নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীর সাফাই,মুরাদ জং এবং সোহেল রানা

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩





এদেশের মানুষ অতি আশা নিয়ে আপনাকে দেশের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তির পদে আসীন করেছে, অসীম ক্ষমতা আপনার, ১৬ কোটি মানুষের ভাগ্যের চাকা আপনার একটি সিদ্ধান্তে যেমন সামনের দিকে এগুতে পারে তেমনি উলটো দিকে পেছাতে পারে বহুগুন।



মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের মানুষের ভোটে দুই দুইবার প্রধানমন্ত্রী হয়েছেন, সাথে সাথে বাঙ্গালী জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা।



সাভার ট্র্যাজেডির পরমুহুর্তে কমলাপুর স্টেশনে ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে আপনার দেয়া বক্তব্য এই দেশের প্রত্যেকটি সচেতন মানুষের দৃষ্টি আকর্ষিত করেছে।

আপনি বলেছিলেন “প্রশাসনের সহায়তায় ওই ঝুকিপূর্ন দালান থেকে আগেই সব মানুষ সরিয়ে নেয়া হয়েছিলো,অল্প কিছু মানূষ আটকা পড়েছিলো যারা নিজ দায়িত্বে তাদের ব্যক্তিগত জিনিসপত্র আনতে গিয়েছিলো”




মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে অনুরোধ করব আপনি নিজেই এখন আপনার সেই বক্তব্য বিচার বিশ্লেষন করুন একজন মানুষ হিসেবে,একজন মা হিসেবে,এ্কটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার হিসেবে।



ধসে পড়া দালান থেকে সরকারী হিসেবে প্রায় ৩৯৭ জন মৃত , ২৪৫৬ জন জীবিত আহত মানূষকে উদ্ধার করা হয়েছে তাছাড়া আরো অসংখ্য লাশ ভিতরে পড়ে আছে যেগুলো উদ্ধার করা যায়নি ও কিছু মানুষ জীবিত আটকে আছে। এই পরিসংখ্যান কি সংসদে দেয়া আপনার আগের বক্তৃতার প্রতিফলন করে ??



কোন পাগল যদি আপনার বক্তব্যকে মিথ্যাচার বলে নেচে উঠে, পারবেন কি তাকে যুক্তি দিয়ে থামিয়ে দিতে ??



মিডিয়াতে দেয়া সাক্ষাতকারে প্রতিটি আহত পোশাককর্মী জানিয়েছে দুর্যোগ মুহুর্তে সবাই পুরোদমে কাজে মগ্ন ছিলো,ফ্লোরগুলো কর্মস্পৃহায় ভরা পোশাক শ্রমিকে ছিলো টইটুম্বুর,তাহলে ওরা সবাই কি মিথ্যা বলছে নাকি এইসব ৫/৬ হাজার মানুষের সবাই তখন সেই মৃতূপুরীতে গিয়েছিলো ভুলে ফেলে আসা লোটা আনতে ?



এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যপারটি আনতে আমি কুন্ঠা বোধ করছি, কারন ওনার কথা বলে অযথা সময় নষ্ট করাটা বোকামী ছাড়া আর কিছু না।



অন্যদিকে আজ প্রথম আলো পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে সাভার এলাকার এমপি মুরাদ জং নাকি সোহেল রানার হদিস জানে।



মাননীয় প্রধানমন্ত্রী, আপনিই এই সোহেল রানাকে গ্রেফতার করার জন্য কঠোর নির্দেশ দিয়েছিলেন তাহলে দেখুন কারা আপনার সেই নির্দেশকে পাশ কাটানোর সুযোগ করে দিচ্ছে।



ইতিমধ্যে পত্রপত্রিকায় সোহেল রানার সাথে এমপি মুরাদ জং এর অনেক অন্তরঙ্গ ছবি ছাপা হয়েছে যা স্পষ্টই প্রমান করে সোহেল রানা এমপি মুরাদ জং এর অনেক ঘনিষ্ঠ একজন ব্যক্তি বা বন্ধু। সোহেল রানার হদিস পেতে পুলিশ ইতিমধ্যে তার বন্ধুর স্ত্রী,চাচাতো বোন ও ফুফা এই প্রকারের কয়েকজনকে গ্রেফতার করেছে।



মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত সম্পর্কের কারনে সোহেল রানার আরেক বন্ধুর স্ত্রী যদি গ্রেফতার হতে পারে তবে ব্যক্তিগত সখ্যতার কারনে বন্ধু হিসেবে এমপি মুরাদ জং’কে কেন গ্রেফতার করা যাবে না ??হয়তো এমপি মুরাদ জং দিতে পারবে অনেক তথ্য বা অনুসন্ধান। এমপি হলেই কি কেই আইনের উর্ধেব চলে যায় ? কিন্তু ওনাদের তো সংসদ সদস্য এই সাধারন জনগনই ভোট দিয়ে বানিয়েছে,যে লোকগুলো ৩০০ জন পার্লামেন্ট সদস্য বানাতে পারে,আজ সেই সাধারন জনগনের স্বার্থে যদি একজন পার্লামেন্ট সদস্য গ্রেফতার করতে হয়,তাহলে কি কারো জাত যাবে ??



পরিশেষে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশের ১৬ কোটি মানুষের প্রধানমন্ত্রী কোন ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের নন, এই দেশের আপামর জনসাধারনের মনের কথাটি আপনাকে বুঝতে হবে।





# পোস্ট রিভিশন চলছে ,বানান বা বাক্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি#

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪

মৃধা জুয়েল বলেছেন: ধন্যবাদ আপনার লেখার জন্য। তবে লেখার সাথে মাননীয় প্রধানমন্ত্রী যে সংসদে বক্তৃতা দিয়েছেণ তার লিংক উল্লেখ করলে ভাল হত। নতুবা অনেকে অনেক মন্তব্য করতে পারে।

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

পত্রদূত বলেছেন: আপনাকে ধন্যবাদ, লিঙ্ক দিতে চেষ্টা করব।

২| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭

পত্রদূত বলেছেন: //সংশোধনী //
বক্তৃতাটি ছিলো কমলাপুর স্টেশনে ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে
Click This Link

৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮

শফিক১৯৪৮ বলেছেন: এধরণের উক্তি কেবল আম্লীগের প্র.মন্ত্রী আর তার স্বরাস্ট্রমন্ত্রীরাই করেন। অর্ধসহস্র মানুষ মারা গেল আর তিনি বলেন সব লোক সরিয়ে এনেছিলেন??

৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৭

জাহাঙ্গীর জান বলেছেন: বঙ্গবন্ধুর কন্যা হিসাবে প্রধানমন্ত্রীকে মন্দের ভালো হিসাবে পছন্দ করি । কিন্তু আওমী লীগ ছাপট করিনা, প্রধানমন্ত্রীকে সঠিক তত্ত্ব দেওয়া হয়না অন্য দিকে আসে পাশে সব দালাল ।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯

অনেকের মধ্যে একজন বলেছেন: শফিক১৯৪৮ বলেছেন: এধরণের উক্তি কেবল আম্লীগের প্র.মন্ত্রী আর তার স্বরাস্ট্রমন্ত্রীরাই করেন। অর্ধসহস্র মানুষ মারা গেল আর তিনি বলেন সব লোক সরিয়ে এনেছিলেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.