| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রদূত
শুধু ভাবতাম কবে বড় হব এখন বুঝি ছোট্ট বেলার ভাঙ্গা খেলনাগুলো অনেক বেশী ভালো ছিলো
"নিজের জীবনের ঝুঁকি নিয়ে ধ্বংসস্তুপে আটকে থাকা শাহানা'কে বাঁচাতে ঝাপিয়ে পড়েছিলেন,অন্যের জীবন বাঁচাতে রেখেছিলেন নিজের জীবন বাজী। সেই অকুতোভয় যোদ্ধা আজ আগুন ঝলসানো শরীরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন "
সিঙ্গাপুর নেয়া হচ্ছে
সাভারের উদ্ধার অভিযানে অগ্নিদগ্ধ স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মী এজাজ উদ্দিন কায়কোবাদের চিকিৎসার সব ব্যয়ভার সরকার বহন করবে।
সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে গার্মেন্টকর্মী শাহীনা আক্তারকে উদ্ধার করতে গিয়ে মারাত্মক অগ্নিদগ্ধ এজাজকে মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে দেখতে গিয়ে এ কথা বলেন শেখ হাসিনা।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মী এজাজকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে।
রোববার রাতে রানা প্লাজার ধ্বংসস্তূপের উপর থেকে সুরঙ্গ কেটে নেমে শাহীনাকে উদ্ধারের সময় আগুন লাগলে অগ্নিদগ্ধ হন এজাজ। পরের দিন শাহীনা মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এজাজকে সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার খরচ হিসাবে শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর স্বাস্থ্য অধিদপ্তরকে ৩৫ লাখ টাকা দেন।
এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আহত আরও চারজনের চিকিৎসারও খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।
Click This Link
Click This Link
দোয়া করি পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুন এজাজ ভাই
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:২১
পত্রদূত বলেছেন: ইনশাল্লাহ
২|
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:২০
খাটাস বলেছেন: আমরাও দোয়া করছি মহান আল্লাহ যেন তাকে সুস্থ করে অচিরেই আমাদের মাঝে ফিরিয়ে আনেন।
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:২১
পত্রদূত বলেছেন: আমীন
৩|
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:২১
সৌমেন্দ্র বলেছেন: এজাজ ভাই আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুন এই প্রাথনাই করি
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:২১
পত্রদূত বলেছেন: সে আশাই করি
৪|
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:২১
শ্রাবণধারা বলেছেন: এজাজ ভাইয়ের জন্য অনেক শ্রদ্ধা আর দোয়...। তিনি যেন শীঘ্র সুস্থ হয়ে ফিরে আসেন...।
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:২২
পত্রদূত বলেছেন: সে আশাই করি
৫|
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:৩১
মিজান আব্দুর রশিদ বলেছেন: Mohan Allah jeno unake oti druto sustho kore tolen sei doai kori.
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:৩৫
পত্রদূত বলেছেন: আমীন
৬|
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:৪১
এ সামাদ বলেছেন: তিনি আবার সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এই দোয়া করি।
৭|
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:৪৬
বাংলাদেশী দালাল বলেছেন:
তিনি আবার সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এই দোয়া করি।
৮|
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:৫৯
নস্টালজিক বলেছেন: রাব্বুল আলামিন সর্বশক্তিমান আল্লাহতায়ালায় কাছে এজাজ ভাই এর সুস্থতা প্রার্থণা করি!
৯|
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
আবদুল্লাহ ১৩ হোসেন বলেছেন: এজাজ ভাই আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুন সর্বশক্তিমান আল্লাহতায়ালার কাছে এই প্রার্থনা, এরাই আমাদের দেশের আসল বীর। এদের মত সকল মানুষকে সবার কাছে পরিচয় করে দেওয়া উচিৎ।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:১২
ড.েমাহাম্মদ অাতীকু রহমান বলেছেন: আমরাও দোয়া করছি মহান আল্লাহ যেন তাকে সুস্থ করে অচিরেই আমাদের মাঝে ফিরিয়ে আনেন।