| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রদূত
শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো
যে জাতির ইতিহাস হচ্ছে অধিকার ও সম্মান বাঁচানোর জন্য খালি হাতে, সশস্ত্র ও হিংস্র মিলিটারির সাথে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়া,নিজ জীবনকে তুচ্ছ করে স্বাধীনতাকে ছিনিয়ে আনা আর লাল সবুজ পতাকা এঁকে দেয়,তাদের ভয় কিসে?
বিসিবিকে আশ্বস্ত করে জানাতে চাই আমরা বাংলাদেশের তরুন প্রজম্ম দরকার হলে স্বেচ্ছা শ্রম দিয়ে বা পকেটের টাকা অনুদান হিসেবে খরচ করে আমাদের গর্বের ধন বাংলাদেশের ক্রিকেটের গৌরবকে বাঁচিয়ে রাখতে সচেষ্ট।
যদিও আমরা একটি গরিব দেশের মানুষ,নাগরিক জীবনের হাজারো সম্যার সমাধান হয়না শুধুমাত্র টাকার অভাবে কিন্তু তারপরও প্রশ্ন যখন সম্মান ও গৌরবের সেখানে এটুকু বিলাসিতাকে মুখ বুঝে ঘাড়ে নেয়ার ক্ষমতা এই নতুন প্রজম্মের আছে। সাথে সাথে ক্রিকেটতো আমাদের পন্যের বিশ্বব্যাপি ব্র্যান্ডিংও করছে সে অর্থে এটা বিলাসিতা বলাও ভুল। আবার ক্রিকেট আমাদের দেশে বিভিন্নভাবে অর্থও আনছে,কর্মসংস্থান করছে,পর্যটন শিল্পকে করছে বিকশিত,কে জানে সামনে হয়তো আরো বড় কোন সম্ভাবনার দ্বার খুলে দিবে।
বাংলাদেশের ১৬ কোটি মানুষ যদি গড়ে ১০০ টাকা অনুদান দেয় তাহলে ১৬০০ কোটি, আর যদি ১০০০ হাজার টাকা করে দেয় তাহলে ১৬,০০০ হাজার কোটি টাকা যোগান দেয়া সম্ভব। যা কিনা ২ বিলিয়ন ডলারেরও বেশী। আর এই অর্থ দিয়ে দিয়ে দুনিয়ার সেরা খেলোয়াড়,কোচ থেকে শুরু করে সেরা স্টেডিয়াম সব কিছুই কেনা সম্ভব ,দুইটা আইপিএলের মত টুর্নামেন্ট করা যায়। বিসিবিও দিতে পারবে দাঁত ভাঙ্গা উচিত জবাব বিসিসিআই,পিসিবর মত মাথা মোটা ক্রীড়া সংগঠনলোকে ।
আম্মাদের দেশে যেখানে বহু অহেতুক সভা,সেমিনার,মিছিল,মিটিং,পিকনিক,ভোজসভা,ভারতীয় বা অন্য বিদেশী শিল্পীদের গান নাচের আসর,গোল টেবিল মিটিংসহ এধরনের নান প্রকার অপ্রয়োজনীয় কর্মকান্ড করে বছরে বিভিন্ন দল,সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান হাজার হাজার কোটি টাকা বছরে অপচয় করছে,সেখানে একটিবার এসব না করে দেশের ক্রিকেটকে সাপোর্ট দেয়া তো একেবারে অকল্পনীয় কিছু হতে পারে না।
তবে লক্ষ্য রাখতে হবে অর্থ সংগ্রহ,ব্যাবহার ও ব্যাবস্থাপনা যেন হয় স্বচ্ছ থেকে স্বচ্ছতর, অর্থ সংগ্রহের সময় যেন পদ্মা সেতুর মত কোন কার্যকলাপ শুরু না হয়, এক্ষেত্রে একটি বিশেষ কমিশন গঠন করে দিতে পারে সরকার।
কিন্তু সকল সফলতার আগে চাই সত্যিকারে সদিচ্ছা,আসলে টাকা আমাদের দেশে কোন সমস্যা না,মূল সমস্যাটাই হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত সদিচ্ছার ও সততার।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
এজাজ৫৭ বলেছেন: লেখটির জন্য ধন্যবাদ। আমি আপনার সাথে একমত।