নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশী ক্রিকেটারদের ভাষা দক্ষতা :|:|:|:|

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩



মাতৃভাষা বাংলা আমাদের প্রানের ভাষা, যে ভাষার সাথে পৃথিবীর অন্য কোন ভাষার কোন তুলনা চলে না। আবার আমরাই পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার সম্মান রক্ষায় দিয়েছি প্রান,তাই দুনিয়ার অন্যান্য ভাষাগুলোর প্রতি আছে আমাদের বিশেষ সম্মান। কারন বিশ্বকে আমরাই জানিয়েছি ভাষার সম্মান আসলে কত উপড়ে।



হাঁটি হাঁটি করে বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্ব দরবার পৌঁছে গেছে। এসেছে অসংখ্য সফলতা, ভবিষ্যতে আরও অনেক সম্মান বয়ে আনবে তাতে কোন সন্দেহ থাকার কথা নয়।

কিন্তু দেখুন একজন খেলোয়াড় দুর্দান্ত খেলে যখন মান অফ দ্য ম্যাচ হয় কিন্তু মাইক্রোফোনে এসে অপ্রস্তুত হয়ে যায় ইংরেজীতে কথা বলতে পারদর্শী না হওয়ার কারনে তখন সেই খেলোয়াড়ের ব্যক্তিত্ব কিছুটা ম্লান হয়ে যায় বিশ্ববাসীর কাছে। যেহেতু আমাদের ক্রিকেটাররা আন্তর্জাতিক পর্যায়ে পৌছিয়ে গেছে সেহেতু আন্তর্জাতিক মিডিয়াকে ফেস করার দক্ষতাও তাদের অর্জন করতে হবে। এক্ষেত্রে ভারত বা শ্রীলংকার খেলোয়াড়দের কথা বলা যেতে পারে, তাদের ইংরেজী দক্ষতা তাদেরকে মিডিয়ার সামনে করে তোলে অনেক প্রানবন্ত আবার মনোবলও বাড়িয়ে । আগে পাকিস্তানী খেলোয়াড়দেরও ইংরেজীতে সমস্যা থাকলেও বর্তমানে খেলোয়াড়দের ব্যাক্তিগত চেষ্টায় তা কিছটা কাটিয়ে উঠেছে।



এক্ষেত্রে আমার প্রস্তাব হচ্ছে বিসিবি জাতীয় দলের খেলোয়াড়দের ইংরেজী শিক্ষা দিতে ও মান বাড়াতে একটি প্রোগ্রাম চালু করতে পারে যা কিনা অনুর্ধ ১৭ জাতীয়দল থেকে শুরু হতে পারে। তারা যদি একজন ইংরেজী প্রশিক্ষককে নিয়মিত হিসেবে নিয়োগ দেয় তাহলে জাতীয় দলে খেলার সম্ভাবনা আছে এমন খেলোয়াদের নিয়ে দীর্ঘিদিন কাজ করার সুযোগ পাবে ও তাদের বিভিন্নভাবে সাহায্য করতে পারবে। শুধু তাই নয় বিসিবি প্রমিত বাংলা ভাষায় কথা বলা নিয়েও ক্রিকেটারদের মধ্যে কাজ করতে পারে। এতে দেখা যাবে জাতীয় আইকন হয়ে উঠা ক্রিকেটাদের কাছ থেকে উৎসাহিত হয়ে আমাদের তরুন প্রজম্মও লাভবান হবে ভাষার ব্যবহারের দিক দিয়ে।



সাথে সাথে ব্রডকাস্টিং অপারেটরদের সাথে যেসব বাংলাদেশী ধারাভাষ্যকার কাজ করেন ওনারা যদি যেকোন প্রেস ব্রিফিং,ম্যান অফ দ্য ম্যাচ বা যে কোন পুরষ্কার গ্রহনের পূর্বে বাংলাদেশের খেলোয়াড়দের সাথে একটু আলাপ করে নেন কি প্রশ্ন করা হবে বা কিভাবে উত্তর দিতে হবে তাহলে সত্যি ভালো হত।





# পোস্ট রিভিশন চলছে ,বানান বা বাক্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি#

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

শিনজন বলেছেন: নি:সন্দেহ ভালো হতো।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

ট্যামময বলেছেন: সহমত । B:-)

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: স হ ম ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.