| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রদূত
শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো
অদ্ভুত চালচলন,পাগলাটে কিসিমের কথাবার্তা,বেঁফাস মন্তব্য ও অস্বাভাবিক আচরনের জন্য বরাবরই সমালোচিত ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান মূর্খমন্ত্রী মমতা বানরজি
। উনার এখন খায়েশ হইছে বাংলাদেশের মানুষকে পেয়াজ খাওয়া থেকে বঞ্চিত করবেন। কারন বাংলাদেশের মানুষ বেশী বেশী করে পেয়াজ দিয়ে কতই না সুস্বাদু খাবার বানায়,ইলিশ খায়,পেয়াজু খায়,আবার দোপিয়াজু রান্না করে।
কিন্তু কলকাতার মানুষের অর্থনৈতিক যা অবস্থা তাতে বিনা পয়সায় ঢোক গিলা ছাড়া কিছুই মিলে না। তাই মন্ত্রীসভায় তরিঘরি বিচক্ষন সিদ্ধান্ত, যে পিয়াজ বাংলাদেশের মানুষের তরকারিকে এতো সুস্বাদু করে তোলে সে পেয়াজ রপ্তানী বন্ধ !! দেখি এবার ঠেলা কেমনে খাওয়া চলে ভালো খাবার![]()
।
কিন্তু আমরা এই মাথা মোটা মহিলাকে দিবো ইলিশ থেরাপি ।
এই উম্মাদ মহিলাকে ইলিশ দিয়ে আবার গুঁতা দিতে হবে।
আজ থেকে কলকাতায় ইলিশ রপ্তানী বন্ধ করার দাবী জানাচ্ছি।
বাংলাদেশ থেকে যেন একটা ইলিশ মাছও না যায় সেখানে।
আগেরবার যখন ইলিশ রপ্তানী বন্ধ করে দেয়া হয়েছিলো তখন কলকাতার বাজারে সব মাছের দাম এমন বাড়ছিলো যে ওনাদের রাজ্য বানিজ্যমন্ত্রী পর্যন্ত কান্নাকাটি করতে হয়েছিলো বাংলাদেশ থেকে মাছ রপ্তানীর নিষেধাজ্ঞা তুলে নিতে।
এবার যতই কান্নাকাটি ![]()
![]()
করুক ওরা যেন আর্ধেকটাও না পায়।![]()
![]()
![]()
*পোস্ট রিভিশন চলছে ,বানান বা বাক্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
**মন্তব্য বা উপদেশ কাম্য - পত্রদূত
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২
পত্রদূত বলেছেন: কিসের লিঙ্ক চাইলেন ? বুঝলাম না ।
২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২
বীরেনদ্র বলেছেন: The problem here is that Onion is much more essential than Hilsha fish. Last year little or no Hilsa fish could be exported . Hilsha is becoming more dearly in Bangladesh day by day, so I am afraid that in near future we,ourselves will not have enough Hilsha for us.
So I worry about the consequences when export of both Hilsa and onion stops.Who will be affected more, we or west Bengal?
৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
রামিজের ডিপফ্রিজ বলেছেন: শুনতে খুব খারাপ লাগবে তাও বলি, এ দিকে পেঁয়াজের দাম বিগত তিন মাসে দেড়-দু গুণ করে বেড়ে গেছে কারণ নাসিকের পেঁয়াজ ফলন কম হয়েছে। এখন দেখুন, মমতাকে ভোট দেন কিন্তু পশ্চিমবাংলার মানুষ। কাজেই স্বাভাবিকভাবেই তিনি প্রথম উদ্যোগ নিয়েছেন যাতে পশ্চিমবাংলায় পেঁয়াজের সাপ্লাই ঠিক থাকে।
তবে এটা সাময়িক, আবার নতুন ব্যাচ এসে গেলেই রপ্তানি চালু হয়ে যাবে বলে মনে হয়।
বাই দ্য ওয়ে, আপনারা মমতাকে বোধহয় ঠিক ভাল চোখে দেখেন না কিন্তু ভারতের খুব কম নেতার মধ্যে উনি একজন যিনি বর্ডার বি এস এফের ঘুষ খাওয়া এবং বুলেট চালানোর প্রকাশ্যে বিরোধিতা করেন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
পত্রদূত বলেছেন: একজন বাংলাদেশী হিসেবে মমতাকে কি ভালোভাবে দেখার উপায় আছে ? উনি ওনার দেশের বা নিজ রাজ্যের জন্য কি ভালো বা মন্দ করলেন বা উনাকে কে ভোট দিল তাতে বাংলাদেশের কি কিছু আসে যায় ?
আম্মাদের প্রশ্ন তখনি উঠে যখন বাংলাদেশ কোন কারনে ক্ষতিগ্রস্থ হয়। উনাদের নিয়ে আমরা যত মাতামাতি করি উনারা কিন্তু ঠিক তার বিপরীত।
হুমায়ুন আহমেদ এর মত কালজয়ী লেখকের মৃত্যু সংবাদ দিতেও উনাদের মিডিয়ার গায়ে লাগে।
সাকিব আইপিএলে ভালো খেলে ম্যান অব দ্য ম্যাচ হলে উনারা সেই সেশনটা প্রচার থেকে বাদ দেন।
আমাদের চ্যানেলগুলো যাতে সেখানে না চলে তার সবধরনের প্রতিবন্ধকতা ইচ্ছাকৃতভাবে সৃস্টি করে রেখেছেন।
সর্বশেষ তিস্তার পানি যাতে বাংলাদেশ না পায় তার জন্য "মমতা" কোন নাটকই বাকী রাখেননি।
এরপরও কি তাদের হীনমন্যতার পরিচয় পাওয়া বাকী থাকে ?
৪|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
পত্রদূত বলেছেন:
৫|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
সিদ্ধার্থ. বলেছেন: এবার আপনারা আমাদের ইলিশ দেন নি ।আমরা চেয়ে চেয়ে রইলাম কবে আসবে বাংলাদেশের ইলিশ ...হাসিনা মুর্দাবাদ ।
এই বার মমতা আপনাদের পেয়াজ খাওয়াবে না ।মমতা মুর্দাবাদ ।
আমি, আপনি, সবাই জিন্দাবাদ ।
৬|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮
রামিজের ডিপফ্রিজ বলেছেন: হুমায়ুন আহমেদ এর মত কালজয়ী লেখকের মৃত্যু সংবাদ দিতেও উনাদের মিডিয়ার গায়ে লাগে।
সাকিব আইপিএলে ভালো খেলে ম্যান অব দ্য ম্যাচ হলে উনারা সেই সেশনটা প্রচার থেকে বাদ দেন।
হ্যাঁ, এটা ঠিকই যে হুমায়ুন আহমেদের মৃত্যুর খবর বিগ মিডিয়ায় বেশি করে আসে নি কিন্তু এটুকু জেনে নিশ্চিন্ত থাকতে পারেন যে এপারেও হুমায়ুন আহমেদের পাঠকের ও অনুরাগীর সংখ্যা কম নয়। এবং দরকারে বাংলাদেশ থেকে বই ইম্পোর্ট করিয়ে পড়েছে এরকম ভক্তের কথাও আমি প্রত্যক্ষভাবে জানি।
আর সাকিবের পারফরম্যান্স কেটে বাদ দেওয়া হয়েছে বলে আমার তো মনে পড়ে না; বরং আই পি এল ফাইনালে কে কে আরের হয়ে সাকিব যখন ব্যাট করতে নামল তখন সমস্ত মিডিয়া থেকে শুরু করে আমাদের মত সাধারণ দর্শকও তার জন্য যেভাবে দোয়া করেছে তা দেখলে বুঝতে পারতেন না যে এটা বাংলাদেশ নয় ভারত।
ওসব ছাড়ুন, রাজনীতি রাজনীতিবিদদের জন্য, কিন্তু দুই বাংলার সংস্কৃতি কোন দিনই আলাদা হবার নয়। বার্লিন ওয়াল পড়ে গেল ! কাঁটাতারের বেড়া কি তার চেয়েও শক্তিশালী?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
পত্রদূত বলেছেন: সাকিবের ব্যাপারটা আপনার মনে পড়ে কিনা সেটা জানিনা কিন্তু আমি আমার দুই দুইটা নয়ন দিয়া ডিয়ারেক্ট দেখছি "তারা নিউজে" এই ঘটনা ঘটাইছে।। বার্লিন আর বাংলাদেশ এক নয় মনে রাখবেন। বাংলাদেশ সারাজীবন বাংলাদেশই থাকবে, না বুঝি পাকিস্তান না বুঝি কলকাতা।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১
দর্পন বলেছেন: লিংক দেও