![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি আমি অন্ধ চোখে জগতটাকে
বুনো শকুন বার বার সামনে এসে দাড়ায়
অন্ধকারের আদিম শয়তান খেলা করে সূর্যালোকে
যোনীর গন্ধে মাতাল হায়েনারা হিংস্র
বৈশাখের তপ্ত আগুনে কামনার আগুনে উত্তপ্ত হায়েনারা
ঝাপিয়ে কাপিয়ে ছিড়ে রক্তাক্ত করে নারীত্ব।
কি মা, কি বোন, কি বউ কি আত্মীয়?
নারী যৌন কামনার বস্তু, নারী মানে যে যোনী
চোখ বন্ধ করে কানে মোম ঠেসে, হাতে হাতকড়া আমাদের
নপুংসক বা হিজড়ার মত চেয়ে থাকি বা উপভোগ করি
প্রত্রিকার পাতায় আওয়াজ তোলা ভদ্রলোকের জাতি
লজ্জায় মাথা নত, আমিও যে ওই নপুংসকদের একজন
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
ব্লগার ফাহিম বলেছেন: চমৎকার বলেছেন