![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিন পা ওয়ালা সবার শালা
লোকটা কে আর ? রিক্সাওয়ালা।
ক্ষুদার জালায় রিক্সা চালায়
নিয়ম কি আর জানে ?
যে সব লোকে সবই জানে
সে কিছুই না সে মানে ।
বড় বাবু চার পা নিয়ে
ঠোটের কোণায় হাসি
রাস্তা দিয়ে যায় চালিয়ে
বাজিয়ে পি-পি বাসি ।
বাইক ওয়ালা ভাই সুযোগ নিয়ে
ফাকে ফাকে যায় পালিয়ে
না মানে সে নিয়ম
ট্রাফিকদেরকে মনে করে
নিজের বাড়ির পিয়ন
সব মিলিয়ে সকল বেলা
লাঞ্চিত হয় রিক্সাওয়ালা ।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:২৮
বোকামন বলেছেন:
ক্ষুদার জালায় রিক্সা চালায়
নিয়ম কি আর জানে ?