নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পত্রদূত - কট্টর বাংলাদেশপন্থীর কথা

.............।

পত্রদূত

শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো

পত্রদূত › বিস্তারিত পোস্টঃ

"ঘ্যাচাং ঘ্যাচাং" কর্পোরেট দৈত্যগুলো "কাছে ছিলো না" /:)

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০





একটু কথা বললেই "ঘ্যাচাং ঘ্যাচাং" কলরেট কেটে নিতে ওদের আছে হাজার কোটি টাকার বিনিয়োগ।



দিন রাত ২৪ ঘন্টা প্রায় অর্ধশত টিভি চ্যানেলে লুংগি,সাবান,পিভসি ফিটিংস,ফার্নিচার,টর্চলাইট,রিয়েল এস্টেট,ব্যাংক,বীমা,কোমল পানীয়,স্নো-ক্রীম,প্রসাধন সামগ্রী থেকে শুরু করে জম্মনিয়ন্ত্রন পিল কত কত বিজ্ঞাপনের ঝাঁঝে ঘাঁড় নুইয়ে আসে। বিজ্ঞাপনের ডামাডোলে মুল অনুষ্ঠানের দৈর্ঘ্য ছোট থেকে হয়ে যাচ্ছে আরো ছোট।



হাজার কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে সারাক্ষন টিভি দর্শকের সাথে থাকে এইসব কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। শুধু পাশে থাকে না মানুষের বিপদে "যেমন ছিলোনা সাভারে"



কিন্তু ওদের একদিনের একটি ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনের টাকা দিয়ে কি না করা যেত সাভারে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য।



হাতে গোনা দু'একটা ছাড়া এই দেশের বেশীরভাগ কর্পোরেট দৈত্যগুলোকে দেখা যায়নি আর্ত মানবতার সেবায় এগিয়ে আসতে।



আবার অনেক ব্যতিক্রমও আছে যেমন " এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল" ও আরো অনেকে, যারা সত্যিই "মানুষের কাছে থাকে" "দিন বদলে কাজ করে"

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫

রোদের ক্রোধ বলেছেন: ++++

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮

টেকনিসিয়ান বলেছেন: শেয়ার বাজার লুন্ঠনকারী বেক্সিমো লিঃ কে আশে-পাশে কেউ দেখেনি :(

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

এম এম কামাল ৭৭ বলেছেন: এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কে জাতীয় পর্যায়ে সীকৃতি ও সম্মাননা দেওয়া হোক। ভাল কাজে যেন সবাই তাদের মত উৎসাহিত হতে পারে।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

জাহাজ ব্যাপারী বলেছেন: বেক্সিমো ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে হেভী মেশিনারী আসলে উদ্ধার তৎপরতায় বেশ কাজে লাগতো।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩

জাহাজ ব্যাপারী বলেছেন: বেক্সিমো ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে হেভী মেশিনারী আসলে উদ্ধার তৎপরতায় বেশ কাজে লাগতো।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

জাহাজ ব্যাপারী বলেছেন: বেক্সিমো ইকুইপমেন্ট পার্ক থেকে হেভী মেশিনারী আসলে উদ্ধার তৎপরতায় বেশ কাজে লাগতো।

৭| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: সত্যকথন.....+++

৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০

আরিফ আহমেদ বলেছেন: Click This Link ঘ্যাচাং করে কেটে ফেলুন ইন্টারনেট খরচ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.