নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

টাইগার ভুবনে "তাসকিন"কে স্বাগতম:|:|:|:|:|:|:|:|

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮





অনেকদিন পর আবারো বাংলাদেশ ক্রিকেট টিম বলার মত একজন পেস বোলার পেলো বলে মনে হয়।

অনুর্ধ ১৯ এ খেলার সময়েই তাসকিনের পারফর্মেন্স জানান দিচ্ছিল সবাইকে তার আগামীর টাইগার হয়ে উঠার সম্ভাবনা। গতকাল চিটাগং কিংস এর হয়ে তার দুর্দান্ত বোলিংটা এবার মোটামুটি নিশ্চিত করে জানিয়ে দিলো মাশরাফির পর বাংলাদেশ আবারো একজন বলার মত জেনুইন স্ট্রাইক বোলার তৈরি করতে পেরেছে যার আছে গতি,উচ্চতা,ক্ষিপ্রতা আবার বল সুইং করানোর দক্ষতা। মাত্র ১৭ বছর বয়সে তাসকিন আহমেদ এর মেধা দেখে মনে হচ্ছে ওকে যদি একজন ভালো ফাস্ট বোলিং কোচের অধীনের আরেকটু ঘষামাজা করে কয়েকটা বছর খেলিয়ে অভিজ্ঞ করে তোলা যায় সেই হতে পারে আমাদের লাসিথ মালিঙ্গা।



কে জানে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা পেয়েও যেতে পারে তাদের গ্লেন ম্যাকগ্রা’কে এই নবাগত তাসকিনের মাঝেই।



তাসকিনের জন্য শুভ কামনা।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

চৌকশ বলেছেন: অস্ট্রেলিয়া পাঠানো উচিত, পেস বোলিং এর ট্রেনিং এর জন্য। বাংলাদেশ স্পিন নিয়ে আর কতদিন চলবে? আবার যেনো হারিয়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তাসকিন এর জন্য অনেক শুভেচ্ছা রইলো। বাঙালীর মাথাকে ক্রিকেট বিশ্বে আরো উচ্চাসনে নিয়ে যাক সে, সেই কামনাই করি।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

অন্ধ দাঁড়কাক বলেছেন: খুবি ভালো লাগছে বোলিং দেখে। আশা করি আরো ভালো করবে ভবিষ্যতে।

একটা ব্যপার, মালিন্গা আর ম্যাকগ্রা আসলে পুরোপুরি দুই ধরনের বোলার।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

এস বাসার বলেছেন: ছেলেটাকে দেখে আমারও খুব লেগেছে। আশাবাদী বাংলাদেশের পেস এট্যাকে একজন নতুন টাইগার আসছে।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩

সুখী চোর বলেছেন: বাংলাদেশ দলের জন্য একজন জেনুইন পেসার একান্ত অপরিহার্য হয়ে ইঠেছে। এ সময় এদের প্রতিভাকে আরো শানিত করার সঠিক উদ্যোগ নেয়া খুবি জরুরি।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

শূন্য পথিক বলেছেন: দেখা যাক কি হয়!

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

নিরপেক্ষ মানুষ বলেছেন: অষ্ট্রেলিয়ার প্রশিক্ষণের জন্য পাঠানো উচিত।বোলিং স্টাইলটা দারুন

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

নিরপেক্ষ মানুষ বলেছেন: চেহারা সুরুত দেখে মনেহচ্ছে পোলা নতুন লেডিথ্রব হতে যাচ্ছে ;) :P :D (বানান ভুল হতে পারে)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.