্বরে রাখি খোঁজার লিস্টে”...............................................................................
অনেক জল্পনা কল্পনা ও নাটকীয়তার পর পাকি খেলোয়াড়দের ছাড়াই এবারের বিপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বাংলাদেশের ক্রিকেট যে জায়গায় দাড়িয়ে তার মূল কারিগর এই দেশের ১৬ কোটি মানুষের ভালোবাসা ও অকুন্ঠ সমর্থন। টেস্ট স্ট্যাটাস পাওয়া থেকে শুরু করে,দীর্ঘদিন নেতিবাচক পারফরমেন্স করেও বিশ্ব মঞ্চে ক্রিকেট শক্তি হিসেবে টিকে থাকা,বিশ্বকাপ আয়োজনের সম্মান পাওয়া, এই সব কিছু মুলত এই দেশের মানুষের ক্রিকেট প্রেমের কারনে সম্ভব হয়েছে,এতো বিশাল একটি জনগোষ্ঠীর জনসমর্থন হারাতে চায়না বলেই নানাসময় টেস্ট স্ট্যাটাস পুনঃবিবেচনার কথা বলেও পিছু হটতে বাধ্য হয়েছে আইসিসি। আর আজ তো সেই বাঘ এক পরিনত শিকারীতে পরিনত হয়েছে। অনেক শঙ্কা,হতাশা আর দুঃখকে পুরনো ইতিহাস বানিয়ে বাঘের গর্জনে প্রকম্পিত হতে হচ্ছে দুনিয়া জোড়া খ্যাতি সম্পন্ন খেলোয়াড়দের, যার নজির এই অল্পকিছুদিন আগেই দেখেছেন ক্রিস গেইল,পোলার্ড,নারায়ন নামক অতি মানবীয় ক্রিকেট সুপারস্টাররা। আর এশিয়া কাপে ভারত,পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করার ঘটনা তো কারো আর অজানা নয়। কিন্তু এখন এসেছে নতুন বিপত্তি.........সেই বিপত্তির মূল কারিগর “পাকিস্তান ক্রিকেট বোর্ড “ ও আমাদের নিজ বোর্ড বিসিবির কিছু ভুল সিদ্ধান্ত যার খেসারত শেষ পর্যন্ত হয়ত “বিপিএল” কে গুনতে হবে। কিন্তু এদেশের মানুষ যারা বছরের বছরের পর খারাপ ফলাফল,পরাজয়ের গ্লানি,হতাশা ও নানা সমালোচনার মধ্যেও দৃপ্তচিত্তে সমর্থন দিয়ে গেছে আমাদের ক্রিকেটদলকে,বাংলাদেশ ক্রিকেটের আজ যা কিছু সম্মান বা প্রাপ্তি আছে তার অংশীদার তারাও,সে হিসেবে বিপিএলও আমাদেরই সম্পদ, আর এই বিপিএল যদি ক্ষতিগ্রস্ত হয় তবে আমাদেরই সম্পদের ক্ষতি হবে, আর্থিকভাবে দুর্বল হয়ে পরবে বিসিবি,বাইরের দেশগুলো সমালোচনার সুযোগ পাবে, পিসিবি আরো চেপে ধরতে চাইবে বিসিবিকে,নেতিবাচক ইমেজের কারনে এদেশের ক্রিকেটের ব্র্যান্ড ভেল্যু কমে যেতে পারে সেক্ষেত্রে ভবিষ্যতে স্পন্সর বা বিভিন্ন খাতের আয় কমে যেতে পারে,বিসিবির আয় কমে গেলে ক্রিকেটের উন্নয়নে তারা আর আগের মত বাজেট দিতে পারবে না প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনাও কঠিন হয়ে পড়বে। সবকিছু মিলে এক বিরাট চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে আমাদের সমগ্র ক্রিকেট অঙ্গন, যা কিনা সামাল দেয়া তখন কতটা সম্ভব হবে বা কতদিনে সম্ভব হবে তা বলা কঠিন। এক্ষেত্রে পাকিস্তান,সাউথ আফ্রিকা বা জিম্বাবুয়েকে আমরা উদাহরন হিসেবে নিতে পারি। ২০০৯ এর পর থেকে পাকিস্তানের নিজ মাঠে কোন ক্রিকেট নেই শুধুমাত্র একটা ঘটনার জেরে, আবার শুধু একটি ঘটনার জেরে সাউথ আফ্রিকা ১১ বছর আন্তর্জাতিক খেলা থেকে বঞ্চিত ছিলো, জিম্বাবুয়ের ততকালীন দল যেখানে খেলতেন এ্যালাস্টার ক্যাম্পবেল,পল স্ট্র্যাং,এ্যান্ডি ফ্লাওয়ার ও গ্রান্ট ফ্লাওয়ারের মত খেলোয়াড়রা সেই উঠতি শক্তিশালী দলটি ভেঙ্গে আজ তারা পরিনত হয়েছে একটি অতি দুর্বল টিমে, এখানে ওয়েস্ট ইন্ডিজের কথা না বললেই নয় এক কালের বিশ্ব কাঁপানো ওয়েস্ট ইন্ডিজ আজ বিশ্ব ক্রিকেটে অবজ্ঞার দলে পরিনত হয়েছে কিন্তু শুধু মাত্র একটি ঘটনার কারনে, বোর্ডের সাথে টাকা নিয়ে খেলোয়াড়দের ছোট্ট একটি বিবাদ শেষ পর্যন্ত এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে তার লাগাম টেনে ধরা আর সম্ভব হয়নি।
আসলে লিখাটা একটু লম্বা করতেই হল ইচ্ছের বিরুদ্ধে, কারন আমাদের ক্রিকেট যাকে এতোদিন আমরাই লালন পালন করে বাড়িয়েছি তাকে তো বিপদে পড়তে দেখলে মুখ বুঁজে বসে থাকা যায়না। তাই বলতে চাই বিপিএল কে এবারও সফল করতে হবে, আর সেই সফলতার কারিগর আবারো হতে হবে এদেশের ক্রিকেট পাগল সাধারন মানুষকেই। কারন ক্রিকেট বিশ্ব আমাদের ক্রিকেটীয় আবেগকে সম্মান করে,সমিহ করে ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসাকে।
আসুন পথে প্রান্তরে,মাঠে,ঘাটে,পাড়া,মহল্লায়,অলিতে গলিতে,স্কুলে,কলেজে,বাসে,ট্রেনে,লঞ্চে,স্টিমারে,জাহাজে,উড়োজাহাজে,
গানে,নাচে,নাটকে,সিনেমায়,কবিতায়,গদ্যে,পদ্যে,সনেটে,কলামে,
হাস্যরসে,কার্টুনে,টকশোতে,বিজ্ঞাপনে,ক্যাম্পাসে,যাত্রাপালায়,
নাস্তার টেবিলে,চায়ের আড্ডায় বিপিএল ঝড় তুলি।
বিশ্ববাসীকে জানিয়ে দেই বাংলাদেশে এক মহোতসবের নাম বিপিএল, বিপিএল হোক বাংলাদেশে ব্র্যান্ডিং এর মূল ভিত্তি। এগিয়ে আসতে হবে সাধারন মানুষ,পেশাজীবি,সাংবাদিক,মিডিয়া,ব্যবসায়ি,কর্পোরেট প্রতিষ্ঠানসহ সবাইকে। দর্শক হয়ে আটকে যেতে হবে প্রতিটি খেলায়। কিনে নিতে হবে সব টিকেট,কাঁনায় কাঁনায় ভরিয়ে দিতে হবে পুরো স্টেডিয়াম।
বিশ্বকে জানান দিতে হবে, আর কেউ চাক বা না চাক ,দেখুক বা না দেখুক,পছন্দ করুক বা না করুক, কিন্তু এদেশের মানুষ বিপিএলকে সফল করতে পেরেছে। তাই সব ষড়যন্ত্র আর বাধা বিপত্তি টপকে যার যার অবস্থান থেকে বিপিএল কে ছড়িয়ে দিতে হবে।
আসুন আজ থেকে এক মাসের জন্য সবার ফেসবুক বা টুইটার প্রোফাইল পিকচার এ ব্যবহার করি বিপিএল লোগো,বারবার ইউটিউব ও গুগল এ সার্চ দিয়ে বিপিএল'কে এক নম্বরে রাখি খোঁজার লিস্টে”
বিশ্ব মিডিয়ায় শিরোনাম হই “বিপিএল জ্বরে আক্রান্ত বাংলাদেশের ১৬ কোটি মানুষ”
# পোস্ট রিভিশন চলছে ,বানান বা বাক্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি#
**মন্তব্য বা উপদেশ কাম্য - পত্রদূত
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
ওবায়েদুল আকবর বলেছেন: অসাধারণ লিখছেন। আপনার মত নিবেদিতপ্রান কৃকেট সাপোর্টারই আজ বড় দরকার।