| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রদূত
শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো
কাকতালীয়ভাবে এবার সেরা দশজন ব্যাটসম্যানদেরর মধ্যে ছয়জনই বাংলাদেশী আবার সেরা দশ বোলারের ছয়জনই বাংলাদেশী। এর চাইতে বড় সাফল্য কি হতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। বিশ্বের বাঘা বাঘা খেলোয়াড়রা মাঠ চষে বেরিয়েছেন পুরো একটি মাস কিন্তু সাফল্যের দিক দিয়ে বাংলাদেশের দামাল ছেলেরা এগিয়ে।
মাত্র ২৪ ঘন্টার নোটিশে পিসিবি যখন তাদের নোংরা ছলাকলার অংশ হিসেবে খেলোয়াড় ছাড় না করার সিদ্ধান্ত জানিয়ে দেয় তখন বিপিএল নিয়ে এক গভীর শংকা জেগেছিলো সব ক্রিকেটপ্রিয় বাংলাদেশীর মনে। নানা দিধাদ্বন্দ আর আশঙ্কার দোলাচলে বিপিএল ২০১৩ ঠিকই মাঠে গড়ায় এবং পরিস্থিতিও ধীরে ধীরে আসতে থাকে বিসিবির অনুকুলে।
বিসিবি কে ধন্যবাদ দিতে হয় কারন তারা ঠিকই পিসিবি'কে দেখিয়ে দিল বাংলাদেশের ক্রিকেটের ভিত্তি কতটা মজবুত।
তাদের আরো একটা শিক্ষাও দিলো যে, ঘৃনা দিয়ে প্রাপ্তি হয় না।
বিপিএল ২০১৩ সব চাইতে বড় প্রাপ্তি আমি বলব " বাংলাদেশী খেলোয়াড়দের বিপ্লব" পাকিস্তানীদের হটিয়ে দিয়ে আমার দেশের তরুনরা সে জায়গা দখল করে নিয়েছে। আগামীতে পাকিস্তানীদের ছাড়াও বিপিএল চালানো কোন কঠিন ব্যাপার হবে না। শুধুমাত্র বাংলাদেশীরা সময়মত জ্বলে উঠায় বিপিএল ২০১৩ পেয়েছে দেশ বিদেশের লাখো ক্রিকেটপ্রেমীর অকৃত্রিম ভালোবাসা। বিসিবি চাইলেনির্দ্বিধায় ভবিষ্যতের টুর্নামেন্টগুলোতে পাকিস্তানী খেলোয়াড়দের উপড় নিষেধাজ্ঞাও জারি করতে পারে । টগবগে সাব্বির,তাসকিন,মুক্তার আলীদের সাথে সাকিব,মুশফিক,গাজি,আশরাফুল,মিলন,জিয়া,নাফিস,আনামুল,তামিম,মমিনুল ও নাসিররাই যথষ্ট এক বিপিএল সফল করার জন্য।
আর বিসিবির বড় জয় পিসিবির সাথে। পাকিস্তানীদের পাশ কাটিয়ে বিপিএল সফল সমাপ্ত হওয়ায় পিসিবি এখন সারা ক্রিকেট দুনিয়ায় অবজ্ঞার পাত্র,অন্যদিকে তাদের নিজেদের লীগ "পিএসএল"
শুরু না করতে পারার ব্যার্থতা ও বিপিএল খেলতে না দিয়ে খেলোয়াড়দের একটা বড় ধরনের আয় থেকে বঞ্চিত করায় তারা এখন ঘরে বাইরে কঠিন সমালোচনার মুখোমুখি। আবার বাংলাদেশকেও আর পাকিস্তানের মত একটি অনিরাপদ দেশে সফর করতে হচ্ছে না এটাতো রীতিমত একটা বোনাস।
আরো বড় খবর হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড স্বীকার করেছে,তারা এখন দারুন অর্থ সঙ্কটে আছে যা কিনা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে না পারলে সামনে ঘরোয়া লীগ চালানো ও খেলোয়াড়দের বেতন দেয়াই কঠিন হয়ে পড়বে।
কিন্তু বিসিবির ব্যাপারটা হয়েছে উলটা, একটা ভালো আয় হয়েছে বিপিএল থেকে তাই প্রথমশ্রেনী লীগের ফাইনাল খেলাটা গোলাপী বলে ৫ দিনের ডে-নাইট ম্যাচ করে জমজমাট করতে খরচ করছে প্রচুর টাকা, আবার উদীয়মান খেলোয়াড় যেমন শামসুর,মার্শাল আইয়ুবরা খুব সহসাই আসছে বিসিবির বেতনের আওতায়।
মানে বিপিএল ২০১৩ যেমন ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও স্থানীয় খেলোয়াড়দের অনেক সাফল্য বয়ে আনা একটি কাব্য তেমনি
অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড এর জন্য বয়ে এনেছে অনেক ব্যর্থতা আর গ্লানিতে ভরা লজ্জায় ন্যুজ ঘাঁড় মটকানো একটি দুঃস্বপ্ন যার পরিনাম মাথায় নিয়ে বয়ে বেড়াতে হবে অনেকদিন।
# পোস্ট রিভিশন চলছে ,বানান বা বাক্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি#
২|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮
কাকচক্ষু বলেছেন: পাকিস্তানীদের পাছায় লাথি।
৩|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
করুনা বলেছেন: সহমত। দেখে ভাল লাগলো
৪|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
আলমপুরের জুয়েল বলেছেন: খুবই ভাল লাগল। এদেশের ছেলেরাও যে পারফর্ম করতে পারে তার বড় প্রমান এটা। তবে বিপিএলে আমার মনে হয় আরো ভাল ভাল ফাস্ট বোলার আনা উচিত তাহলে ছেলেদের খুব লাভ হবে। আর আমাদের দেশীয় ফাস্ট বোলারের যত্ন নেয়া উচিত। যেমন তাসকিন... এ অনেক ভাল বোলার হতে পারে। তার ভালভাবে যত্ন নিতে হবে।
৫|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
আমি ব্লগার হইছি! বলেছেন: পাকিস্তানি কুকুরদের চোদার সময় নেই। শালাদের পাছায় কষে লাথি।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
তৌফিক মাসুদ বলেছেন: সহমত।