নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন-খান

আমি মামুন খান

মামুন-খান › বিস্তারিত পোস্টঃ

সেলফী সমাচার :P

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪



টেকনোলজির হাজার হাজার নতুন নতুন আবিস্কার মানুষের জীবন যাত্রাকে সহজ করেছে আর করেছে অত্যাধুনিক, সেই অধুনিকতায় আমিও তালে তাল মিলাতে চেষ্টা করি, অন্য সকলের মতো আমার জীবন যাত্রাকেও করেছে সহজতর রুজি রোজগারের এক সুন্দর পথ কিন্তু আমাকে যদি কেউ প্রশ্ন করে কোন টেকনোলজিটা তোমার কাছে অপছন্দনীয়? আমি তখন বলবো যেটা পছন্দ করে ওবামা থেকে ওসামা, প্রধানমন্ত্রী থেকে এমপি, নায়ক থেকে গায়ক, শেলী থেকে সেফালী সেই "সেলফী - Selfie" কারন এই সেলফী কত প্রকার হতে পারে আর কি পরিমান ভয়াবহ হতে পারে তা কারো অজানা নয়। এটার কারনে ট্রেন দুর্ঘটনা থেকে শুরু করে বিমান দুর্ঘটরা, যাত্রী দুর্ঘটনা থেকে শুরু করে পাত্রী দুর্ঘটনা সকলই এর দখলে। তাই আমি চেষ্টা করেছি কিছু সেলফীর প্রকারভেদ তুলে ধরার। করো সাথে মিলেগেলে তিনি নিজেই দায়ী। :P
১। শুভ সকাল সেলফী
২। বাথরুম সেলফী
৩। নাস্তা সেলফী
৪। খরার সেলফী
৫। কফি সপ সেলফী
৬। চা সেলফী
৭। ব্যাথা পাইছি উউউহ সেলফী
৮। মাথা ব্যাথা আহ সেলফী
৯। কমড় ব্যাথা উউউহ সেলফী
১০। টিভি দেখছি সেলফী
১১। গুড নাইট সেলফী
১২। গোসল সেলফী
১৩। পার্লার সেলফী
১৪। নতুন জামা সেলফী
১৫। ঘুরা ঘুরি সেলফী
১৬। বয়ফ্রেন্ড এর সাথে সেলফী
১৭। র্গাল্ডফ্রেন্ড এর সাথে সেলফী
১৮। ক্লাস রুম সেলফী
১৯। পার্টি সেলফী
২০। অন্তরঙ্গ সেলফী (১৮+)
২১। নামাজে সেজদা সেলফী
২২। মৃত মানুষের সাথে সেলফী
২৩। কবরে শুয়ে সেলফী
২৪। মুখ বাকা সেলফী
২৫। জিহ্বা সেলফী
২৬। ১৮+ সেলফী (বিস্তারিত বলা নিষেধ)
২৬। অফিস সেলফী
২৭। ভাব দরছি সেলফী
২৮। কাজ নাই হুদাই সেলফী
এই ভাবে হাজারো সেলফী বলে শেষ করা যাবে না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭

arman babu বলেছেন: গরিব হওয়াটা কি দোষ বন্ধুরা?আমি এমন এক পরিবারে জন্ম গ্রহন করেছি যে সেখানে ছোট থেকেই শুধু অভাব অনোটন লেগেই আছে। এমন ও দিন গেছে টানা দুই তিন দিন খেয়ে কেটে গেছে। আমাদের এলাকার সবাই একটু ভালো প্রজিশনে তাই তাদের ছেলে মেয়েরা আমাদের সাথে মিশতো না। কষ্ট পেতাম যখন এ গুলো বুঝতাম এখনও কষ্ট পাই। আমরাতো গরিব তাই আমাদের খেলায়ও নেয় না। যারা আমাদের মত ঐ রকম কয়জনের সাথে বসে থাকতাম কারন আমাদের তো আর বল কিনার টাকা নাই। পড়ালেখা করতাম এখনও করি। এখন দুইটা প্রাইভেট পড়াই আর কাজ টাজ করে পড়ালেখার খরচ টা কোনো রকম চলে, কিন্তু আমার যে আরো দুটি ভাই বোন পড়ে তাদের খরচ কে চালাবে কারন তারাও উপরের ক্লাসের বোন inter 1st year final exam দিছে আর ভাই নবম শ্রেনিতে।আমরা ভাত খেতেই কষ্ট গয় তার উপর তিনজনের পড়া। তাই আজ ১৯ এপ্রিল সিন্ধান্ত নিলাম পড়ালেখা ছেড়ে দিবো,,, কাজ করবো ভাই বোনের পড়াটা চালাবো,,,কারন আমাদের মত গরিব কে সাহায্যে করবে????আমরা গরিব এটা আমাদের দোষ না তাই আমাদের ঘৃনা করার আগে একটু ভেবো আমরাও মানুষ। পরে অন্যে পোষ্ট করবো কিন্তু প্রথমেই আমার অবস্থান বুঝালাম।তবে আমার একটা ভালো বন্ধু আছে সে যতটুকু পেরেছে সাহায্যে করেছে,,, এই মোবাইল টা ও তার দেওয়া, ওরা এখন ঢাকাতে। আল্লাহ ওর ভালো করুক

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯

মামুন-খান বলেছেন: ভাই আপনার ইনটারনেটের খরচও কি আপনার বন্ধু দেয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.