নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে কিছু বলা যাবে না। আমার মূল্যায়ন হবে আমার লেখায় আর তা করবে আমার চারপাশের মানুষ

৭ ১ নিশান

দেখি আমি অন্ধ চোখে জগতটাকে

৭ ১ নিশান › বিস্তারিত পোস্টঃ

সভ্যতার সংকটঃ সানি লিওনের বাংলাদেশে আসা প্রসংগ

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩১

আজ আমরা লোক লজ্জা মান সন্মান সব কিছু ভুলে আজ এমন এক মাহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি যে দেশের মানুষের মনোরঞ্জনের জন্য ইন্টারন্যাশনাল পতিতা ভাড়া করে এনে মাঠ গরম করার করার চেষ্টায় আছি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেলিব্রেটি ক্রিকেট লীগ। লাভ অব ক্রিকেট (এলওসি) শিরোনামের এ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবেন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শোবিজ এবং ক্রিকেট অঙ্গনের তারকারা। আর সেই সূত্র ধরেই নাকি বাংলাদেশে আসার পায়তারা করছে ক্লাস ওয়ান গণিকা সানি লিয়ন।

ব্যাপারটা আমাদের জন্য জাতীয় লজ্জার। ভারতের মানুষের লজ্জা-মান-ইজ্জত না থাকতে পারে আমাদের দেশের মানুষের নিশ্চয় আছে। ভারতের মানুষের এমন কি নামী দামী সেলিব্রেটি যারা বলিউড কাপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে তাদের ও বিন্দুমাত্র লজ্জা বা মূল্যবোধ নেই। শাহরুখ, অমিতাভ এর মত তারকারাও আজকাল সানি লিওনের সাথে এক মঞ্চে উঠতে পারলে মনে হয় নিজেদের ধন্য বলে মনে করে। করবে না কেন? ঘরের ঘুপচির মধ্যে বসে যে সানির উন্মত্ত কামলীলা দেখে শান্তি করে সেই সানিকে এখন ছুয়ে দেখা যাবে তো হোক না সে ক্লাস ওয়ান গণিকা। :>

আর আমাদের দেশেও সানি লিওনের ভক্তের অভাব নেই। আমাদের শিল্প সাহিত্য সভ্যতা ভারতের থেকে অনেক বেশী সমৃদ্ধ। কবি, সাহিত্যি্ক, শিল্পীর অভাব কোন কালেই কম ছিলনা আমাদের এখনো নেই। আমাদের দেশেই জন্ম নিয়েছে সুফিয়া কামাল, জাহানারা ইমাম, বেগম রোকেয়া, ইলা মিত্র, প্রীতিলতা, কামিনী রায়, চন্দ্রাবতী সহ গুনবতী ও মহীয়সী নারীরা। যারা নিজ নিজ কর্মের দ্বারা নারী সমাজকে জ্ঞানে মানে এগিয়ে নিয়েছেন যুগের থেকে বেশী। অতীতের দিকে তাকিয়ে লজ্জায় মাথা হেট হয়ে যায় যখন দেখি একজন পতিতা বাংলাদেশে আসার পায়তারা করছে তার কাম কসরত দেখাতে ।

যদি নূন্যতম বোধ বুদ্ধি থেকে থাকে তাহলে আমাদের উচিত এই পর্ন সম্রাজ্ঞীকে বাংলাদেশে বর্জন করা। অনেককে দ্বিমত পোষন করে বতে পারেন মেয়েটা যৌন পেশা ছেড়ে ভাল হতে চাচ্ছে আর আমি মৌলবাদী ধ্যান ধারনা নিয়ে বসে আছি। হ্যা আমি মৌলবাদী আমার নিজের দেশের সভ্যতা ও ধর্মের কাছে। সানি ভারতে এসে কোন মহীয়সী চরিত্রে অভিনয় করেনি, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে আর সানি এখনো সেই যৌন উত্তেজক দৃশ্যেই কাজ করে চলেছে। আর ভারতের নায়িকাদেরকে ন্যাংটা করে সিনেমায় নামবার পশিক্ষন দিতেই সানিকে নিয়ে এসেছে প্রযোজক পরিচালকরা। যদি মিথ্যা হয়ে থাকে তাহলে মুভির ট্রেন্ড দেখলেই বোঝা যায় যে, সানি লিওন আসার পর থেকে হিন্দি সিনেমা আরো বেশী যৌনতা নির্ভর হয়ে গেছে।

অন্তত বিবেকবান মানুষের উচিত এই পর্ন স্টারকে বাংলাদেশে আনার কোন প্রক্রিয়া যদি হয়ে থাকে তাহলে ধিক্কার জানানো।
সানি লিওনের দরকার নেই এদেশে পারলে টাকা দিয়ে দেশী মেয়েদের পুনর্বাসন এর ব্যবস্থা করুন।

কেননা নাগরিকদের ভুল করা থেকে বিরত রাখা রাষ্ট্রের দায়িত্ব না কিন্তু রাষ্ট্রকে ভুল করা থেকে বিরত রাখা নাগরিকদের দায়িত্ব।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৭

আলী আকবার লিটন বলেছেন: ১০০% রাইট বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.