নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

রানা'র গ্রেফতার পরবর্তী দৃশ্যাবলী !! যা কিছু ঘটতে পারে !!

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭





ব্যাপক মিডিয়া কভারেজ এর মধ্যে রানা'কে আদালতে হাজির করা হতে পারে,সরকারী পক্ষের আইনজীবি ১৫ দিনের রিমান্ডের আবেদন করলে হয়তো মাননীয় আদালত ৭ বা ১০ দিনের রিমান্ড মঞ্জুর করবেন। ব্যস "রানা " অধ্যায়ের আপাত সমাপ্তি।



সে চলে যাবে লোক চক্ষুর অন্তরালে,কি হচ্ছে কি জিজ্ঞেস করা হচ্ছে সব কিছুই আবছা হয়ে আসবে,খবরগুলো ছোট হতে হতে একেবারে তলানিতে গিয়ে ঠেকবে।



অন্যদিকে "সোহেল রানা" হয়তো কারাগারে বসে বসে আরামে খাবেন সাগর কলা,পাঊরুটি আর এক কাপ গরম চা দিয়ে দিয়ে সকালের নাশতা,দুপুরে মুরগীর রান,বেগুন ভাঁজা ও কই মাছের ঝোল,রাতে পাবেন বাচ্চা কবুতরের ঝোল ,গরু্র ভুনা মাংস,মাশরুম স্যুপ,চিকন চালের সাদা ভাত ,দুইটা আপেল ও এক গ্লাস খাঁটি দুধ। সাথে সাথে কারাগারে বসে দেদারসে নিজের কারবার চালিয়ে যাবেন।



তার কিছুদিন পর জামিন পাবেন, যা কিনা পত্রিকাগুলোতে ফলাও করে ছাপা হবে টকশগুলোতে আলোচনার বিষয়ও হবে, কিন্তু নতুন কোন বড় ঘটনা জায়গা করে নিবে মিডিয়াগুলোতে-আলোচনায় বা টক-শো'তে। আস্তে আস্তে ভুলে যাবো সবাই "রানা প্লাজা " এক বিশাল ট্র্যাজেডির নাম ।



রানা'ও ফিরে যাবে নিজ ব্যবসায় নতুন নামে নতুন দালানে, হতে পারে "রানা হাইটস " বা আরো শ্রুতিমধুর কোন নাম তার। এর ফাঁকেই একদিন পেয়ে যাবে বেকসুর খালাস,সে খবর সাধারন মানুষ কেউ জানবে আবার কেউ জানবে না।



রানা'র বিচার চান ??



রানার আছে কাড়ি কাড়ি টাকা।



আপনার আমার কি আছে ??




পুর্বপুরুষরা কি এমনিতেই বলে গেছেন, টাকা হলে বাঘের চোখও কেনা যায় ??



শুধু বাঘের চোখ নয় সোহেল রানারা চাইলে কি না পারে কিনতে??



আশা করি আমার এই ধারনা যেন ভুল প্রমানিত হয় ।







# পোস্ট রিভিশন চলছে ,বানান বা বাক্যে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি#

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: এতক্ষণ ত গ্র্রেফতারই হয় না..................কত কথা..........এখন আরো কথা........কথা হচ্ছে লতা শেষ নাই............সময় লাগবে........হঠাৎ করে সব করা যায় না

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯

পত্রদূত বলেছেন: কথার শেষ কোন কালেই ছিলো না।

২| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৭

লিন্‌কিন পার্ক বলেছেন:

বেশি বোঝা ঠিক নাহ

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০

পত্রদূত বলেছেন: ঠিক বলেছেন,এটা সবার জন্য প্রযোজ্য আপনার জন্যও।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৭

হাসান কালবৈশাখী বলেছেন: ক্ষমতার জোরে অনেকেই অনেক কিছু করে আর বেমালুম ভুলে যায় ইতিহাসের শিক্ষা যে, ‘ক্ষমতা চিরকাল থাকেনা’!

২০০৫ সালে সাভার জামগড়ার স্পেকট্রাম গার্মেন্টস ধসে মাত্র ৮১ জনের লাশ উদ্ধার করতে পেরেছিল। মারা গেছিল কমপক্ষে ১০০০। সাধারন মানুষকে তো দুরের কথা সাংবাদিকও যেতে দেয়া হয় নাই,

টিভি মিডিয়া নিয়ন্ত্রিত ভাবে গেছিল মাত্র ৩ টা NTV, Channel I ও ATN। এদের বেশী কাভার করতে দেয়া হয় নাই। এরা দুইদিন দায়সারা রিপোর্ট করে শেষ।

স্পেকট্রাম গার্মেন্টসের BNP সমর্থক দাড়ীওয়ালা মালিককে গ্রেফতারের কোন দাবি উঠেনাই ভয়ে। পত্রীকায় দাবি উঠলেও কোন লাভ হয় নাই।
মানুষ অল্প কয়েক বছরেই বেমালুম ভুলে যায় ইতিহাসের শিক্ষা!

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১

পত্রদূত বলেছেন: ইতিহাস কাঊকে ক্ষমা করবে না হোক সেটা আওয়ামীলীগ বা বিএনপি।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১

শফিক১৯৪৮ বলেছেন: এত বড় মানব সৃস্ট বিপর্যয় নিউক্লিয়ার এটাক আর ২য় বিশ্বযুদ্ধ ছাড়া এশিয়ায় আর হয়নি মনে হয় সেইটাই আম্লীগ করে দেখাল!

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫

পত্রদূত বলেছেন: কোন রাজনৈতিক দল'কে দায়ী করার কারন দেখি না তবে এটা জাতির জন্য লজ্জাকর এক অধ্যায় ।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪

নিজাম বলেছেন: ঠিক বলেছেন।

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

পত্রদূত বলেছেন: ধন্যবাদ

৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

ছাসা ডোনার বলেছেন: আসলে ভাই ঠিক কথা টাকা আর পার্টির সাপোর্টই সকল ক্ষমতার উৎস্য।

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

পত্রদূত বলেছেন: ঠিক

৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

জাতির চাচা বলেছেন: তিনি যে কয়দিন ইচ্ছা পোষন করবেন স্বাধীন বিচারক সে কয়দিন রিমান্ড দিবেন।সেখানে সব ফুর্তির ব্যাবস্থাই থাকবে তার জন্য। তারপর কারাগারে।তিনি যে কয়দিন চাইবেন সে কয়দিন জেল হবে।জেলে সে সব সুবিধাই পাবে।তারপর কোন এক বিজয় দিবস উপলক্ষ্যে তাকে মুক্তি দেয়া হবে।

২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

পত্রদূত বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

পেন্সিল চোর বলেছেন: আপনার কথার সাথে সহমত। আমাদের দেশে এইগুলো অনেক আগে থেকেই চলে আসছে। তাই আমাদের বিশ্বাস আইন রক্ষাকারী বাহিনী আর আদালত থেকে উঠে গেছে কারন এইসবকে সরকার চালায়। যদি আপনি আমেরিকার একজন নাগরিক হতেন তাহলে হয়তো এতো খোব প্রকাশ করতেন না। কারন ওই দেশগুলো জনগনের কথা আগে শুনে। যেটা আমাদের দেশে নেই। কয়েকদিন পর সবাই ভুলে যাবো। হয়তো বছরের এইদিনে মিডিয়ার কল্যাণে তাদের সরণও করবো এছাড়া আর কিছুই করতে পারবো না কারন সাধারন জনগন আমরা X( X(

৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

পত্রদূত বলেছেন: আপনি পেন্সিল চোর হলেও কথা ঠিক বলেছেন :)

১০| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩২

জাহাজ ব্যাপারী বলেছেন: “রানার আছে কাড়ি কাড়ি টাকা। আপনার আমার কি আছে ?? পুর্বপুরুষরা কি এমনিতেই বলে গেছেন, টাকা হলে বাঘের চোখও কেনা যায় ??"

টাকা দিয়ে জায়গামতো সিস্টেম করে ম্যানেজ করেই তৈরী হয়েছে আজকের ‘রানা’।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.