| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রদূত
শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো
কথায় কথায় বলে থাকেন
“জাতির কল্যানে প্রয়োজনে আরো রক্ত দিব”
“লাখ লাখ মানুষের জমায়েত ঘটিয়ে দেশ অচল করে দিব”
“লাখ লাখ মানুষ রক্ত দিয়ে প্রতিরোধ করতে প্রস্তুত”
আওয়ামীলীগ,বিএনপি,জামাত,হেফাজত,গনজাগরনমঞ্চ,জাপা,ডান-বাম আপনাদের বলছি,
সাভারে আজ অসংখ্য খেটে খাওয়া গরীব দুঃখী মা-বোন মৃত্যর সাথে পাঞ্জা লড়ছে।
দেশ অচল নয় কিছু জীবনকে সচল রাখতে অনেক অনেক রক্ত প্রয়োজন,
দেখি আজ কত লাখ ব্যাগ রক্ত জমা হয়
কত লাখ কর্মীকে আজ স্বেচ্ছা রক্তদানে পাঠাবেন ???
উনাদের জাহির করা সাংঠনিক ভীত বিবেচনা করলে
"প্রাথমিক হিসেবে কে কত ব্যাগ রক্ত দিতে পারেন"
১। আওয়ামীলীগ - কমপক্ষে ২০ লাখ ব্যাগ
২। বিএনপি - কমপক্ষে ১৯ লাখ ব্যাগ
৩। জাপা - কমপক্ষে১ লাখ ব্যাগ
৩। জামাত - কমপক্ষে ৫ লাখ ব্যাগ
৩। গনজাগরনমঞ্চ - কমপক্ষে ৫ লাখ ব্যাগ
৩। হেফাজত - কমপক্ষে৫ লাখ ব্যাগ
৩। ডান-বাম-অন্যান্য - কমপক্ষে ৫ লাখ ব্যাগ
সারাজীবন আপনাদের উল্টা-পাল্টা সংঘাতময় কর্মসূচীতে যেসব জনম দুঃখী মানুষ হয়েছে অসহায় বলি সেই গুষ্ঠি যদি বিলোপ হয়ে যায় আপনারা কাদের নিয়ে রাজনীতি করবেন???
আর্ত চিৎকার বা আঘাতে কি কষ্ট তা বুঝার ক্ষমতা কি আপনাদের অদৌ আছে ???
নাকি শুধু ভোট আর কর্মসূচি বুঝেন ???
রাজনীতি জীবিদের কাছে প্রশ্ন![]()
![]()
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩
পত্রদূত বলেছেন: তাহলে আমাদের জাগতে হবে
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২
সত্যান্বেষী আমি বলেছেন: তারা রক্ত ঝরাতে অভ্যস্ত, রক্ত নিতে অভ্যস্ত।রক্ত দিতে না। আপনার আহবান তাদের কানে পৌছাবে না।