![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি আমি অন্ধ চোখে জগতটাকে
নাগরিক প্রেম ও দুখ বিলাস
আকাশের দিকে তাকিয়ে নিজের অস্তিত্বের কথা চিন্তা করি,
বাতাসে ভবিষ্যত শুনি, তোমার মুখোপানে চেয়ে নিজেকে খুজি
তোমার মাঝে খুজে ফিরি নিজেকে, খুজে ফিরি সময়ের পথে তোমার স্পর্শ।
ভরা সন্ধ্যায় ঝরা পালকের ন্যায় পড়ে থাকি পথের শেষে
আকাশের বুকে নীল দেখিনা, দেখি কাল মেঘের খেলা,
বহমান নদী স্পর্শে হারিয়ে নিজেকে খোজে আমি বসে রয়।
দুফোটা অশ্রু মিলিয়ে যায় দিগন্তের আলোক রেখা ধর,
রাতের আধাঁরি আমাকে আশ্রয় দেয় আমি আবার হেটে চলি গন্তব্যে,
অনন্ত সে পথ তবু হেটে চলি হেটে চলি হেটে চলি ।
এবেলা সেবেলা সারাবেলা তোমার নিয়ন্ত্রণ আমি বসে রয়
উপভোগ করি রং রুপ আর কিছু মেকি আশা,
জীবন সে নিয়ম মেনে চলার না, সে চলে তার মত করে
সন্ধ্যা নামে সন্ধ্যা যায় আলো আর আসে না আমি থাকি একা।
মোমের আলো নিভু নিভু করে ভাংগে অন্ধকারের নিস্তব্ধতা
ঝি ঝি পোকা জানিয়ে দেয় তাদের ও আছে অনুভূতি আমি দেখে যায়।
এক জীব হেটে চলেছে অনন্ত পথ অনুভুতি শুন্য এক হৃদয়
ভাল্বাসার তীব্রতায় ছুটে চলে লোক লোকান্তরে ।
ভিতর বাহির দুই অন্তর ,অন্তরাত্মা সে বড় অভিমানী.
রাতের নিস্তব্ধতা ফিরে ফিরে বলে আমারও আছে কিছু ভালবাসা
চলি আপন মনে অন্ধকারকে সাথে নিয়ে।
ফুলের তীব্র ঘ্রান এখন ইন্দ্রিয়কে স্পর্শ করে না,
ও এক বোধহীন জীব মাত্র, দেখে যাওয়া যার ধর্ম
তার কি সাজে ছুয়ে দেখা বা গন্ধ নেওয়া বা ভালবাসার রঙ খোজা?
খুজে ফেরা ভালবাসার সন্ধানে বয়ে চলে সময়,
শুধু মরে যায় অন্তরাত্মা এ এক নির্মম ভালবাসা
যেন ঝরে যাওয়া শিউলি ফুল বা নালার পদ্ম বা অযত্নে বেড়ে ওঠা গোলাপ
যার রুপ আছে , রঙ আছে গন্ধ আছে তবুও অপাংক্তেয়
নাগরিক প্রেম আর দুঃখ বিলাস কে সাথি করে
হেটে চলি মহাকালের পথে, হেটে চলি অন্ধকারের পথে,
সাথে মনের গহীনে এক বুক কষ্টের গীত
সময় বয়ে চলে আমি হেটে চলি তোমার পানে।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৮
৭ ১ নিশান বলেছেন: যারা নিয়মিত কবিতা লেখেন বা গল্প লেখেন তারা তারা মিলে কি একটা আড্ডা জমাতে পারি?
০১৭১৭ ৪১০ ৪৮৪ নিশান হাসান