![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি আমি অন্ধ চোখে জগতটাকে
রাত প্রায় ৩ টা বা কিছু বেশী রুমের ভিতর একগাদা মানুষ গুচ্ছ গুচ্ছ আকারে সবাই বসে আছে কথা বলে চলেছে জ্ঞানী আর সুর্য মাঝে মধ্যে হারমনি ও ফাটা ঢোলের শব্দ। চিন্তন কর্ম চলছে সবাই ব্যস্ত চিন্তার আগুনে ঘি ঢালতে
আমরা মানুষেরা যখন প্রেম করি বা কাউকে পটাতে চেষ্টা করি তখন কেবল নিজেদের ভাল দিকটা প্রকাশ করি, ভুলেও নিজেদের ভিতরের কালো অন্ধকার কে সামনে আসতে দিই না বলতে পারিস যখন ছেলে-মেয়েরা প্রেমের সময় নিজেদের মেকি চরিত্র নিয়ে একে অপরের সাথে প্রেম করে।
পরে মেয়েটা যখন দেখবে ছেলেটা মহিষাশুরের ন্যায় নাক ঢাকছে কিংবা অন্য মেয়ে দেখে ফুচকি মারছে বা ছেলেটা দেখবে মেয়েটা সারাদিন লোক জনের খুত ধরে বেড়াচ্ছে কিংবা মোবাইলে অজানা মিসকল এলে খুব আগ্রহ দেখাচ্ছে তখনি শুরু হয় যন্ত্রনা কেউ কাউকে ছেড়ে যেতে পারেনা কিন্তু ভিওরে ভিওরে পুড়ে কয়লা হতে থাকবে। এতক্ষন জ্ঞানী খুব মন দিয়ে শুনছিল সূর্যের কথা, সূর্যের কথা শেষ হতেই বলল তাহলে পৃথিবীতে প্রেম ভালবাসা রোমান্সের কোন দরকার নেই? মানুষ হবে সব তোর মত যারা দিন রাত চরে বেড়াবে আর সিদ্ধি খেয়ে চিন্তায় বসে যাবে। সূর্য কিছু না বলে একটা সিদ্ধির হাতে নিয়ে বলল আজ থেকে আর এটা ভাগ করে খেতে হবে না বলে কষে টান দিতে দিতে সবার দিকে তাকালো।
বাইরে দারুন বর্ষা শো শো করে বাতাস মাঝে মাঝে আলোর ঝলকানি। পরিবেশটা চিন্তনের জন্য খুব দারুন। জ্ঞানী আধবোজা চোখে সবার দিকে তাকিয়ে খিক খিক করে হেসে বলল প্রেম আর যৌনতা ছিল বলেই না পৃথিবীর লোক সংখ্যা ২ জন থেকে প্রায় ৬০০ কোটি। কারো মুখে কোন কথা নেই সূর্য বলল ভুল আর বিভ্রান্তির কারনে আদি পিতা আর মাতা শাস্তি স্বরুপ পৃথিবীতে এসেছিল তাই আমাদের উচিত হবে নতুন করে কোন ভুল না করা কেননা শয়তান সব সম্য মেয়েদের কাছে আগে যায়।
একথা বলে জলন্ত সিগারেট হাতে করে ভিজতে বাইরে চলে গেল সবাই ওর আজগুবি স্বভাব জানে বলেই কিছু বলল না। শরীরে প্রচন্ড জ্বর বাধিয়ে বলবে pain is the outcome of sin এই রকম টাইপের একজন মানুষ সূর্য। অর সকাল হল বিকালে ৪ টাই। ঘুম থেকে বের হয়ে দেওয়ালে ঝুলিয়ে রাখা সারাদিনের কাজের তালিকা দেখে বাইরে বের হয়ে তাজ্জব হয়ে গেল যা কখনো আশা করেনি সেটাই ঘটে গেল।
ক্যাম্পাসের মাঠের কাছে আসতেই দেখে তানিশা এক গুচ্ছ ভেজা কদম ফুল নিয়ে দাঁড়িয়ে আছে ওর বুকের ভিতর ছ্যাত করে উঠল নানা প্রশ্ন উকি দিতে লাগল ওর মনে তানিশাকে কে ফুল দিল? তানিশা কি কারো প্রেমে পড়েছে কিনা? এই সব আর কি। তানিশা ওকে দেখে মুচকি মুচকি হাসতে লাগল। ও বসে পড়ল দেখবে কে তানিশার সাথে বের হয়, কিন্তু ঘন্টাখানেক পর যখন কেউ এল না তখন বলল কি ব্যাপার তানিশা তুমি এখানে ফুল নিয়ে
চলবে..............................
©somewhere in net ltd.